পুলওয়ামায় নিহত আমাদের বীর শহীদদের জানাই সংবাদ প্রভাকর টাইমস-এর প্রণাম ও শ্রদ্ধা

Main উত্তর সম্পাদকীয় দেশ
শেয়ার করুন

অনিরুদ্ধ পাল

Published on: ফেব্রু ১৬, ২০১৯ @ ০১:৫২

এসপিটি নিউজঃ সারা দেশ আজ শোকস্তব্ধ। আমরা হারিয়েছি আমাদের দেশের বীর সুপুত্রদের। যারা দেশের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে গেলেন। তাঁদের শরীরের প্রতিটি রক্তের মূল্য আমাদের ছিনিয়ে আনতে হবে পাকিস্তানকে যোগ্য জবাব দিয়ে। বীর শহীদের এই মহান আত্মত্যাগ কোনওভাবেই বিফলে যেতে পারে না। যাবেও না। এই বিশ্বাস আমাদের আছে। নতমস্তকে আমরা সংবাদ প্রভাকর টাইমস আজ আমাদের মহান ভারতবর্ষের বীর শহীদদের জানাই শতকোটি প্রণাম আর বিনম্র শ্রদ্ধা। আমরা মনে করি যে সমস্ত আততায়ীরা জঙ্গিরা কাপুরুষের মতো এই নির্মম হত্যাকাণ্ড ঘটালো তাদের উচিত শিক্ষা দেওয়ার সময় এসে গেছে। সারা দেশে আজ আওয়াজ উঠেছে জঙ্গিদের মদতদাতা পাকিস্তানকে বুঝিয়ে দাও-আমরা ভারতবাসীরা গর্জে উঠলে গোটা পাকিস্তানকে একজন জঙ্গিও রক্ষা করতে পারবে না। সারা পৃথিবীতে এমন কোনও শক্তি নেই পাকিস্থানকে বাঁচাতে পারে। আজ সময় এসেছে এবার মারো পাকিস্তানকে।

অর্থাৎজম্মু কাশ্মিরের পুলওয়ামাতে সন্ত্রাসীদের গুলিতে 40 সিআরপিএফ সদস্য শহীদ হন। এই আক্রমণের সারা দেশে গাম এবং রাগ বায়ুমণ্ডল আছে। অমর উজালা ভারতের এই বীর পুত্রদের শহীদদের স্বাগত জানিয়েছেন। এই হামলায় অনেক রাজ্যের অধিবাসী জওয়ান শহীদ হন। যার মধ্যে শুধু ইউপি থেকে 1২ জন তরুণ রয়েছে। শহীদদের পরিবারের জন্য ২5-২5 লাখ টাকা আর্থিক সহায়তা ঘোষণা করেছে রাজ্য সরকার। একই সঙ্গে, শহীদদের পরিবারের সদস্যদের সরকারি চাকরি দেওয়ার ঘোষণা দিয়েছে রাজ্য সরকার।

জম্মু ও কাশ্মীরের ডোডাসনওয়ালা, রাজৌরির নাসির আহমেদ। পাঞ্জাবের ধর্মকোট, মোগার জয়মাল সিং। গঙ্গবিন্দের, পট্টি, তরনতারন, পাঞ্জাবের সুখবিন্দর সিং। দিওয়া, ধারকালা, জাওয়ালি, কাংরা হিমাচল প্রদেশের তিলক রাজ। গোবিন্দপুরা খজরৌলি, শাহপুরা, জয়পুর, রাজস্থানের রোহিতাষ লাম্বা। ফরসামা, বনাগুরু, বসিয়া, গুমলা, ঝাড়খণ্ড বিজয় সোরেঙ। কেরলের বসন্ত কুমার কুমার বিবি, তামিলনাড়ুর সুব্রহ্মানিয়াম জি, উড়িষ্যার  মনোজ কুমার, কর্ণাটকের মাস্টার এইচ, রাজস্থানের নারায়ণ লাল শহীদ হয়েছেন।

তেমনই উত্তর প্রদেশের প্রদীপ কুমার, রাজস্থানের হেমরাজ  মীনা, বারাণসী, উত্তরপ্রদেশের রমেশ যাদব, মহারাষ্ট্রের সঞ্জয় রাজপুত, আগ্রা, তাজ গঞ্জ, প্রতাপ পুরা উত্তর প্রদেশের কুশল কুমার রাওয়াত, কনৌজ, উত্তর প্রদেশের প্রদীপ সিংহ, কানপুর, উত্তরপ্রদেশের শ্যাম বাবু, উত্তরপ্রদেশের অজিত কুমার আজাদ, গুরুদাসপুর, পাঞ্জাবের মনিন্দর সিং, জব্বলপুর, মধ্য প্রদেশের অশ্বিনী কুমার কাওচি, মহারাষ্ট্রের রাঠোর নিতিন শিবাজি, উত্তরাখণ্ডের বীরেন্দর সিংহ পুলওয়ামা হামলায় শহীদ হয়েছেন।

এই সমস্ত বীর সুপুত্রদের আত্মত্যাগ ভুলবে সারা দেশ। পাকিস্তান জেনে রাখো আমাদের দেশ ভারতবর্ষ। এর শক্তি তুমি ভালোমতোই জানো। ভালো করে স্মরণ করো অতীতেও তোমরা পরাজিত হয়েছো আমাদের কাছে। তোমরা যখনই বেড়েছো তখনই ভারত আমাদের হিন্দুস্তান তোমাদের উচিত শিক্ষা দিয়েছে। তোমরা সেসব ভুলে গেছো। তাই তোমাদের ফের সেটা স্মরণ করিয়ে দেওয়ার সময় এসেছে। তোমরা লিকিয়ে হামলা চালিয়েছো। আর ভারতবাসী তোমাদের সময় মতো খুব শীঘ্র এর সমুচিত জবাব পাবে।

ভালো করে তাকিয়ে দেখো ওই ছোট্ট শিশুগুলির কাছ থেকে তুমি ওদের আদরের বাবাকে কেড়ে নিলে। ভালো করে তাকিয়ে দেখো তুমি ঐ দুধের শিশুটিকে জন্মানোর ১৫দিনের মধ্যে পিতৃহারা করে দিলে। ভালো করে তাকিয়ে দেখো তুমি ঐ রমণীর সিঁথির সিদুঁর মুছে দিলে এর শোধ আমরা কড়ায়-গন্ডায় তুলব। তোমরা ভেবেছো জঙ্গিপনা করা তোমরা ভারতকে ভয় পাওয়াবে-প্রস্তুত থাকো শয়তানের দল ২০ কোটি ভারতবাসী আজ শহীদের রক্তের বদলা নিতে খাঁড়া হয়ে গেছে। হিম্মত থাকলে সামনে এস লড়াই করে দেখা। কতগুলি কাপুরুষের দল নপুংসকের দল কেড়ে নিল আমাদের সুপুত্রদের প্রাণ। এর শোধ ভারত নেবেই নেবে। জয় জওয়ান।

Published on: ফেব্রু ১৬, ২০১৯ @ ০১:৫২


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

85 + = 87