প্রজাতন্ত্র দিবসে রাহুল-মনমোহনের সঙ্গে দেখা হয়ে গেল মোদীর, নিলেন কুশল সংবাদও

দেশ
শেয়ার করুন

Published on: জানু ২৬, ২০১৮ @ ২১:১৯

নয়াদিল্লি, এএনআইঃ ৬৯তম প্রজাতন্ত্র দিবস শুক্রবার সারা দেশে পালিত হয়। প্রজাতন্ত্র দিবস পালনের পর, রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি কোবিন্দ একটি হোম রিসেপশন দেন। যেখানে আসিয়ান দেশগুলোর নেতারা উপস্থিত ছিলেন সকল নেতাদের সঙ্গে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই নেতাদের সঙ্গে দেখা করেন।

এদিকে, মোদী কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধীর সাথে সাক্ষাৎ করেছেন। বৈঠকে মোদী ও রাহুলের মুখোমুখি দাঁড়ালেন হাসিনা। রাহুল গান্ধীর সঙ্গে দেখা করার পর মোদী প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর সঙ্গে সাক্ষাৎ করেন।তিনি মনমোহন ও তাঁর স্ত্রীর কুশল সংবাদ নেন।

এই অনুষ্ঠানে বিজেপি নেতা এল কে আদবানি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংও উপস্থিত ছিলেন বলে জানান। এছাড়াও মায়নামারের প্রথম কাউন্সিলর আং সান সুও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রজাতন্ত্র দিবস উপলক্ষে, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বিমান বাহিনীর প্রয়াত কমান্ডো জে পি নিরালাকে মরনোত্তর অশোকচক্র প্রদান করেন। এই সম্মান গ্রহণের জন্য, শহীদ নিরালার মা ও স্ত্রী উপস্থিত ছিলেন। যখন ঐ শহীদের নাম ঘোষণা করে হয় তখন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের চোখ জলে ভিজে যায়। রাষ্ট্রপতির এই ছবিটি ক্যামেরাতে ধরা পড়ে। ছবিতে দেখা যায় রাষ্ট্রপতি রুমাল দিয়ে তাঁর চোখ মুছে ফেলছেন। এই সময়ে শুধু রাষ্ট্রপতি কোবিন্দ নন, শহীদ নিরালার মা ও স্ত্রী এমন সম্মান পেয়ে এবং স্বামীর বীরত্বপূর্ণ কাহিনী শোনার পর আবেগতাড়িত হয়ে পড়েন।

Published on: জানু ২৬, ২০১৮ @ ২১:১৯


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

73 − = 66