TIMES NOW-VMR সমীক্ষা রিপোর্ট ইঙ্গিত দিল- বিজেপি নেতৃত্বাধীন এনডিএ ফের সরকার গড়তে চলেছে

Main দেশ লোকসভা ভোট 2019
শেয়ার করুন

Published on: মার্চ ১৯, ২০১৯ @ ২৩:৫২

এসপিটি নিউজ ডেস্কঃ কি হবে তা তো ভোটের ফলাফলেই জানা যাবে। কিন্তু তার আগে বসে নেই বিভিন্ন বিভিন্ন বেসরাক্রি ভোট সমীক্ষকদের দল। তারা শুরু করে দিয়েছে হিসেব-নিকেশ। তেমনই একটি সংস্থা TIMES NOW-VMR যা বলছে তাতে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের পক্ষে বেশ সন্তোষজনক। সেখানে এনডিএ ফের সরকার গড়তে চলেছে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে।

সমীক্ষা রিপোর্টিতে ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স-এর ২৮৩টি আসন পাওয়ার সম্ভাবনার কথা বলা হয়েছে। কংগ্রেস নেতৃত্বাধীন ইউনাইটেড প্রোগ্রেস অ্যালায়েন্স বা ইউপিএ সেখানে ১৩৫টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে সমীক্ষায় দেখানো হয়েছে। অন্যান্য দল যেমন সমাজবাদী পার্টি-বহুজন সমাজবাদী পার্টি-আরএলডি-তৃণমূল কংগ্রেস, জোট না করা বুজু জনতা দল, তেলেঙ্গানা রাষ্ট্রীয় পার্টি এবং ওয়াইএসআর কংগ্রেস পেতে পারে ১২৫টি আসন। বলা হচ্ছে ২০১৪ সালের চেয়ে এনডিএ এবারে ৫৪টি আসন কম পেতে পারে।

এই সমীক্ষা TIMES NOW-VMR চালায় গত ফেব্রুয়ারি মাসে। পুলওয়ামা জঙ্গি হামলায় ৪০জন জওয়ানের ষীদ হওয়ার ঘটনার পর বালাকোটে ভারতীয় বায়ুসেনার এয়ার স্ট্রাইকের আগে এই সমীক্ষা শেষ হয়েছিল। তখন এনডিএ ২৭০টি আসন পাবে বলে সম্ভাবনা দেখা দিয়েছিল।

সর্বশেষ সমীক্ষায় কংগ্রেসের জোট এবং অন্যান্য অ-বিজেপি দলগুলি ২০১৪ সালের কার্যনির্বাহী কর্মসূচির তুলনায় পূর্বাভাস দিয়েছে, কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দ্বিতীয়বারের জন্য পদত্যাগ করাতে যথেষ্ট নয়।

যুদ্ধের ময়দানে উত্তরপ্রদেশে এসপি-বিএসপি জোট ৮০টি আসনের মধ্যে ৩৬টি পাবে বলে সমিইখায় বলা হয়েছে অর্থাৎ এখানে তাদের ভোট শেয়ার হবে ৩৯.৫ শতাংশ। সেখানে বিজেপি ও তার জোট পাবে ৪২টি আসন অর্থাৎ ভোট শেয়ার গতবারের চেয়ে কমে হয়েছে ৪২শতাংশ আসন সংখ্যা দাঁড়িয়েছে ৭৩টি।

মহারাষ্ট্রে বিজেপি-সেনা জোটের আসন সংখ্যা ৪২ থেকে কমে ৩৯ এবং কংগ্রেস-এনসিপি জোটের ৯ আসন সংখ্যা গতবারের চেয়ে বাড়ার সম্ভাবনা আছে প্রবল। অর্থাৎ ভোটের মার্জিন ৪২.৩৭।

বিহারে বিজেপি-জনতা দল ইউনাইটেড জোটকে ২৭টি আসন পাওয়ার সম্ভাবনা দেখানো হয়েছে। তাদের ভোটের মার্জিন দেখানো হয়েছে ৪৮.৪২শতাংশ যেখানে কংগ্রেস-আরজেডি-কে ১৩টি আসন পাওয়ার সম্ভাবনার কথা বলা হয়েছে ৪২.৩৭ শতাংশ ভোটের মার্জিন সমেত।

তবে সমীক্ষায় বিজেপির সবচেয়ে বড় লাভ দেখানো হয়েছে পশ্চিমবঙ্গে। যেখানে তাদের এবার ১১টি আসন ৩২.০৪ শতাংশ ভোট সহ পাওয়ার সম্ভাবনা দেখানো হয়েছে। সেখানে তৃণমূল কংগ্রেসের ৩১টি আসন পাওয়ার সম্ভাবনার কথা বলা হয়েছে।যেখানে ভোটের হার ৩৮.৯৮ শতাংশ।

তামিলনাড়ুতে এআইডিএমকে-বিজেপি জোট মাত্র ৫টি আসন পেতে পারে বলে সমীক্ষার রিপোর্ট বলছে। সেখানে ডিএমকে-কংগ্রেস জোট-এর আগের বারের চেয়ে অনেক বেশি আসন পাওয়ার সম্ভাবনার কথা বলা হয়েছে। কর্ণাটকে বিজেপি ও কংগ্রেস-জেডিএস-এর যথাক্রমে ১৫ ও ১৩টি আসন পাওয়ার সম্ভাবনার কথা বলা হয়েছে। কেরালাতেও বিজেপির ফলাফল ভালো হওয়ার সম্ভাবনা ইঙ্গিত মিলেছে সমীক্ষার রিপোর্টে। সেখানে বিজেপিকে দেওয়া হয়েছে ১৬ট আসন। উলটো দিকে কংগ্রেস-বামফ্রন্টের পক্ষে মাত্র ৩টি আসন দেখানো হয়েছে।

অন্ধ্রপ্রদেশে জগন রেড্ডির ওয়াইএসআর পার্টিকে ২২টি আসন পাওয়ার সম্ভাবনার কথা বলা হয়েছে সেখানে চন্দ্রবাবু নাইডুর তেলেগু দেশম পার্টির ভাগ্যে মাত্র ৩টি আসন দেখানো হয়েছে। তেলেঙ্গানাতেও টিআরএস্কে ১৭টির মধ্যে ১৩টি আসন দেখানো হয়েছে।

সমীক্ষা রিপোর্টে বিজেপিকে গুজরাটে ২৪, মধ্যপ্রদেশে ২২, রাজস্থানে ২০, দিল্লিতে ৭ এবং ছত্তিশগড়ে ৬টি আসন পাওয়ার সম্ভাবনার কথা বলা হয়েছে।

Published on: মার্চ ১৯, ২০১৯ @ ২৩:৫২

 

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

69 − = 66