পুঞ্চে ফের এক জওয়ান শহীদ, তেরঙা পতাকায় মোড়া কফিনে ফিরল দেহ- পাকিস্তানের ১২ সেনাকে খতম করে ভারতীয় সেনা নিল বদলা

দেশ
শেয়ার করুন

Published on: মার্চ ২৪, ২০১৯ @ ২২:৩৫

এসপিটি নিউজ, শ্রীনগর, ২৪ মার্চঃ শনিবার জম্মু-কাশ্মীরের পুঞ্চে পাকিস্তান যুদ্ধবিরাম নীতি লঙ্ঘন করে গুলি চালাতে শুরু করে। তাতে এক ভারতীয় জওয়ান শহীদ হয়েছেন। শহীদ জওয়ানের নাম হরি ওয়াকার। তিনি রাজস্থানের জয়পুরের বাসিন্দা। রবিবারই বীর জওয়ানের মৃতদেহ তাঁর বাড়ির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। এদিকে, নৌশেরা সেক্টরেও গুলি চালায় পাকিস্তান। এখানে, ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানি সেনাদের পাল্টা জবাব দেয়।ভারতীয় সেনা খতম করে দুই পাক সেনা আধিকারিক সমেত মোট ১২ পাক সেনাকে।নেয় বদলা।

শনিবার পাকিস্তানের যুদ্ধবিরতি লঙ্ঘনের সময় তাদের ছোঁড়া গুলিতে গুরুতর আহত হন। তাঁকে সেনা হাসপাতালে স্থানান্তর করা হয়, পরে সেখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

শনিবার পুঞ্চের শাহপুর কেরানী বিভাগে পাকবাহিনীও গুলি চালায়। ভারতীয় সেনাও পাকবাহিনীকে একটি উত্তর দিল। এর পর পাকিস্তান সেনাবাহিনী গুলিবর্ষণ বন্ধ করে দেয়। পাকিস্তান কয়েকদিন ধরে এলওসি-র আখনুর থেকে রাজৌরি-পুঞ্চ পর্যন্ত সমানে গুলি বর্ষণ করে চলেছে। চালায়। বৃহস্পতি ও শুক্রবার পাকিস্তানের ছোঁড়া গুলিতে একজন ভারতীয় জওয়ান শহীদ ও তিনজন আহত হন।

এরপর ভারতও প্রতিশোধ নেয় এবং পাকিস্তানি সেনাবাহিনীর দুই কর্মকর্তা সহ মোট ১২ জন সেনাকে খতম করে ভারতীয় সেনা। তা্র পরও পাকিস্তান শোধরায়নি। শনিবার সন্ধ্যায় পুঞ্চের শাহপুর কেরানী সেক্টরে আবারও তারা গুলি চালায়। পাকবাহিনী আবাসিক এলাকায় অগ্নিসংযোগের পাশাপাশি ভারতীয় পোস্টকে লক্ষ্যবস্তু করে।

Published on: মার্চ ২৪, ২০১৯ @ ২২:৩৫


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 2 = 1