জাগুয়ারের সঙ্গে সেলফি তোলার ফল কি হতে পারে- জানতে পারলেন এই তরুণী

Main বন্যপ্রাণ বিদেশ
শেয়ার করুন

Published on: মার্চ ১১, ২০১৯ @ ১০:৫৭

এসপিটি নিউজ ডেস্কঃ নিষেধ করা সত্ত্বেও শোনেননি। খুব সখ হয়েছিল চিড়িয়াখানায় এমন সুন্দর এক জাগুয়ারের সঙ্গে একটি সেলফি নেওয়ার। তখন তিনি বোঝেননি এর ফল কত ভয়ানক হতে পারে। যদিও পরক্ষনেই অ্যারিজোনার সেই তরুণী টের পেয়ে যান-এমন কাজ করাটা তার খুব ভুল হয়ে গেছে। কিন্তু ততক্ষনে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে ছটফট করছেন তিনি। শনিবার সন্ধ্যায় আমেরিকার অ্যারিজোনায় লিচফিল্ড পার্কে ওয়াইল্ডলাইফ ওয়ার্ল্ড জু-তে আকস্মিক এই দুর্ঘটনাটি ঘটে।

জলের বোতল দিয়ে ছাড়িয়ে আনেন আর এক মহিলা দর্শক   

১) অ্যাডাম উইলকার্সন বলেন- “তিনি তাঁর পরিবারের সঙ্গে ওইদিন এসেছিলেন চিড়িয়াখানায়। সেইসময় খুব কাছ থেকে কেউ চিৎ্কার করে সাহায্য চাইতে থাকে।বাঁচান-বাঁচান-বাঁচান।”

২)“তখন আমরা বুঝতে পারছিলাম না কি করব!ছুটে যাই সেদিকে। গিয়ে যা দেখি তাতে চোখ কপালে উঠে যায়। দেখতে পাই চিড়িয়াখানায় জাগুয়ারের খাঁচার সামনে একটি মেয়ের হাতে থাবা বসিয়ে তাকে ধরে রেখেছে জাগুয়ারটি। আর সে বাঁচার জন্য সমানে চেঁচিয়ে চলেছে।”

৩) উইলকার্সন বলছিলেন-“আরে ওই মেয়েটি তো আমাদের আগেই ছিল। কিন্তু কখন সে জাগু্যারের খাঁচার সামনে চলে গেল তা আমরা বুঝতে পারলাম না। আমি দেখলাম মেয়েটির হাত থেকে অঝোরে রক্ত পড়ে চলেছে।”

৪) এরই মধ্যে আমার মা তার উপস্থিত বুদ্ধি প্রয়োগ করেন। তিনি তাঁর হাতের জলের বোতলটি ছুড়ে দেন খাঁচার ভিতর। সঙ্গে সঙ্গে জাগুয়ারটি মেয়েটিকে ছেড়ে দিতেই মা গিয়ে মেয়েটিকে টেনে নিয়ে আসেন। মেয়েটি যে মোবাইল দিয়ে ছবি তুলতে গেছিল সেটিও তখন খাঁচার সামনে পড়ে আছে। জাগুয়ারটি জলের বোতলটি চিবিয়ে চলেছে দেখতে পেলাম।”

৫)পরে মেয়েটি জখম অবস্থায় হাসপাতালে নিয়ে গিয়ে সুশ্রুষা করা হয়। এরপর তাকে ছেড়ে দেওয়া হয়। সেখান থেকে ফিরে সে আবার চিড়িয়াখানায় এসে কর্তৃপক্ষের কাছে নিজের ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে নেন। তিনি বলেন- হ্যাঁ, আমি মস্ত বড় ভুল করেছি। আমার এমনটা করা উচিত হয়নি।”

৬) জানা গেছে মেয়েটিকে আক্রমন করা প্রাণীটি ছিল ছিল স্ত্রী জাগুয়ার। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছেন-“আমরা সব সময় বলি যে আপনারা কেউ খাঁচার সামনে যাবেন না। কারণ এরা সকলেই বন্যপ্রাণী। এজন্য আমরা সুনির্দিষ্ট প্রাচীর করে দিয়েছে। অতিথিদের রক্ষা করা জন্য। এখানে কিন্তু ওই বন্যপ্রাণীর কোনও দেষ নেই যখন কেউ নিজের ইচ্ছায় সেই প্রাচীর টপকে বন্যপ্রাণীর কাছে পৌঁছে যায়।আমরা আবার সেই মহিলা এবং তার পরিবারের কাছে আবারও একই আবেদন জানাতে চাই।”

Published on: মার্চ ১১, ২০১৯ @ ১০:৫৭


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

41 + = 44