বদ্রীনাথ ধামের দ্বার খোলা হলেও, করোনা মহামারীর কারণে স্থগিত চারধাম যাত্রা

Main দেশ ধর্ম ভ্রমণ
শেয়ার করুন

Published on: মে ১৮, ২০২১ @ ২১:৫১

এসপিটি নিউজ ব্যুরোঃ অবশেষে আজ বদ্রীনাথ ধামের দ্বার খুলে দেওয়া হল। সমস্ত ধর্মীয় আচার-রীতি মেনেই মঙ্গলবার ভোর সোয়া চারটে নাগাদ মন্দিরের দ্বার উন্মুক্ত করা হয়। ইতি পূর্বে চার ধামের বাকি তিন ধাম- যমুনোত্রী, গঙ্গোত্রী ও কেদারনাথ দাম খুলে গিয়েছে। তবে করোনা মহামারীর কারণে ভক্ত ও তীর্থযাত্রীদের জন্য চারধাম যাত্রা স্থিগিত রেকেহছে উত্তরাখণ্ড সরকার।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তিরথ সিং রাওয়াত ট্যুইট করে লেখেন- “ভগবান বিষ্ণুর অষ্টম বৈকুণ্ঠ বদ্রীনাথ ধামের কপাট আজ ব্রহ্ম মুহূর্তে ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে ভোর ৪.১৫ মিনিটে উন্মুক্ত করা হয়েছিল। জনস্বাস্থ্যের সুরক্ষা রাজ্য সরকারের অগ্রাধিকার। ভগবান বদ্রী বিশালের কাছে মানুষের স্বাস্থ্যের জন্য প্রার্থনা করছি।”

মুখ্যমন্ত্রী জানান- শ্রী ঈশ্বরী প্রসাদ নাম্বুদারীজি এবং ধর্মাধিকারী শ্রীভুবন চাঁদ ইউনিয়ালজির নেতৃত্বে শ্রী বদ্রীনাথ ধামের শ্রদ্ধেয় রাওয়াল (প্রধান পুরোহিত) মন্দিরের সীমিত সংখ্যক সেবাইতদের নিয়ে মন্দিরে নিয়মিতভাবে ভগবান বদ্রী বিশালের পুজো করবেন।

উত্ত্রাখণ্ডের পর্যটন মন্ত্রী সৎপাল মহারাজ জানান- বদ্রীনাথ ধামের দ্বার খোলার পাশাপাশি এদিন শ্রীকেদারনাথ এলাকার ক্ষেত্রনাথ রক্ষক ভগবান শ্রী ভুকুন্ড ভৈরবের দরবার পূর্ণ আইনী ও ঐতিহ্যবাহী ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ যথাযথভাবে খোলা হয়েছিল। প্রধান পুরোহিত ভগবান শ্রী ভৈরবের কাছে প্রার্থনা করেন যে সমগ্র বিশ্ব সুস্থ হোক।

এদিন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী জানান- চারধাম যাত্রা করোনার মহামারির কারণে সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। আমি আপনাদের সকলকে অনুরোধ করছি আপনা্রা ঘরে বসে ঈশ্বরের দর্শন করুন এবং আপনারা ঘরে বসে পুজো করুন এবং ধর্মীয় ঐতিহ্য পালন করুন।

Published on: মে ১৮, ২০২১ @ ২১:৫১


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

80 − 76 =