পুরীগামী ধৌলি এক্সপ্রেস লাইনচ্যুত, অল্পের জন্য প্রাণে বাঁচলেন যাত্রীরা

Main দেশ ভ্রমণ রাজ্য রেল
শেয়ার করুন

Published on: নভে ১৩, ২০১৮ @ ১২:১১

এসপিটি নিউজ, পাশকুড়া, ১৩ অক্টোবরঃ বেশ বড় রকমের দুর্ঘটনার হাত থেকে রক্ষ পেল পুরীগামী ধৌলি এক্সপ্রেস। কোনওরকমে একটি বগি লাইনচ্যুত হলেও হতাহতের খবর মেলেনি। তবে ওই কোচের ৮৫জন যাত্রী বড় ধরনের বিপদের হাত থেকে রক্ষা পেয়েছে এটাই সবচেয়ে বড় খবর। আজ মঙ্গলবার সকালে পাশকুড়ার কাছে এই দুর্ঘটনা ঘটে।

রেলসূত্রে জানা গেছে, ১২৮২১ ধৌলি এক্সপ্রেস এদিন সকালেই হাওড়া স্টেশন ছেড়ে পুরীর উদ্দেশ্যে রওনা দেয়। ট্রেনটি যখন তীব্র গতিতে ছুটছে ঠিক থখন ভোগপুর-পাশকুড়ার মাঝে সকাল সাতটা নাগাদ ট্রেনের চেয়ার কার কোচ ডি/৩ লাইনচ্যুত হয়ে পড়ে।এটি ইঞ্জিন থেকে ধরলে ছয় নম্বর কোচ হবে। কোচটিতে মোট ৮৫জন যাত্রী ছিলেন। এই দুর্ঘটনায় তারা সকলেই সুরক্ষিত আছে বলে জানা গেছে।

এই দুর্ঘটনার খবর নিকটবর্তী খড়্গপুর ডিভিশনে পৌঁছতেই সেখান থেকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে। অ্যাক্সিডেন্ট রিলিফ ট্রেন পাঠানো হয়। গোটা প্রক্রিয়াটি দক্ষিণ পূর্ব রেলের জেনারেল ম্যানেজার পি এস মিশ্রর তত্ত্বাবধানে হচ্ছে।

ইস্ট কোস্ট রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক যে পি মিশ্র জানিয়েছেন, ধৌলি এক্সপ্রেসের সমস্ত যাত্রীদের হাওড়া থেকে সেকেন্দ্রাবাদ যাওয়া ফলকনামা এক্সপ্রেসে উঠিয়ে দেওয়া হয়েছে। এই ট্রেন সব স্টেশন দাঁড়াবে যেহেতু ধৌলি এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়েছে।

বিস্তারিত জানতে ফোন করতে পারেন-

হাওড়া স্টেশন- ০৩৩২৬৩৭৭১৯৭, খড়্গপুর-০৩২২২২৫৫৮৯৭ ও ০২২২২২৫৫৭৫১, বালাসোর- ০৬৭৮২২৬৫৭৬৭

Published on: নভে ১৩, ২০১৮ @ ১২:১১


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

21 + = 28