প্লাস্টিক ক্রসর মেশিনেই ফেলুন এবার খালি প্লাস্টিকের বোতল

দেশ রেল
শেয়ার করুন

Published on: জুলা ১৯, ২০১৮ @ ১৬:৩২

এসপিটি নিউজ ডেস্কঃ স্টেশনে ময়লা ফেলার জায়গা করে দেওয়ার পরও হুঁশ ফেরেনি বহু রেলযাত্রীদের।এবার ফিরবে কিনা তা সময় বলবে।তবে রেল দফতরের উদ্যোগে কোনও খামতি নেই। প্লাটফর্মে এবার তারা বসালো প্লাস্টিক ক্র্সর মেশিন। যার কাজ হল ব্যবহৃত খালি পানীয় প্লাস্টিকের বোতল নষ্ট করে দেওয়া। সারা দেশে দু’হাজার রেল স্টেশনে এমন অত্যাধুনিক মেশিন বসানো শুরু হয়েছে।

টাটানগজ স্টেশনে এমন দু’টি মেশিন বসানো হয়েছে। বলা হচ্ছে, আপনি যে প্লাস্টিকের বোতলে জল পান করেন সেই বোতল খালি হয়ে গেলে তা যেখানে সেখানে ফেলবেন না। ইতিমধ্যে বহু বড় স্টেশনে এই মেশিন বসে গেছে। একটু এগিয়ে গিয়ে আপনার খালি প্লাস্টিকের বোতলটি ওই মেশিনের নির্দিষ্ট স্থানে ফেলে দিয়ে আসুন। দেখবেন আপনার বোতলটি কয়েক সেকেন্ডে নষ্ট হয়ে গেছে। এরফলে পরিবেশ সুরক্ষিত থাকবে।

তবে, কখনোই এই মেশিনে কাচের কোনও বোতল ফেলতে যাবেন না। ফেলবেন না চামড়া কিংবা প্লাস্টিকের ব্যাগ।ঢোকাবেন না মেটালের কোনো পানীয় ক্যান।

আশা করা যায়, এর ফলে স্টেশনগুলি স্বচ্ছ থাকবে।

Published on: জুলা ১৯, ২০১৮ @ ১৬:৩২


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

42 − 32 =