পেঁয়াজ ভর্তি ব্যাগেও মিলল না মহিলা হেরোইন কারবারির রেহাই

Main রাজ্য
শেয়ার করুন

Published on: সেপ্টে ৭, ২০১৮ @ ২৩:৪৫

এসপিটি নিউজ, বারুইপুর, ৭ সেপ্টেম্বরঃ দু’দিন আগেই তিন হেরোইন কারবারি গ্রেফতার হয়েছিল। যাদের একজন ছিল মুর্শিদাবাদ জেলার লালগোলার বাসিন্দা। দক্ষিণ ২৪ পরগনার স্পেশাল অপারেশন গ্রুপের জালে ধরা পড়েছিল তারা।ফের সেই পুলিশের হাত থেকে রেহাই মিলল না আরও দুই হেরোইন কারবারির। এবার অবশ্য তারা পুলিশের হাত থেকে রেহাই পেতে চালাকির রাস্তা নিয়েছিল। পেঁয়াজ ভর্তি ব্যাগের নীচে হেরোইনের প্যাকেট সাজিয়ে বেচতে এসেছিল। কিন্তু শেষ রক্ষা হল না। ধরা পড়ে গেল সেই মহিলা সহ দুই কারবারি।

ধৃত দুই হেরোইন কারবারি হল রসিদা বিবি ও আহমেদ মণ্ডল।ঘুটিয়ারি শরিফের বাসিন্দা ওই মহিলা। আর আহমেদের বাড়ি নদিয়ার কালীগঞ্জে। এদিন সে পক্স্যেজ ভর্তি ব্যাগে করে গোপনে হেরোইনের প্যাকেট সাজিয়ে নিয়ে ঘুটিয়ারি শরিফের মহিলা রসিদাকে বেচতে এসেছিল।

স্পেশাল অপারেশন গ্রুপের দুঁদে অফিসার ওসি লক্ষীকান্ত বিশ্বাসের টিম আগে থেকেই তৈরি ছিল। বেচার মুহূর্তে তারা হাতে নাতে দু’জনকে ধরে ফেলে। উদ্ধার হয় আগের দিনের চেয়েও আর ও অনেক বেশি হেরোইন। যার পরিমান ১ কেজি ৮০০ গ্রাম। টাকার মূল্যে যার বাজার দর ৪০ লক্ষ টাকা।

ধৃতদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে তিনটি মোবাইল ফোন।এদিন দুপুরে নদিয়ার কালীগঞ্জ ছোট চাঁদ নগরের বাসিন্দা আন্তঃ রাজ্য হেরোইন কারবারি আহমেদ মণ্ডল পেঁয়াজের ব্যাগের তলায় হেরোইন লুকিয়ে জীবনতলার ঘুটিয়ারি শরিফের মহিলা রশিদা বিবির কাছে বেচতে আসছিল । তখন এদের দু’জনকে গ্রেফতার করে পুলিশ।এদের সাথে কারা জড়িত তাদের সন্ধানে পুলিশ তল্লাশি শুরু করেছে।

Published on: সেপ্টে ৭, ২০১৮ @ ২৩:৪৫

 

 

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

24 + = 29