প্রথম নির্বাচনী কর্মীসভায় কেন্দ্রকে তোপ ঘাটালের তৃণমূল প্রার্থী দেবের- কি বললেন তিনি

Main রাজ্য লোকসভা ভোট 2019
শেয়ার করুন

সংবাদদাতা-বাপ্পা মন্ডল

ছবি-বাপন ঘোষ

Published on: মার্চ ২০, ২০১৯ @ ২২:১৫

এসপিটি নিউ, ঘাটাল, ২০ মার্চঃ অভিনেতা দেব এখন রাজনীতিবিদও বটে। গত পাঁচ বছরে তিনি রাজনীতির নানা অভিজ্ঞতা সঞ্চয় করেছেন। আর তা করতে গিয়ে মুখোমুখি হয়েছেন নানা ঘটনার। তা থেকে শিক্ষা নিয়ে দ্বিতীয়বার ঘাটাল লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে নিজের নির্বাচনী কর্মীওসভায় দাঁড়িয়ে কেন্দ্রের বিরুদ্ধে এবার সরাসরি তোপ দাগলেন অভিনেতা দেব অর্থাৎ দীপক অধিকারী। কি বললেন তিনি কেন্দ্রের বিরুদ্ধে? কেনই বা বা তিনি এই তোপ দাগলেন? সত্যি কি তাঁকে সংসদে কেন্দ্রের বাধার মুখে পড়তে হয়েছিল?

“৩ হাজার কোটি টাকা দিয়ে স্ট্যাচু অব ইউনিটি করতে পারে কিন্তু ঘাটালের মাস্টার প্ল্যান-এর অনুমোদন দেয় না কেন্দ্র”

১) হ্যাঁ, দেবকে কেন্দ্রের বাধার মুখেই শুধু পড়তে হয়নি ঘাটালবাসীর দীর্ঘদিনের সমস্যার সমাধানের জন্য এক দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হয়েছে। ঘাটালে একটু ভারী বৃষ্টিপাত হলেই কিন্তু গোটা এলাকা ভেসে যায়। এটা ঘাটালের মানুষের দীর্ঘদিনের সমস্যা। আর তাই এই সমস্যার থেকে ঘাটালবাসীকে উদ্ধার করার জন্য রাজ্য সরকার ঘাটাল মাস্টারপ্ল্যান করেছে। এই প্ল্যান কেন্দ্রের অনুমোদন পেলেই মিটতে পারে দীর্ঘদিনের সমস্যা।কিন্তু কেন্দ্র সরকার ঘাটাল মাস্টার প্ল্যানের অনুমোদন দেয়নি- অভিযোগ ঘাটালের তৃণমূল প্রার্থীর।

২) দেব বলেন- সাংসদ হিসেবে আমি সংসদে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য বারেবারে দরবার করেছি। তিন হাজার কোটি টাকা খরচ করে স্ট্যাচু অব ইউনিটি গড়তে পারে কিন্তু আড়াই হাজার কোটি টাকা দিয়ে ঘাটালের মাস্টার প্ল্যান-এর অনুমোদন দেয় না কেন্দ্র সরকার।

আবারও সংসদে যাওয়ার সূযোগ পেলে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য যা প্রয়োজন তাই করব

১) দিদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে দ্বিতীয়বারের জন্য আমাকে ঘাটালের প্রার্থী করেছেন। সেজন্য তাঁকে জানাই ধন্যবাদ। আপনারার আমাকে ভোট দিয়ে আশীর্বাদ করবেন। দ্বিতীয়বার যদি আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে সংসদে পাঠান তাহলে ঘাটাল মস্টার প্ল্যান রূপায়ন করার জন্য সংসদে যেমন দাবি তুলবো ঠিক তেমই সংসদে বসে দাবি আদায়ের জন্য যা প্রয়োজন হয় তাই করব।

এদিন দেবের সমর্থনে তৃণমূলের কর্মীসভায় দলের নেতৃত্ব উপস্থিত ছিলেন। যাদের মধ্যে মন্ত্রী সৌমেন মহাপাত্র, জেলা সভাপতি অজিত মাইতি, জেলা যুব সভাপতি রমাপ্রসাদ গিরি প্রমুখ।

Published on: মার্চ ২০, ২০১৯ @ ২২:১৫

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

70 − = 65