খেলা হবে আট দফায়, হারিয়ে ভূত করে দেবো- ভোটের নির্ঘণ্ট নিয়ে বিজেপি’কে তোপ মমতার

Main ভোট সংবাদ রাজ্য
শেয়ার করুন

Published on: ফেব্রু ২৬, ২০২১ @ ২১:৫০

এসপিটি নিউজ, কলকাতা, ২৬ ফেব্রুয়ারি:  পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে এর দায় তিনি চাপালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপর। তাদের বিরুদ্ধে উগরে দিলেন তাঁর সমস্ত রাগ। বাকি রাজ্যগুলিতে যেখানে ৬ এপ্রিলের মধ্যে নির্বাচন শেষ হয়ে যাচ্ছে সেখানে এ রাজ্যে প্রায় এক মাস ধরে আট দফায় কার ইঙ্গিতে নির্বাচন হচ্ছে তার জন্য বিজেপির দিকেই আঙুল তুললেন। আর সেই কথা তুলে ধরে ফের বললেন- খেলা হবে আট দফায়, আর তোমাদের হারিয়ে ভূত করে দেবো।

কলকাতায় সাংবাদিক সম্মেলনে  মমতা বন্দ্যোপাধ্যায় বলেন- “কোথাও কোথাও একটা প্রশ্ন এসে যাচ্ছে। বিহারে ২৪০টি আসন -সেখানে তিন দফায় নির্বাচন হয়েছে। আসামে তিন দফায় নির্বাচন হচ্ছে। তামিলনাড়ুতে ২৩৪ টি আসন। সেখানে একদিনে নির্বাচন। কেরালায় সিপিএম সরকার আছে -একদিনে নির্বাচন। বাংলায় ২৯৪টি আসন। আট দফায় নির্বাচন কেন? কাকে সুবিধা করে দেওয়ার জন্য? একটু তো নিরপেক্ষ থাকবে নির্বাচন কমিশন।”

নির্বাচন কমিশন একটা গুরুত্বপূর্ণ বডি। তারা তো রাজ্যের সঙ্গে ন্যায় করবে। বিজেপি পার্টির ইঙ্গিত মতো হয়েছে। আমার প্রশ্ন নির্বাচন কমিশনের কাছে। কেন, জেলাকে দুটো-তিনটে পার্টে ভাগ করে নির্বাচনের দিন ফেলা হল?প্রশ্ন তোলেন মমতা।

ক্ষোভ উগরে দিয়ে মমতা বিজেপির বিরুদ্ধেই তোপ দাগেন আর সেক্ষেত্রে সমস্ত রাগ গিয়ে পড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপর। তাদের নিশানা করে মমতা বলেন-

  • “আপনারা ২৭ মার্চ নির্বাচন করছেন পুরুলিয়া, বাঁকুড়া- এই জেলাকে ভাগ করেছে। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর (পার্ট-১), পূর্ব মেদিনীপুর (পার্ট-১)। এ আবার বিএ-র পার্ট ওয়ান, পার্ট-টু শেখাচ্ছে। একটা জেলাকে ভাগ করে তাকে আবার পার্ট ওয়ান পার্ট টু করছে। দক্ষিণ ২৪ পরগনায় যেহেতু আমাদের জোর বেশি তাই সেখানে তিন দিন নির্বাচন করছে। মানে একটা জেলা তিনবারে।”
  • “১ এপ্রিল যে নির্বাচন হচ্ছে সেখানে বাঁকুড়া (পার্ট-২), পঃ মেদিনীপুর (পার্ট-২), পূঃ মেদিনীপুর (পার্ট-২), দঃ ২৪ পরগনা(পার্ট-১)। এগুলি কি নরেন্দ্র মোদি আর অমিত শাহের কথায় হয়েছে। মানে তারা নির্বাচনটা করতে কোন কোন কেন্দ্রে যাবে। আসামের নির্বাচনটা ২৭ মার্চের মধ্যে করে নিয়ে, এপ্রিলে তামিলনাড়ু, কেরলে ৬ এপ্রিল একদিনে করে নিয়ে এখানে ২৩ দিনের ফুটবল খেলা খেলবেন? আমাদের হিংসা হচ্ছে না। এই খেলাতেও আমরা বলছি -আপনাদের হারিয়ে ভূত করে দেবো। “
  • “খেলা হবে আট দফায়। হারিয়ে ভূত করে দেবো। তার কারণ, আমরা গ্রাস রুটের লোক। আপনারা জেলাকে ভাঙছেন। আপনারা মা-বোনেদের অসম্মান করছেন। আপনারা হিন্দু-মুসলিম ভাঙছেন। আপনারা বাঙালি-বাঙালি ভাঙছেন। আপনারা বাঙালি-রাজবংশী ভাঙছেন। আপনারা গোটা দেশতাকে ভাঙছেন।”
  • “কিন্তু বাংলার নিজের ঘরের মেয়ে মমতা ব্যানার্জি আপনাদের একটা কথা বলি- বাংলাটাকে কিন্তু আমি খুব ভালো চিনি। আমি গত ৪০ বছর ধরে আমার ছাত্র রাজনীতি থেকে আমি কিন্তু বাংলার সীমান্ত থেকে সীমান্ত চিনি। জেলা থেকে জেলা চিনি। এক বিধানসভা থেকে আর এক বিধানসভা চিনি।তাই আপনারা যা করবেন- আপনাদের সব চক্রান্ত আমরা ভেঙে দেবো। বাংলার মানুষ এর জবাব দেবে। বহিরাগত গুন্ডারা বাংলা শাসন করবে না। বাংলার মানুষ বাংলা শাসন করবে।”

মমতা বন্দ্যোপাধ্যায় এরপর বলেন- “আমি নির্বাচন কমিশনের কাছে অনুরোধ করবো- তারা যেন আমাদের অনুরোধ পুনর্বিবেচনা করেন। কেন্দ্রীয় সরকার যেন তাদের ক্ষমতার অপব্যবহার না করে। আপনারা যদি মনে করেন বাংলাকে আমরা ধ্বংস করবো, ক্ষতি করবো- তাহলে বলবো আপনাদের যত নেতা আছে নিয়ে আসুন। আমাদের বাংলায় একটা কথা আছে- ন্যাতা আর নেতা। আমরা নেতা নই- আমরা হচ্ছি ঘর পোছার ন্যাতা।অর্থাৎ আমরা জনগণের মাটির ঘরের লোক। আমরা ধান খেতের লোক। আমরা ঘরে বাসন মাজার লোক।”

“এই অসম্মান বাংলাকে করেছে। এত ভয়! একটাই মাত্র মহিলা চিফ মিনিস্টার,  সেটা আমি আছি। এত ভয় আমাকে! যে পুরো কেন্দ্রীয় সরকারের সব সংস্থাকে নিয়ে এই প্ল্যানিং তৈরি করেছে। আমি সত্যিই খুব দুঃখিত।”

Published on: ফেব্রু ২৬, ২০২১ @ ২১:৫০


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + 5 =