প্রকৃতি বাঁচলেই বাঁচবে পৃথিবী-নিজেদের আবিষ্কারে তারই প্রমাণ দিল খুদে বিজ্ঞানীরা

এসপিটি এক্সক্লুসিভ রাজ্য স্বাস্থ্য ও বিজ্ঞান
শেয়ার করুন

সংবাদদাতা– বাপ্পা মণ্ডল                                                                 ছবি-বাপন ঘোষ

Published on: সেপ্টে ১৪, ২০১৮ @ ২০:৫৯

এসপিটি নিউজ, ঝাড়গ্রাম, ১৪ সেপ্টেম্বরঃ বারে বারেই নেমে আসছে প্রকৃতির উপর চরম আঘাত। আর তার জন্য দায় এড়াতে পারছে মনুষ্য সমাজ। তাই প্রকৃতিকে যদি রক্ষা করা যায় তাহলে একদিকে যেমন সমাজ ভাল থাকবে ঠিক তেমনই মানুষ সুস্থ-সতেজ ভাবে চলাফেরা করতে পারবে। ঝাড়গ্রামের এক বিজ্ঞান মেলায় নিজেদের একাধিক ছোট ছোট আবিষ্কার তুলে ধরে সেকথাই বোঝাতে চাইল খুদে বিজ্ঞানীরা।

বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি, মানসিক দৃঢ়তা ও সৃষ্টিশীল চিন্তাধারার উন্নয়ন ঘটানোর লক্ষ্যে ঝাড়গ্রামের কুমুদ কুমারী ইন্সটিটিউশনে এই বিজ্ঞান মেলার আয়োজন করেছিল রাজ্য সরকার। অনুষ্ঠানের উদ্বোধন করেন ঝাড়গ্রাম লোকসভার সাংসদ ডাঃ ঊমা সোরেন।

এই বিজ্ঞান মেলায় উঠে আসে খুদে বিজ্ঞানীদের নানা কীর্তি। তাদের আবিষ্কার মানুষকে ভাবিয়ে তোলে। প্রকৃতিকে ধ্বংস করে উন্নত সমাজ গড়ার প্রচেষ্টা মেনে নিচ্ছে না প্রকৃতি। তাই বারবার প্রকৃতি তার বিধ্বংসী রূপ তুলে ধরেছে। তাই এই প্রকৃতিকে ধ্বংস না করে বিজ্ঞানকে কাজে লাগিয়ে যদি সুন্দর পৃথিবী গড়ে তোলার চেষ্টা শুরু করা যায় তবে তা হয়ে উঠবে সকলের পক্ষে ভাল। আর সেটাই তাদের অসাধারণ সব আবিষ্কারের মাধ্যমে তুলে ধরে খুদে বিজ্ঞানীরা।

এদিনের বিজ্ঞান মেলায় তারা হাতে-কলমে তার প্রমাণ রাখে নিজেদের ছোট ছোট আবিষ্কারের মধ্যে দিয়ে। প্রকৃতিকে আঘাত না করে কিভাবে স্বাস্থ্যকে ভাল রাখা ও সুস্থ জীবনে থাকা যায়, কিভাবে প্রাকৃতিক শক্তিকে কাজে লাগিয়ে দূষণ ঠেকানো যায় অথবা বর্জ্য পদার্থকে কাজে লাগিয়ে পরিবেশ দূষণ রোধ করা যায় এদিন তারঅই বেশ কিছু নয়া আবিষ্কার তারা তুলে ধরেন সাধারণ মানুষের সামনে। যা সত্যিই সকলের প্রশংসা কুড়িয়েছে। বাহবা জানিয়েছেন সাংসদ স্বয়ং।

Published on: সেপ্টে ১৪, ২০১৮ @ ২০:৫৯

 

 

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

66 + = 73