পূর্তমন্ত্রীর অপসারণ চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি শিলিগুড়ির মেয়রের-“তাঁকে তো বেশির ভাগ সময়ে আপনার ভ্রমণ সঙ্গী হিসেবেই দেখতে পাওয়া যায় “

রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতাকৃষ্ণ দাস

Published on: সেপ্টে ১৫, ২০১৮ @ ২১:২৭

এসপিটি নিউজ, শিলিগুড়ি, ১৫ সেপ্টেম্বরঃ শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্যের তোপের মুখে পড়লেন রাজ্যের পূর্তমন্ত্রী অরূপ বিশ্বাস। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার ঘটনায় পূর্ত দফতরকে দায়ী করায় বিষয়টিকে রাজনীতির হাতিয়ার করতে চাইছে বিরোধীরা। আর একাজে সব চেয়ে অগ্রণী ভূমিকা নিলেন শিলিগুড়ির মেয়র অশোকবাবু। তিনি পুর্তমন্ত্রীর অপসারণ চেয়ে সরাসরি মুখ্যমন্ত্রীকে চিঠিও লিখে ফেললেন। আর তা পাঠিয়েও দিলেন মুখ্যমন্ত্রীর দফতরে। তাঁর অভিযোগ, পূর্তমন্ত্রী হয়ে অরূপবাবু নিজের দায়িত্ব পালন করেন না। তাঁকে এখনও পর্যন্ত কোনও ব্রিজ পরিদর্শন করতে দেখা যায়নি। বরং মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী হিসেবেই তাকে বেশি দেখা যায়।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লেখা চিঠিতে শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্য লেখেন-

“প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাই, গত ৪ঠা সেপ্টেম্বর কলকাতায় মাঝেরহাট উড়ালপুল ভেঙে পড়ার প্রাথমিক তদন্ত রিপোর্টে এই দুর্ঘটনার দায় পূর্ত দফতরের, তা স্বীকার করে নেবার জন্য। …… যদিও আপনি বলেছেন-পূর্ণাঙ্গ তদন্তের রিপোর্ট এখনও পাওয়া যায়নি। আপনি এই সেতুটির মেরামতি না করে নতুন করে নির্মাণ কজাজ যে সিদ্ধান্ত নিয়েছেন তাও সঠিক সিদ্ধান্ত বলেই আমি মনে করি। কিন্তু একই সাথে এই ঘটনার দায় থেকে যেভাবে আপনি পূর্তমন্ত্রীকে ‘ক্লিনচিট’ দিতে চাইছেন, তার সাথে রাজ্যবাসী সহমত পোষণ করতে পারছে না। একটি সংবাদপত্রে লেখা হয়েছে-পূর্ত দফতরই দায়ী মানলেন মুখ্যমন্ত্রী। তাহলে সেই পূর্তমন্ত্রীকে আড়াল করাজ চেষ্টা কেন? কোনও মন্ত্রী সরাসরিভাবে কোনও দুর্ঘটনার জন্যে দায়ী নাও থাকতে পারে। কিন্তু নৈতিকভাবে তার দায় এড়াতে পারেন না। এই কাজণে অবিলম্বে রাজ্যের বর্তমান পূর্তমন্ত্রীকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হোক। মাননীয় পূর্তমন্ত্রী নিজেই স্বীকার করেছেন-তিনি এই সেতুটির বিপজ্জনক পরিস্থিতি সম্পর্কে অবহিত ছিলেন না। এটাই প্রমাণ করে এক গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্বের প্রতি তার অবহেলা। এই অবহেলার দায় তাকে নিতেই হবে। আমরা শুধুমাত্র জনপ্রতিনিধিরাই নয়, রাজ্যের সমস্ত মানুষরাই জানেন, বর্তমান পূর্তমন্ত্রী আপনার খুবই কাছেজ ও বিশ্বাসযোগ্য। কিন্তু আজ পর্যন্ত তাঁকে বেশির ভাগ সময়ে আপনার ভ্রমণ সঙ্গী হিসেবে দার্জিলিং বা জেলায় জেলায় দেখতে পাওয়া যায়।”

একই সঙ্গে শিলিগুড়ি পৌর নিগমএর বঞ্চনার বিষয়টিও শিলিগুড়ির মেয়র সুকৌশলে চিঠিতে তুলে ধরেন।এক্ষেত্রেও তিনি পূর্তমন্ত্রীর দিকেই তোপ দাগেন। তিনি লেখেন-“ইদানিং তিনি(পূর্তমন্ত্রী) একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দায়িত্ব নিয়েও কর্মব্যস্ত থাকেন। তা হলো, কোনো অবস্থাতেই যেন রাজ্য সরকারের কোনো দফতর থেকে শিলিগুড়ি পৌর কর্পোরেশনের বর্তমান বোর্ড যাতে আর্থিক অনুদান না পেতে পারে, তা নিবিড়ভাবে তদারকি করা।এই সমস্ত কারণেও তিনি তাঁর দায়িত্বের প্রতি যথাযথ সময় দিতে পারছেন না।”

এই চিঠিতে মেয়র অশোকবাবু আড়াই বছর আগে ভেঙে পড়া পোস্তা উড়ালপুলের বিষয়েও একই রকমভাবে পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট প্রকাশ করার আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রীর কাছে।

Published on: সেপ্টে ১৫, ২০১৮ @ ২১:২৭

 

 

 

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ 70 = 72