দুঃস্থদের বস্ত্র দান করে জন্মাষ্টমী পালন তৃণমূল যুব নেতা সম্রাটের

রাজ্য
শেয়ার করুন

Published on: সেপ্টে ৩, ২০১৮ @ ১৯:৩০

এসপিটি নিউজ, বারাকপুর, ৩ সেপ্টেম্বরঃ উৎসবের দিনে দুঃস্থ-আর্ত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে সেই উৎসবের রঙ আরও বেশি উজ্জ্বল হয়ে ওঠে। জীব সেবার মধ্যেই ঈশ্বর সেবা হয়। গত কয়েক বছর ধরে তাই এইসব অভাবী মানুষগুনির পাশে দাঁড়িয়ে তাদের মুখে হাসি ফোটানোর প্রয়াস চালিয়ে যাচ্ছেন তিনি। আজও তার ব্যতিক্রম হয়নি। বিশিষ্ট আইনজীবী তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক সম্রাট তপাদার এবারও সমাজের অসহায় দীন-দরিদ্র আর্ত মানুষগুলির পাশে দাঁড়ালেন। জন্মাষ্টমীর পুণ্যদিনে এমন ১০০জন মানুষের হাতে তুলে দিলেন বস্ত্র।

আজ সকলে যখন পুজো দিতে ব্যস্ত তখন শ্যামনগর কালীবাড়ির সামনে দাঁড়িয়ে সমাজের এই হতদরিদ্র মানুষগুলিকে সম্মান-শ্রদ্ধা-প্রণাম জানিয়ে তাদের হাতে নতুন বস্ত্র তুলে দিলেন সম্রাট। এমন দিনে নতুন বস্ত্র পেয়ে যারপরনাই খুশি এই দুঃস্থ মানুষগুলি। এই মানুষগুলিকে সেবার মধ্য দিয়েই সম্রাট তাঁর জন্মাষ্টমী মহোৎসব পালন করেন। সব শেষে মায়ের মন্দিরে পুজো দেন।এদিন সম্রাটের সঙ্গে ছিলেন ছাত্র নেতা দেবজিৎ মুখার্জি সহ আরও অনেকে।

সম্রাট বলেন, “আমাদের নেতা অভিষেক ব্যানার্জী ছাত্র -যুবদের বলে থাকেন-আমাকে ফুল মিষ্টি না দিয়ে দরিদ্রককে দাও.. তাতে ঈশ্বর-আল্লা খুশি হবে। তাই জীবসেবার মাধ্যমে নারায়ণ সেবার ব্রত নিয়েছি আমরা সবাই। ধর্ম আমাদের যার যার, উৎসব আমাদের সবার। প্রান্তিক মানুষদের উপহার দেওয়ার পর তাদের তৃপ্তির হাসির মধ্যেই ঈশ্বর ও আল্লা খুশি হয়। এতেই আমার শান্তি।”

Published on: সেপ্টে ৩, ২০১৮ @ ১৯:৩০


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 2 = 7