প্রজাতন্ত্র দিবসে শালবনীতে তৃণমূলের বাইক মিছিলে উঠে এল জঙ্গলমহলে শান্তি আর মুখ্যমন্ত্রীর উন্নয়নের বার্তা

রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা-বাপ্পা মণ্ডল                            ছবি-রামপ্রসাদ সাউ 

Published on: জানু ২৬, ২০১৮ @ ১৬:৩৭       

এসপিটি নিউজ,শালবনী, ২৬ জানুয়ারিঃ দেশের বিভিন্ন প্রান্তে আজ পালিত হচ্ছে ৬৯তম প্রজাতন্ত্র দিবস। শালবনীতেও তা পালিত হল একটু অন্যভাবে। এখানে এবার স্লোগান ছিল-জঙ্গলমহলে শান্তি ও মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সংহতি।এই স্লোগানকে সামনে রেখে ৬০০জনের এক অভিনব বাইক মিছিল সারা ফেলে দিল গোটা শালবনীতে।যার নেতৃত্বে ছিলেন শালবনীর তৃণমূলের প্রা্ণপুরুষ নেপাল সিংহ।

পশ্চিমবঙ্গ এর সবচেয়ে বড় সাফল্য বিভেদের শত চেষ্টার পরেও মমতা ব্যানার্জীর নেতৃত্বে সংহতি।  শালবনী ও তার ব্যাতিক্রম নয়, অশান্ত জঙ্গলমহলের আজ শান্তি আর সংহতির বাতাবরন। সংহতি আর সৌহার্দের বাতাবরন নষ্ট হয়নি এখানে এক দিনের জন্যও। মুখ্যমন্ত্রীর নির্দেশে সংহতি দিবস উদযাপনে আজ শালবনীর রাজপথে তৃণমূল সভাপতি নেপাল সিংহের নেতৃত্বে ৫০০ জনের বাইক মিছিল মা মাটি মানুষের সরকারের বিভিন্ন সাফল্যগুলি সাধারণ মানুষের কাছে তুলে ধরেন।

প্রজাতন্ত্র দিবস সাধারন মানুষের কাছে মনে করিয়ে দেওয়ার দিন তার নাগরিক স্বাধীনতা, মত প্রকাশের অধিকার ও সমানাধিকার এবং সাম্য, মৈত্রী তার জন্মগত অধিকার।  সিপিএমের ৩৪ বছরের কুশাসন ইতিমধ্যে বাংলার মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৬ বছরের সুশাসন ফিরিয়ে দিয়েছে সাধারণ মানুষের সেই স্বাধীনতা।

মা মাটি মানুষের সরকারের প্রকল্পগুলি সাধারণ মানুষের জীবনযাপনের অবস্থার উন্নতি করেছে।  তারই সুষ্ঠু রূপায়ন ঘটেছে শালবনীতে, তাই এই স্বতঃস্ফূর্ত বাইক মিছিল তুলে ধরল শালবনীর সংহতি ও শান্তির চিত্র। ২০ জনেরও বেশি প্রাথমিক শিক্ষক বাইকে জাতীয় পতাকা নিয়ে এই মিছিলে জয়গান গাইলেন গণপ্রজাতন্ত্র ভারতের।

Published on: জানু ২৬, ২০১৮ @ ১৬:৩৭


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ 36 = 46