এক দুই তিন, বিজেপি এবার বিদায় নিন- বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

Main দেশ রাজ্য
শেয়ার করুন

  • কালিয়াগঞ্জে জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী তপন দেব সিংহ।
  • করিমপুরে জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী বিমলেন্দু সিংহ রায়।
  • খড়্গপুর সদরে জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রদীপ সরকার।

Published on: নভে ২৮, ২০১৯ @ ১৬:৩৮

এসপিটি নিউজ, কলকাতা, ২৮ নভেম্বর:  উপ-নির্বাচনে আবারও এ রাজ্যে ধাক্কা খেল বিজেপি। পশ্চিমবঙ্গের তিনটি বিধানসভা কেন্দ্র যথাক্রমে- কালিয়াগঞ্জ, করিমপুর ও খড়্গপুর সদর-এ তিনটিতেই জয়জয়কার জোড়া ফুলের। ফুটল না পদ্ম। তিনটি কেন্দ্রের ফলাফলে বিজেপিকে হোয়াইটওয়াশ করে দিল তৃণমূল কংগ্রেস। আর এই জয় নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন ২০২১ তো এখন অনেক দূর আগে তো তোরা ২০১৯ সামলা। এরপরেই মমতার স্লোগান- এক দুই তিন বিজেপি এবার বিদায় নিন।

ভোটে জয়ের ব্যবধান

কালিয়াগঞ্জে তৃণমূল কংগ্রেস প্রার্থী তপন দেব সিংহ ২৪১৮ ভোটে বিজেপি প্রার্থী কমল চন্দ্র সরকারকে পরাজিত করেছেন। করিমপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী বিমলেন্দু সিংহ রায় ২৪ হাজার ১১৯ ভোটে বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদারকে পরাজিত করেছেন। খড়্গপুর সদরে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রদীপ সরকার ২০ হাজার ৮৭৬ ভোটে বিজেপির প্রেম চন্দ্র ঝাঁ-কে পরাজিত করে প্রথম্বার এই কেন্দ্রটি ছিনিয়ে নিলেন।

নেতাদের প্রতিক্রিয়া

এই জয়ের পর তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা তাদের মতো করে প্রতিক্রিয়া জানিয়েছেন। রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় বলেছেন- এই জয় আসলে বিজেপির ঔদ্ধত্যের বিরুদ্ধে জয়। আর এক ধাপ এগিয়ে কলকাতার মেয়র তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেছেন- মমতা বন্দ্যোপাধ্যায়ি পারেন সবাইকে নিয়ে বাংলাকে এগিয়ে নিয়ে যেতে। তাই তৃণমূলে আস্থা রেখেছে মানুষ।

Published on: নভে ২৮, ২০১৯ @ ১৬:৩৮

 

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

82 + = 88