অত্যাশ্চর্য ঘটনা জয়রামবাটিতে: মাত্র ১৩ দিনের ব্যবধানে দুটি বাছুর প্রসব, হতবাক চিকিৎসকরা

Main দেশ প্রাণী ও মৎস্য বিজ্ঞান রাজ্য
শেয়ার করুন

 Published on: জুন ১০, ২০২২ @ ২২:০৯
Reporter: Aniruddha Pal

এসপিটি নিউজ: এত অল্প সময়ের ব্যবধানে একটি গরু দু’টি বাচ্চা প্রসব করছে এমন ঘটনা সত্যিই বিরল। পশু চিকিৎসকও বলছেন এটা অকল্পনীয়। এর আগে একতি গরু দু’টি বাচ্চা দিয়েছে কিন্তু তা অনেক দিনের ব্যবধানে। কিন্তু জয়রামবাটিতে ইন্ডিয়ান ডেয়ারি ফার্ম-এ গতকালই ঘটেছে এমন ঘটনা। যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে সারা দেশে।মাত্র ১৩ দিনের ব্যবধানে একটি জার্সি গরু একটি পুরুষ ও একটি স্ত্রী বাছুর প্রসব করে খবরের শিরোণামে উঠে এসেছে।

সুপারভাইজার হিসেবে এই মুহূর্তের সাক্ষী থাকাটা খুবই সৌভাগ্যের

জয়রামবাটি রামকৃষ্ণ মিশন স্কুলের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক শক্তিপদ সামুই এই ডেয়ারি ফার্মের সুপারভাইজারের দায়িত্ব সামলান। তিনি বলছিলেন- এই ফার্মের কথা। এখানে ডা. দীনবন্ধু গায়েন আছে। এখানে গোয়ালা আছেন নিমাই মাল, সুদর্শন ঘোষ, কৃষ্ণচন্দ্র ঘোষ। এছাড়া কৃত্রিম প্রজনন(Artificial Insemination) –এর কাজ করেন গোঘাট-২-এর প্রাণিবন্ধু বনমালি মালিক। এই জার্সি গরুটির কৃত্রিম প্রজনন তিনিই করেছিলেন। সব কিছু দেখাশুনো করতে পেরে তার খুবই ভালো লাগছে। এ তো সত্যি আনন্দের খবর। এখানকার সুপারভাইজার হিসেবে এই মুহূর্তের সাক্ষী থাকাটা খুবই সৌভাগ্যের। এমন একটা অভূতপূর্ব ঘটনাও তাকে খুবই শান্তি দিয়েছে।

কি বলছেন চিকিৎসকরা

দ্বিতীয় বাছুর প্রসবের পরই জয়রামবাটির এই ডেয়ারি ফার্মে আসেন দুই চিকিৎসক ব্লক লাইভস্টক ডেভেলপমেন্ট অফিসার বা বিএলডিও ডা. তরুণ কুমার সাহা রায় এবং ভেটেরিনারি অফিসার বা ভিও     ডা. কল্যান দে।খানাকুলের দায়িত্বে থাকা গাইনি ডা. সোমা দে এই ঘটনায় রীতিমতো অবাক। তিনিও বলেছেন এমন ঘটনা দেখা যায় না।

  • ডা. তরুণ কুমার সাহা রায় এই ঘটনাটিকে অভাবনীয় অকল্পনীয় বলে উল্লেখ করেছেন। তিনি বলেন এমন ঘটোনা সচরাচর দেখাই যায় না। এটা আমাদের আকাছেও বিষ্ময়ের। সাধারণতঃ একটি মা গরু ২৮০ দিনের মাথায় প্রসব করে। এক্ষেত্রে এই গরুটি’র (Bull no.- CBJ 2048 ) কৃত্রিম প্রজনন করা হয়েছিল ২০২১ সালের ৫ জুন এফএসবিএস, হরিণঘাটা থেকে। এর পর গরুটি ২৮০ দিন পেরিয়ে আরও ৪৩ দিন বাদে অর্থাৎ ৩২৩ দিনের মাথায় এ বছর ২৮ মে প্রথম পুরুষ বাছুর প্রসব করে। এরপর সে দ্বিতীয় বাচ্চ আপ্রসব করে এর ঠিক ১৩ দিনের মাথায় অর্থাৎ গতকাল ৯ জু, ২০২২। যা কিনা নির্ধারিত সময়ের অনেক পরে।
  • দু’টি ক্ষেত্রেই কিন্তু দেখা গিয়েছে গরুটি সুস্থ আছে এবং তার বাচ্চারাও সুস্থ আছে। এমনকি বাচ্চা দেওয়ার পরে যে হলুদ গ্যাজলা দুধ বেরোয় সেটাও বেরিয়েছে পরে আবার দুধের রঙ সাদা হয়েছে। প্রথম বাচ্চা দেওয়ার পর চার কেজি দুধ দিয়েছে। দ্বিতীয় বাচ্চাটি প্রসবের পর ৩ কেজি দুধ দিয়েছে। প্রথম পুরুষ বাচ্চাটির ওজন হয়েছে ২৫ কেজি এবং দ্বিতীয়টির ওজন হয়েছে ২০ কেজি। মায়ের ওজন ৩০০ কেজি। সবই কিন্তু স্বাভাবিক আছে। আরও মজার বিষয়, নির্ধারিত সময়ের অনেক পরে বাচ্চা হলেও তা কিন্তু স্বাভাবিকভাবেই প্রসব হয়েছে। এতাও অত্যন্ত আশ্চর্যের। বলছিলেন ডা. তরুণ কুমার সাহা রায়।

মহারাষ্ট্রের লাতুর জেলায় ঘটেছিল এমনই এক ঘটনা ২০১৫ সালে

তবে ডা. তরুণ কুমার সাহা রায় জানান এর আগে এমন একটি ঘটনা ঘটেছিল আজ থেকে সাত বছর আগে মহারাষ্ট্রের লাতুর জেলায়। এ বিষয়ে তিনি ডা. কৈলাসের একটি উদ্ধৃতি তুলে ধরেন। সেখানে ওই ডাক্তার লিখছেন- “মজার বিষয়, এটি অতিরক্ততার কারণে হতে পারে খুব কমই বিশ্বজুড়ে গরুর মধ্যে এমনটা পাওয়া যায় এবং এটি খুব কমই হয়। মহারাষ্ট্রের লাতুর জেলার ঘোঁশিতে লাল কান্দার গবাদি পশুর ক্ষেত্রে আমার পোস্ট গ্র্যাজুয়েশনের সময় একই ঘটনা লক্ষ্য করা গেছে। যেখানে প্রথম বাছুর যেখানে ২০১৫ সালের ০২ মার্চ তারিখে প্রসব করেছিল কিন্তু ১৩ মার্চ ২০১৫ এ কিন্তু দ্বিতীয় বাছুর (উভয় পুরুষ বাছুর) এর সময় কোন কোলোস্ট্রাম পরিলক্ষিত হয়নি। আশ্চর্যজনকভাবে আমার কাছে সেই কেসটির ছবি ছিল।

ফার্মাকনের কর্ণধার সঞ্জয় রায় বললেন-অত্যাশ্চার্য ঘটনা

প্রাণি চিকিৎসা বিষয়ক ওষুধ প্রস্তুতকারক কোম্পানি ফার্মাকন ভেট প্রাইভেট লিমিটেড-এর কর্ণধার সঞ্জয় রায় এই খবরটি সর্বপ্রথম সংবাদ প্রভাকর টাইমসকে জানান।তিনি বলেন- এমন ধরনের ঘটনা আগে তিনি শোনেননি। এই ফার্মে তাঁর কোম্পানির ওষুধ সরবরাহ হয়। কিন্তু একটি গরু এত অল্পদিন মাত্র ১৩ দিনের ব্যবধানে পর পর দু’টি বাচ্চা দেবে, এ সত্যিই এক অত্যাশ্চর্য ঘটনা। এই ঘটনার কথা সকলের জানা দরকার।

Published on: জুন ১০, ২০২২ @ ২২:০৯


শেয়ার করুন