এবার উদ্বোধন হল কন্যাশ্রী সেতু

রাজ্য
শেয়ার করুন

Published on: সেপ্টে ১৭, ২০১৮ @ ২০:০৬

এসপিটি নিউজ, দাসপুর, ১৭ সেপ্টেম্বরঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প কন্যাশ্রী বিশ্বজয় করেছে। এই কন্যাশ্রী প্রকল্পের ফলে মেয়েদের মধেয় পড়াশুনার প্রবণতা বেড়েছে। এসব দিক ভেবেই আমরা নতুন এই সেতুটির নাম দিয়েছি কন্যাশ্রী সেতু।সোমবার দাসপুর-২ ব্লকে নতুন এক কাঠের সেতুর উদ্বোধন করে তার নামকরণের কারণ জানাতে গিয়ে এই কথাগুলি বলেন সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র।

দাসপুর-২ নম্বর ব্লকের গোছাতি গ্রাম পঞ্চায়েতের পালসাপাই খানের উপর চকসুলতান মৌজায় জনসংযোগকারী নবনির্মিত এই কাঠের সেতুর নামকরণ হয়েছে কন্যাশ্রী সেতু। সেতুটি গড়ে তোলা হয়েছে চতুর্দশ অর্থ কমিশনের টাকায়। নির্মাণে খরচ হয়েছে ২১ লক্ষ ২৫ হাজার ৭৬৭ টাকা। চকসুলতান মৌজায় অবস্থিত এই সেতুটি শিমুলতলা থেকে বটতলা পর্যন্ত গেছে।

সেচমন্ত্রী সৌমেনবাবু বলেন, এলাকার মানুষের যাতায়াতের সুবিধার জন্য সেতুটি গড়ে তোলা হয়েছে। একই সঙ্গে সেতুটিকে রক্ষা করার জন্য এলাকাবাসীকে নজর দিতে হবে।

Published on: সেপ্টে ১৭, ২০১৮ @ ২০:০৬


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

66 − 59 =