ভ্রমণ বাণিজের সেরা মঞ্চ TTF, উপচে পড়ল কলকাতায় নেতাজি ইন্ডোর ও ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র

দেশ ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

Published on: জুলা ৯, ২০১৮ @ ১৯:৪১

এসপিটি নিউজ, কলকাতা, ৯জুলাইঃ ভারতের সর্ববৃহৎ ভ্রমণ বাণিজ্য প্রদর্শনীর মাধ্যম হল ট্রাভেল এন্ড ট্যুরিজম ফেয়ার বা TTF.  ১৯৮৯ সালে ভ্রমণ বাণিজ্যের এক উন্মুক্ত প্রদর্শনের জন্য দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে এই বাণিজ্য মেলার সূচনা হয়েছিল। এরপর থেকে এই প্রদর্শন সারা দেশে পর্যটনপ্রেমীদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে।গত কাল শেষ হল ট্রাভেল এন্ড ট্যুরিজম ফেয়ার। ৬ তারিখ থেকে শুরু হওয়া এই এবারকার ভ্রমণ মেলায় ভিড় ছিল চোখে পড়ার মতো।

জুলাই ২০১৮ থেকে শুরু করে এই বাণিজ্য মেলা চলবে দেশের ৯টি শহরে ফেব্রুয়ারি ২০১৯ পর্যন্ত।এই শহরগুলি হল-কলকাতা, হায়দ্রাবাদ, আমেদাবাদ, সুরাট, পুণে, মুম্বই, চেন্নাই, বেঙ্গালুরু।

আঞ্চলিক পর্যায়ে TTF ব্র্যান্ডে দেশের ৯টি শহরে প্রদর্শনের পর অনুষ্ঠিত হয় OTM মুম্বই-এ ।যা এশিয়া প্যাসিফিকের মধ্যে সর্ববৃহৎ ভ্রমণ বাণিজ্য প্রদর্শনীর মর্যাদা পেয়েছে। যেখানে অংশ নেয় ভারতের ৩৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল। অংশ নেয় বিশ্বের ৮০টির মতো দেশ।

এবার এই TTF অনুষ্ঠিত হল নেতাজি ইন্ডোর স্টেডিয়াম ও ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে। যেখানে অংশ নিয়েছিল ভারতের ২৮টি রাজ্য ও বিশ্বের ১৩টি দেশ।স্টল ছিল ৪৩০টি।

এই ভ্রমণ মেলায় তিনদিনে ভ্রমণ পিপাসু মানুষ এসেছেন। তারা ঘুরে দেখেছেন পর্যটনের নানা স্টল। আর ঠিক করে নিয়েছেন তাদের পুজোর ছুটিতে ভ্রমণের পরিকল্পনা।

TTF কলকাতা বাংলাদেশ ও নেপালের পর্যটনপ্রেমীদের কাছে বিশেষভাবে গ্রহণযোগ্য। এই দুই দেশ থেকে বহু মানুষ আসে এখানে ঘুরে দেখতে। থাইল্যান্ড ও সৌদি আরবের সঙ্গে আকাশপথে যোগাযোগ স্থাপন হয়েছে কলকাতার। এবারের মেলায় তা প্রদর্শন করা হয়েছে। এমনকী, এবারই প্রথম শ্রীলঙ্কা ও ম্যাকাও TTF-এ যোগ দিয়েছে। পাশাপাশি ভুটান, চিন, ফিনল্যান্ড, মায়নামার, সিঙ্গাপুর ও ভিয়েত্নাম তো ছিলই।এয়ারলাইন পার্টনার হিসেবে ছিল এয়ার ইন্ডিয়া।

ভারতীয় যে সমস্ত রাজ্যগুলি এবারের মেলায় অংশ নিয়েছিল তাদের মধ্যে উত্তরাখণ্ড বড় প্যাভেলিয়ন গড়েছিল। তাদের মতোই বড় প্যাভেলিয়ন করেছিল হিমাচল প্রদেশ, পশ্চিমবঙ্গ, রাজস্থান, উড়িষ্যা, গোয়া, গুজরাট এবং কেরালা। এছাড়াও অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, জম্মু ও কাশ্মীর, তামিলনাড়ু, বিহার, মধ্যপ্রদেশ, আন্দামান ও নিকোবর, মণিপুর, মেঘালয়, নাগাল্যান্ড , মিজোরাম, ত্রিপুরা ও সিকিম তাদের পর্যটনের নানা দিক তুলে ধরেছিল।

এবারই প্রথম TTF কলকাতায় নলেজ পার্টনার হিসেবে যোগ দিল কক্স এন্ড কিং সংস্থা।যারা তাদের বিশাল প্যাভিলিয়নে ভিয়েতনাম, ফিনল্যান্ড এবং বালতিক রাজ্যগুলিতে ভ্রমণের নানা প্যাকেজ হাজির করেছিল। TTF কলকাতা শুধুমাত্র ভ্রণ বাণিজ্য আর পর্যটনের জন্যি বিখ্যাত নবয়, এখানে মানুষ আসে পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের গুরুত্বপূর্ণ রাজ্যগুলি সম্পর্কে সম্যক ধারণা নিতে।

ভারত সরকারের “লুক ইস্ট” পলিসি এবারের ভ্রমণ মেলায় বিশেষ স্থান পেয়েছে।

“TTF কলকাতা আমাদেরকে কাছে এক সুযোগ তৈরি করে দেয়। যেখানে এজেন্ট ও ট্যুর অপারেটরদের মধ্যে যোগাযোগ স্থাপন হয় ঠিক পুজোর আগে, যা পূর্ব ভারতে একটা বড় সুযোগ।” জানান কক্স এন্ড কিংস লিমিটেডের রিলেশনশিপ হেড করণ আনন্দ।

“TTF কলকাতা ভারতের সবচেয়ে পুরনো ও ব্যস্ততম ভ্রমণ বাণিজ্য প্রদর্শনী, যা পূর্ব ও দক্ষিণপূর্ব এশিয়ার বহির্মুখী ও অন্তর্মুখী সম্ভাব্য গুরুত্বকে ক্রমেই বাড়িয়ে দিচ্ছে। এটি বাণিজ্যের ক্ষেত্রে পরিকল্পিত গুরুত্বপূর্ণ এক প্রবেশদ্বারে পরিণত হয়েছে। সেটাই হল গত ২৯ বছর ধরে চলতে থাকা প্রতি বছরের এই ভ্রমণ বাণিজ্য প্রদর্শনী।” বলছিলেন আয়োজক ফেয়ারফেস্ট মিডিয়া লিমিটেডের সিইও ও চেয়ারম্যান সঞ্জীব আগরওয়াল।

ইতিমধ্যে ভারতে পর্যটকদের সংখ্যা ক্রমেই বৃদ্ধি পেয়েছে। এই মুহূর্তে ভারতে পর্যটকদের গ্রোথ রেট ২০ মিলিয়নেরও বেশি। TTF-এর এক পরিসংখ্যান জানাচ্ছে আগামী তিন বছরে এই রেট দ্বিগুন ৪৫ মিলিয়ন ছাড়িয়ে যাবে। ছবি-সংবাদ প্রভাকর টাইমস   

Published on: জুলা ৯, ২০১৮ @ ১৯:৪১

   

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + = 19