পশ্চিমবঙ্গে ২৯৪ আসনে আট দফায় হবে ভোট, কোথায়-কবে জেনে নিন

Main ভোট সংবাদ রাজ্য
শেয়ার করুন

Published on: ফেব্রু ২৬, ২০২১ @ ১৯:০৪

এসপিটি নিউজ, নয়া দিল্লি, ২৬ ফেব্রুয়ারি:  পশ্চিমবঙ্গে এবার মোট আট দফায় বিধানসভা ভোট গ্রহণ করা হবে। আজ থেকেই ভোটের বিধি-নিয়ম চালু হয়ে গেল। পাঁচ রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গেই সবচেয়ে বেশি আসভ। আর স্পর্শকাতরবুথের সংখ্যাও এখানে সবচাইতে বেশি। আসাম ছাড়া বাকি তিন রাজ্য কেরল, তামিলনাড়ু, পুডুচেরীতে এক দফায় ভোটের দিন স্থির হলেও পশ্চিমবঙ্গে সবচাইতে বেশি মোট আট দফায় ভোট গ্রহণ করা হবে। এর মধ্যে বহু জেলায় দুটো পার্টে হবে। একমাত্র দক্ষিণ ২৪ পগনা জেলায় মোট তিনটে পার্টে ভোট গ্রহণ হবে। আজ নয়া দিল্লিতে বিজ্ঞানভবনে চিফ ইলেকশন কমিশনার সূনীল অরোরা সাংবাদিক সম্মেলনে এই কথা জানিয়েছেন। ভোট ২৭ তারিখ শুরু হবে। আর শেষ হবে ২৯ এপ্রিল। ভোট গণনা হবে ২ মে।  এখন জেনে নিন পশ্চিমবঙ্গে কবে কোথায় ভোট-

প্রথম দফায় ভোট ২৭ মার্চ

এদিন রাজ্যের মোট ৩০টি বিধানসভা কেন্দ্রের ভোটগ্রহণ হবে। এর মধ্যে আছে পুরুলিয়া, বাঁকুড়া (১), ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর (১), পশ্চিম মেদিনীপুর (১)।

দ্বিতীয় দফায় ভোট ১ এপ্রিল

এদিন রাজ্যের মোট ৩০টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে। এর মধ্যে আছে বাঁকুড়া(২), পঃ মেদিনীপুর(২), পূঃ মেদিনীপুর(২), দঃ ২৪ পরগনা(১)।

তৃতীয় দফায় ভোট ৬ এপ্রিল

এদিন রাজ্যের ৩১টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে। এর মধ্যে আছে- হাওড়া(১), হুগলি(১), দঃ ২৪ পরগনা(২)।

চতুর্থ দফায় ভোট ৯ এপ্রিল

এদিন রাজ্যের ৪৪টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ নেওয়া হবে। এর মধ্যে আছে হুগলি(২), হাওড়া(২), দঃ ২৪ পরগনা(৩), কোচবিহার ও আলিপুরদুয়ার।

পঞ্চম দফায় ভোট ১৭ এপ্রিল

এদিন রাজ্যের মোট ৪৫টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ। এর মধ্যে আছে উত্তর ২৪ পরগনা (১), নদিয়া(১), পূর্ব বর্ধমান(১), দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি।

ষষ্ঠ দফায় ভোট ২২ এপ্রিল

এদিন রাজ্যের মোট ৪৩টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ। এর মধ্যে আছে উত্তর ২৪ পরগনা(২), নদিয়া(২), পূর্ব বর্ধমান(২), উত্তর দিনাজপুর(২)।

সপ্তম দফায় ভোট ২৬ এপ্রিল

এদিন রাজ্যের মোট ৩৭টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ। এর মধ্যে আছে মালদা(১), মুর্শিদাবাদ (১), পশ্চিম বর্ধমান, কলকাতা দক্ষিণ ও দক্ষিণ দিনাজপুর।

অষ্টম দফায় ভোট ২৯ এপ্রিল

এদিন রাজ্যের মোট ৩৫টি  বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ। এর মধ্যে আছে মালদা(২), মুর্শিদাবাদ(২), বীরভূম ও কলকাতা উত্তর।

পশ্চিমবঙ্গের জন্য পর্বেক্ষক

বিধানসভা ভোটে পশ্চিমবঙ্গে বিশেষ পর্যবেক্ষা রাখা হয়েছে অজয় নায়েককে। যিনি বিহারের মুখ্য নির্বাচনী আধিকারিক ছিলেন। দু’জন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। তারা হলেন দুই বরিষজঠ আইপিএস বিবেক দুবে ও মৃনাল দাস।আয়-ব্যয়ের পর্যবেক্ষক হয়েছেন বি মুরলিকুমার।

এক নজরে ভোটের হালহকিকত
  • ভোটের প্রচারে কোন মাঠ ফাঁকা থাকবে তার তালিকা তৈরি করা হবে।
  • সব ভোটকর্মীদের টিকাদান হবে।
  • পশ্চিমবঙ্গে ৩১.৬৫ শতাংশ ভোটকেন্দ্র বেড়েছে।
  • বাড়ি বাড়ি প্রচারে সর্বোচ্চ পাঁচ জন যেতে পারবেন।
  • অনলাইনে মনোনয়ন জমা দিতে পারবেন প্রার্থীরা।
  • সমস্ত ভোটকেন্দ্র একতলায় হবে।
  • মনোনয়ন জমার সময় প্রার্থীর সঙ্গে সর্বোচ্চ দু’জন থাকতে পারবেন।
  • রোড শোয়ে সর্বোচ্চ পাঁচটি গাড়ি থাকতে পারবে।

Published on: ফেব্রু ২৬, ২০২১ @ ১৯:০৪


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + 9 =