বঙ্গবন্ধুকে নিয়ে চলচ্চিত্র, নির্মাণের দায়িত্বে প্রখ্যাত ভারতীয় পরিচালক শ্যাম বেনেগাল

দেশ বাংলাদেশ বিনোদন
শেয়ার করুন

Published on: আগ ২৭, ২০১৮ @ ২০:৩৯

এসপিটি নিউজ, ঢাকা, ২৭ আগস্টঃ বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক একটি চলচ্চিত্র এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর একটি প্রামাণ্যচিত্র নির্মাণ করা হবে। ২০১৭ সালের ২৭শে আগস্ট নয়া দিল্লিতে ভারত-বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এই বিষয়ে চুক্তি হয়েছিল। ঠিক এক বছর বাদে আজ সোমবার বাংলাদেশের সচিবালয়ে নিজের দফতরে তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম সাংবাবাদিক সম্মেলনে জানিয়ে দেন তার বাস্তবায়ন হতে চলেছে। বঙ্গুবন্ধুকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করা হবে। আর তার দায়িত্বে থাকছেন প্রখ্যাত ভারতীয় চলচ্চিত্র পরিচালক শ্যাম বেনেগাল।শীঘ্রই শুরু হবে কাজ।

এত পরিচালক থাকতে শ্যাম বেনেগাল কেন? এই প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী তারানা বলেন, বঙ্গবন্ধুর জীবনীচিত্র নির্মাণে ভারতের পক্ষ থেকে পরিচালক শ্যাম বেনেগাল, গৌতম ঘোষ এবং কৌশিক গাঙ্গুলীল নাম প্রস্তাব করা হইয়। কিন্তু বাংলাদেশ শেষ পর্যন্ত পদ্মশ্রী, পদ্মভূষণ ও দাদাসাহেব ফালকে পুরস্কার পাওয়া শ্যাম বেনেগেলকেই বেছে নিয়েছে।কারণ হিসেবে তিনি বলেন, “তিনি (শ্যাম বেনেগাল) নেতাজী সুভাষ বোসকে (বোস দ্য ফরগটেন হিরো) নিয়ে জীবনীভিত্তিক চলচ্চিত্র নির্মাণ করেছেন। তাই তাঁর কাজের বিষয়টিকেই প্রাধান্য দিয়ে আমরা তাঁকে নির্বাচন করেছি।”

মন্ত্রী তারানা বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে চুক্তি অনুযায়ী এই চলচ্চিত্র পরিচালনায় বাংলাদেশের তিন সদস্যের একটি বিশেষজ্ঞ প্যানেল পরিচালককে সহযোগিতা করবে। তবে কাজ শুরুর আগে পাণ্ডুলিপি তৈরির পর বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের তা দেখিয়ে নেওয়া হবে।

“এই চলচ্চিত্র নির্মাণে বাংলাদেশ-ভারত উভয় দেশ খরচ বহন করবে। বাজেট করবেন পরিচালক। চলচ্চিত্রের ৮০ শতাংশ খরচ বহন করতে চায় বাংলাদেশ বলে ভারতকে প্রস্তাব দেওয়া হয়েছে। বাজেটের বিষয়টি ভারত আমাদের জানাবে।” বলেন প্রতিমন্ত্রী।

বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক এই চলচ্চিত্রটি আন্তর্জাতিক মানের হবে একথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, বিশ্বের একজন অন্যতম নেতাকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছি, তাই এর মানের প্রশ্নে সমঝোতা করতে রাজি নই।

২০২১ সালে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী। ওই বছরের দিকে তাকিয়ে চলচ্চিত্রটি শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হলেও প্রকৃতপক্ষে কত দিন সময় লাগবে তা পরিচালকই নির্ধারণ করবেন বলে জানান তিনি।

প্রতিমন্ত্রী জানান, “এই চলচ্চিত্র নির্মাণে বাংলাদেশের তিন সদস্যের একটি বিশেষজ্ঞ দল থাকবে। যেখানে চলচ্চিত্র বিষয়ে বিশেষজ্ঞ, বঙ্গবন্ধুকে জানেন-চেনেন এমন একজন এবং ব্যক্তি বঙ্গবন্ধুকে চেনেন এমন একজন ইতিহাসবিদ থাকবেন। এরা পরিচালককে সহায়তা করবেন।” পাশাপাশি তিনি এও জানিয়ে দেন এই দলে একজন বাংলাদেশের একজন স্বনামধন্য চিত্র পরিচালকও থাকতে পারে। তবে এদের কারও নাম এখনও ঠিক হয়নি।

“আমরা চাই বঙ্গবন্ধুকে নিয়ে, তার মতো একজন মহান নেতাত উপর তৈরি হওয়া চলচ্চিত্রটি মানুষ আজকে নয় এর পরের এবং তার পরের প্রজন্মও যেন বারবার দেখে এবং স্মরণ করে- আমরা কেমন নেতা পেয়েছিলাম।” জানান প্রতিমন্ত্রী তারানা। তথ্যঃ বিডিনিউজটোয়েন্টিফোর ডট কম

Published on: আগ ২৭, ২০১৮ @ ২০:৩৯

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ 56 = 66