সিপিএমের প্রধান শত্রু বিজেপিকে উচ্ছেদ করাই একমাত্র লক্ষ্য, ঝাড়গ্রামে বললেন সূর্যকান্ত মিশ্র

রাজ্য
শেয়ার করুন

Published on: জানু ২৬, ২০১৮ @ ২২:৫১

এসপিটি নিউজ, ঝাড়গ্রাম, ২৬ জানুয়ারিঃ ছিল পার্টির জেলা সম্মেলন। যেখানে পার্টির আভ্যন্তরীন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু সেখানে তারা একটা বিষয় পরিষ্কার করে দিয়েছে বিজেপি শাসিত রাজ্যের চেয়ে তৃণমূল শাসিত পশ্চিমবঙ্গ অনেক বেশি সুরক্ষিত। তাই রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেস যতই বিরোধী হোক না কেন বিজেপিই যে তাদের প্রধান শত্রু তা কিন্তু সম্মেলনে এসে কবুল করে গেলেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র।দলের উচ্চ নেতৃত্বের অসন্তোষ সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, কেন্দ্রীয় কমিটি রাজ্য কমিটি নিয়ে মাথা ঘামাবেন, কান দেবেন না। আমাদের সঙ্গে কোনও মতপার্থক্য নেই। আমাদের একমাত্র লক্ষ্যবিজেপিকে উচ্ছেদ করা।তাতে সংবাদ মাধ্যম যা খুশি বলুক।

পদ্মাবতী প্রসঙ্গে সূর্যকান্তমিশ্রর বক্তব্য বিজেপি ভয় পেয়ে গেছে। এদের চালিকাশক্তি আর এস এস। বিজেপি শাসিত রাজ্যে আর এস এস বড় বিপদ। প্রশাসনিক গাফিলতি বললে ভুল হবে। এটা পরিকল্পিতভাবে করার চেষ্টা হচ্ছে।

আজ ঝাড়গ্রামের মানিকপাড়া এলাকায় ঝাড়গ্রাম জেলার প্রথম সম্মেলন এর সমাবেশে পার্টির রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র ছাড়াও,  মদন ঘোষ, দীপক সরকার সহ জেলা নেতৃত্ত্ব উপস্থিত ছিলেন। ঝাড়গ্রাম জেলার সম্পাদক ডহরেশ্বর সেনকে সরিয়ে পুলিন বিহারী বাস্কেকে নতুন সম্পাদক নিয়োগ করা হয়। যা নিয়ে বিতর্ক থাকলেও রাজ্য সম্পাদক তরুন প্রজন্মকে এগিয়ে আনার কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।

Published on: জানু ২৬, ২০১৮ @ ২২:৫১


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 1 = 2