তৃণমূলকে হুমকি দিয়ে মাও- পোস্টারঃ নিছকই চমকানো না কি মাওবাদী আগমনের ইঙ্গিত- খতিয়ে দেখছে পুলিশ

রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা– বাপ্পা মন্ডল

ছবি-বাপন ঘোষ

Published on: মার্চ ১১, ২০১৯ @ ২২:২৯

এসপিটিনিউজ, শালবনী, ১১ মার্চঃ “জঙ্গলমহল যখন হাসছে” ঠিক তখন লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশের পর ফের মাওবাদী পোস্টারে সরগরম হয়ে উঠল শালবনীর সাতপাটি অঞ্চলের পাথরি গ্রাম। সিআরপিএফ-এর ৫০ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা লাল কালিতে হাতে লেখা এই পোস্টারগুলি উদ্ধার করে। যেখানে তৃণমূল নেতাদের দল না ছাড়লে জনগণের আদালতে কঠোর শাস্তি দেওয়ার হুমকি দেওয়া হয়েছে।

এই মাও-পোস্টারগুলি লাগাল কারা-শুরু তল্লাশি

১) সিআরপিএফ ৫০ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা পাথরি গ্রাম থেকে বেশ কিছু মাও-পোস্টার উদ্ধার করে। সেগুলি তারা পুলিশের হাতে তুলে দেয়। পোস্টারগুলিতে পুলিশ আর তৃণমূল কংগ্রেসকে লক্ষ্য করে হুমকি দেওয়া হয়েছে। সেই সঙ্গে জেলে বন্দি থাকা মাও-নেতাদের নিঃশর্ত মুক্তিরও দাবি করা হয়েছে।

২) পোস্টারগুলিতে লেখা হয়েছে-

  • “পুলিশ প্রশাসন TMC-র দালালি করছো কেন জবাব দাও”
  • TMC নেতাদের অবিলম্বে দল ছাড়তে হবে না হলে জনগণের আদালতে কঠোর শাস্তি দেওয়া হবে”
  • “চোর TMC নেতা হুঁশিয়ার। গণ আদালতে আপনাদের সকলের শাস্তি দেওয়া হবে।”
  • “রাজ্য সরকার হুঁশিয়ার। কিষানজির বদলা চাই।”

শেষে লেখা সিপিআই মাওবাদী

৩) পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার অলোক রাজোরিয়া বলেন-“শালবনী থানার পাথরি থেকে মাওবাদীদের নামাঙ্কিত পোস্টারগুলি উদ্ধার করা হয়েছে। কারা কি উদ্দেশ্যে পোস্টারগুলি দিয়েছিল তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।কারা এগুলি ছড়িয়েছে তাদের চিহ্নিত করার কাজ শুরু হয়েছে।তাদের উদ্দেশ্য হল এলাকায় সন্ত্রাস ছড়ানো।”

৪) তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অজিত মাইতি বলেন-“তৃণমূল কংগ্রেসের নেতাদের দল ছাড়ার হুমকি দিয়ে যারা পোস্টারগুলি সাঁটিয়েছে ইয়াদের জেনে রাখা উচিত তাদের হুমকির ভয়ে কেউ আতঙ্কিত নয়। কেউ দল ছাড়বে না। তৃণমূলের কেউ দুর্নীতির সঙ্গে যুক্ত নয়। ত্ররণমূলকে জনমানসে হেয় করার জন্য মিথ্যা অভিযোগ করে মাওবাদীদের নামে অন্য কেউ এসব করেছে।”

Published on: মার্চ ১১, ২০১৯ @ ২২:২৯

 

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + = 22