পুলওয়ামা কান্ডে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদে সরব হল বারাকপুরের মানুষ

Main দেশ রাজ্য
শেয়ার করুন

Published on: ফেব্রু ১৬, ২০১৯ @ ০০:৫৫

এসপিটি নিউজ, বারাকপুর, ১৫ ফেব্রুয়ারিঃ দেশ রক্ষার শপথ নিয়ে ওরা সকলেই বাড়ি থেকে বের হয়েছিলেন। ওরা সকলেই আমার-আপনার মতো পরিবারের অতি সাধারণ মানুষ। শত্রুর হাত থেকে দেশ রক্ষার জন্য ওরা নিজের জীবন বলিদান দিতেও কিন্তু পিছপা হল না। জম্মু-কাশ্মীরের পুলওয়ামা গাড়ি বোমা আত্মঘাতী বিস্ফোরণে শহীদ হলেন ৪৪ সিয়ারপিএফ জওয়ান।

আজ শুক্রবার তাদের আত্মার শান্তি কামনা করে একই সঙ্গে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিদের এমন কাপুরুষোচিত হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বারাকপুরে মোমবাতি হাতে পথে নামলেন বহু মানুষ। নেতৃত্বে ছিলেন প্রদেশ তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক সম্রাট তপাদার।

গান্ধীজির প্রতিকৃতিতে মাল্যদান করে সকলে মোম্বাতি জ্বালিয়ে মিছিল করেন। সেইসংগে সকলে শপথ নেন দেশের প্রয়োজনে তারা সকলে প্রাণ দিতে প্রস্তুত আছেন। কিন্তু কোনওভাবেই এই হামলায় জড়িত জঙ্গিদের রেয়াত করা যাবে না। সরকারকে অবিলম্বে জানাতে হবে হামলাকারী জঙ্গীদের বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নিতে চলেছে।

একথা জানিয়ে সম্রাট তপাদার ক্ষোভ প্রকাশ করে বলেন-” পাঁচ বছর ধরে মোদিজির ভাষনের বদলে মুখে যদি চাল গম বেরোতো তাহলে ভারতবর্ষের কোনো মানুষ অনাহারে থাকতো না এবং এতো গুলো জওয়ান শহীদ হোতো না। আমরা ভারতবর্ষের মানুষ এই ভাষনবাজ প্রধানমন্ত্রীর পরিবর্তন চাই। আমরা যারা অভিষেক ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল যুব কংগ্রেস করি -আমরা দেশের ঐক্য, একতা,ধর্ম নিরপেক্ষতা ও দেশপ্রেমের জন্য দরকার হলে রক্ত দিতে প্রস্তুত।” এই শোক মিছিলে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী সঞ্জয় মুখার্জি, তৃণমূল যুব নেতা রনবীর ঘোষ, ছাত্রনেতা বিজয় হালদার সহ প্রমুখ।

Published on: ফেব্রু ১৬, ২০১৯ @ ০০:৫৫


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

58 − = 48