ইকোফ্রেন্ডলি অটো চলবে এবার শিলিগুড়িতেঃ যানজট-দূষণরোধে প্রশাসন হতে চলেছে আরও কড়া

রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা-কৃষ্ণা দাস

Published on: সেপ্টে ১৪, ২০১৮ @ ২২:২৫

এসপিটি নিউজ, শিলিগুড়ি১৪সেপ্টেম্বরঃ দিন কয়েক আগেই শিলিগুড়ি শহরকে আরও সুন্দর করে তুলতে এক গুচ্ছ পরিকল্পনা নিয়েছিল জেলা প্রশাসন। এব্যাপারে উদ্যোগী হয়েছিলেন পর্যটনমন্ত্রী গৌতম দেব। দ্বিতীয় দফায় তিনি এবার জেলা প্রশাসনকে দিয়ে শহরের রাস্তায় যানযটের বিষয়টিকে দেখতে বলেন। আর সেই মতো শিলিগুড়ি শহরে যানজট ও দূষণ রোধে আরও কড়া ব্যবস্থা নেওয়ার কথা ভেবেছে প্রশাসন। এজন্য শহরের উপর জাতীয় সড়ক ও রাজ্য সড়কগুলিতে টোটো চলাচলে নিষধাজ্ঞা জারি হতে চলেছে।সেই সঙ্গে অটো চলাচলেও নিয়ন্ত্রণ এনে ইকোফ্রেন্ডলি অটো চালানোর সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।একই সঙ্গে ই-রিক্সা নির্মাণকারীদের চিহ্নিত করার পাশপাশি এধরনের বেশ কিছু দোকানের বিরুদ্ধে অভিযান চালিয়ে তাদের বিরুদ্ধে এফআইআর করে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন পর্যটনমন্ত্রী গৌতম দেব।

শুক্রবার শিলিগুড়ির স্টেট গেস্ট হাউসে আরটিও, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠক করেন পর্যটনমন্ত্রী গৌতম দেব। উপস্থিত ছিলেন পুলিশের উচ্চ পর্যায়ের আধিকারিকরাও। এরপরই তিনি জানান, গতিধারা প্রকল্পের আওতায় ইকোফ্রেন্ডলি অটোকে আনা হয়েছে। নতুন এই অটো কেনার জন্য সরকার থেকে ৩৫ শতাংশ ভর্তুকি দেওয়া হবে। এছাড়া ব্যাঙ্কগুলি থেকে যাতে সহজে তারা ঋণ পেতে পারে, সেকারনে প্রশাসন থেকে তার ব্যবস্থা করা হবে। ইতিমধ্যেই ব্যাঙ্কগুলোর সঙ্গে কথাও বলা হয়েছে। খুব শীঘ্রই ঋণ মেলা করে কম সুদে অটো কেনার টাকা দেওয়া হবে বলেও জানান মন্ত্রী।

শহরের প্রধান সড়কগুলোতে যেভাবে ই-রিক্সাগুলো দাপিয়ে বেড়াচ্ছে তাতে একদিনে যেমন যানজটের অন্যতম কারণ হয়ে উঠেছে, তেমনি হাল্কা গাড়ি হওয়ায় যেকোনো সময় দুর্ঘটনাগ্রস্থ হয়ে জীবন ও সম্পত্তিহা্নি হওয়ার প্রবল আশঙ্কা থেকে যাচ্ছে।প্রায় পাঁচ হাজার ই-রিক্সা শিলিগুড়ি শহরের প্রধান সড়কগুলিতে চলাচল করার কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়।সেই সঙ্গে শহরের রাস্তায় দাপিয়ে বেড়ানো অটোগুলো থেকে এতটাই বায়ু দূষন ছড়ায় যে তা ধোয়া পরীক্ষা কেন্দ্রে পরীক্ষাই করা সম্ভব হয় না।এদিনের বৈঠকে এনিয়ে আলোচনাও হয়। এরপরই নেওয়া হয় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।

সেগুলি হল-

  • পুরোনো অটোর জায়গায় এবার তাই ইকোফ্রেন্ডলি অটো রাস্তায় নামানো হচ্ছে।
  • প্রধান সড়কগুলোতে  পুজোর পর যেকোনো ই-রিক্সা চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারী করা হল।
  • লাইসেন্স ছাড়া কোনো টোটোকেই আর পথে নামতে দেওয়া হবে না
  • পর্যাযে যে সাড়ে তিন হাজার ই-রিক্সাকে টিন নাম্বার দেওয়া হয়েছে তাদের লাইসেন্স দেওয়া হবে।
  • সরকারি বিধিনিষেধ সত্বেও চলতে থাকা শিলিগুড়ির জলপাইমোড়, রবীন্দ্রনগর মোড়, আমবাড়ি ও ফালাকাটা সহ একাধিক জায়গায় ই-রিক্সা নির্মান করে বিক্রি করা হচ্ছে।এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে।
  • অটোগুলোকে নতুন দূষনহীন প্রযুক্তিতে পরিবর্তন করতে হবে।
  • টোটোগুলিকে লাইসেন্স নিতে হবে। আর তারা কোনওভাবেই প্রধান সড়কে চলাচল করতে পারবে না।
  • বেআইনি নির্মান করে টোটো বিক্রি বন্ধ করতে কড়া ব্যবস্থা।

নিঃসন্দেহে শুভ দিক হতে চলেছে শিলিগুড়ি শহরের ক্ষেত্রে। পুজোর পর থেকে এই দিকগুলি যদি মানা হয় তবে পর্যটনমন্ত্রী গৌতম দেবের প্রচেষ্টা সফল হবে। শুধু শিলিগুড়ি নয় এই শহরের উপর দিয়ে চলে যাওয়া লক্ষ লক্ষ পর্যটকেরও প্রশংসা কুড়োবেন তিনি।

Published on: সেপ্টে ১৪, ২০১৮ @ ২২:২৫

 

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

94 − = 92