ফের সংবাদমাধ্যমকে নিশানা মমতারঃ মুদি-মিস্টি-শাড়ির দোকানের মতো এরা হল সংবাদের দোকান

Main দেশ রাজ্য
শেয়ার করুন

“সব সময় মমতা ব্যানার্জিকে গালি দিয়ে বিজেপিকে সন্তুষ্ট করার চেষ্টা করবেন না।”

“রামদেব যদি ৫০০ কোটি টাকা দিয়ে বিজেপি করতে বলে সংবাদ মাধ্যম কি করবে?”

Published on: জুন ১৪, ২০১৯ @ ২০:৫৭

এসপিটি নিউজ, কাঁচরাপাড়া, ১৪জুন: কাঁচরাপাড়ার সভা স্থল থেকে ফের সংবাদ মাধ্যমকে নিশানা বানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।তিনি বললেন-“যেমন মুদির দোকান আছে, শাড়ির দোকান আছে, মিস্টির দোকান আছে তেমনই এরা হল সংবাদের দোকান। এটা মাথায় রাখবেন।”

এনআরএস কান্ডে বহিরাগত তত্ত্বে অনড়, কাঁচরাপাড়ায় ব্যাখ্যা দিলেন মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার কাঁচরাওয়াড়ায় সভাস্থলে দাঁড়িয়ে এনআর এস কান্ড নিয়ে বলতে গিয়ে সংবাদ মাধ্যমকে এক হাত নেন। তিনি বলেন- “গত কাল আমি জুনিয়র ডাক্তারদের আন্দোলনে বহিরাগতরা আছে বলেছিলাম। তাই নিয়ে আজকে কাগজে আমাকে ব্যঙ্গ করা হয়েছে। গালি দেওয়া হয়েছে।আজ আমি আপনাদের বলছি-খোঁজ নিন তো যে ছেলেটা কাল বিবৃতি দিচ্ছিল সে কোথায় চাকরি করে। চাকরি করে ক্যালকাটা হার্ট রিসার্চ সেন্টারে। ১০ বছর ধরে। তাহলে সে জুনিয়র ডাক্তার কি করে হল?আজ আপনাদের এটুকু বলে দিলাম। এবার সে কোন রাজনৈতিক দল করে সেটা আর আমি বলছি না। সবই যদি বলে দিলাম তাহলে আপনারা কি করবেন। আপনারা জেনে নিন খোঁজ নিয়ে।”

মিডিয়াকে তোপ মমতার

“সব সময় মমতা ব্যানার্জিকে গালি দিয়ে বিজেপিকে সন্তুষ্ট করার চেষ্টা করবেন না। মমতা ব্যানার্জি কোটিপতি ঘরের মেয়ে নয়। মমতা ব্যানার্জিকে তাই গালাগালি দেওয়া মিডিয়ার কাজ। আমার তাতে কিছু যায় আসে না। আমাকে গালি দিলে আমি ভাবব আরও ভাল হবে। ২০১৬ সালে আপনারা যত বেশি গালি দিয়েছেন আমরা তত বেশি সিট বেশি পেয়েছি। আপনারা আমাকে গালাগালি দিয়ে যান আমরা আমাদের শিকড়টাকে আরও বাড়িয়ে নিয়ে যাব।” বলেন মমতা।

‘এত টাকার বিজ্ঞাপন দিচ্ছে বিজেপি তো করতেই হবে ওদের’-অভিযোগ মমতার

এরপরই সরাসরি মিডিয়াকে নিশানা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন- “সাংবাদিকদের গায়ে হাত দেবেন না। ওদের কোনও দোষ নেই। ওদের মালিকের সিদ্ধান্ত এটা। কি করবে ওরা। ওরা তো চাকরি করে। রামদেব ৫০০ কোটি টাকা করে এক একটা টিভি চ্যানেলে বিজ্ঞাপন দিচ্ছে। তা বেচারারা কি করবে। আমার তো এক কোটি দেবারও ক্ষমতা নেই। তা রামদেব যদি ৫০০ কোটি টাকা দিয়ে বিজেপি করতে বলে তারা কি করবে?প্রশ্ন তোলেন মমতা।

দোকানের সঙ্গে সংবাদ মাধ্যমকে তুলনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

এরপর ক্ষোভ উগরে সংবাদমাধ্যমকে কটাক্ষ করে বলতে থাকেন- ” সংবাদমাধ্যম হল একটা ব্যবসা।শুনে থাকবেন মুদির দোকান আছে, মিষ্টির দোকান আছে, শাড়ির দোকান আছে। এরা হচ্ছে সংবাদের দোকান। এটা মাথায় রাখবেন। আবার দেখবেন কোথাও আবার ভাল মিষ্টি পাওয়া যায়, কোথাও আবার ভেজাল মিষ্টিও পাওয়া যায়। তেমন ভেজাল সংবাদও আছে। এটা সংবাদ ব্যবসা হিসেবে ধরে নিন।”

Published on: জুন ১৪, ২০১৯ @ ২০:৫৭


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − = 6