পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হলেন জগদীপ ধানখর, জেনে নিন তাঁর পরিচয়

দেশ রাজ্য
শেয়ার করুন

অটল বিহারি বাজপেয়ীর নির্বাচিত কেন্দ্র লক্ষ্ণৌ কেন্দ্রের প্রাক্তন বিজেপি সাংসদ লালজি ট্যান্ডন হলেন মধ্যপ্রদেশের নয়া রাজ্যপাল।

গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী আনন্দীবেন হলেন উত্তরপ্রদেশের নয়া রাজ্যপাল।

রাজস্থানের প্রাক্তন বিজেপি জাঠ সাংসদ জগদীপ ধানখর হলেন পশ্চিমবঙ্গের নয়া রাজ্যপাল।

Published on: জুলা ২০, ২০১৯ @ ১৮:২৩

এসপিটি নিউজ ডেস্ক: দুই রাজ্যে রাজ্যপালকে বদলি করার পাশাপাশি দেশের আরও চার রাজ্যে নতুন রাজ্যপাল নিযুক্ত করা হল। এর মধ্যে পশ্চিমবঙ্গও আছে। রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠিকে সরিয়ে দিয়ে পশ্চিমবঙ্গের নয়া রাজ্যপাল করা হল জগদীপ ধানখড়কে। উল্লেখযোগ্য, বিহারের রাজ্যপাল লালজি ট্যান্ডনকে সেখান থেকে সরিয়ে এনে তাঁকে করা হল মধ্যপ্রদেশের নয়া রাজ্যপাল। একইরকমভাবে মধ্যপ্রদেশের রাজ্যপাল আনন্দিবেনকে সরিয়ে তাঁকে করা হল উত্তরপ্রদেশের নয়া রাজ্যপাল।

এছাড়াও ত্রিপুরার নয়া রাজ্যপাল হলেন রমেশ ব্যাস, নাগাল্যান্ডের নয়া রাজ্যপাল হলেন আর এন রবি এবং বিহারের নতুন রাজ্যপাল হলেন ফাগু চৌহান।

ট্যান্ডন অটলজির আসনে ভোটে দাঁড়িয়েছিলেন

লালজি ট্যান্ডনের জন্ম ১৯৩৫ সালের ১২ই এপ্রিল।তিনি বিজেপির একজন বিশিষ্ট নেতা ছিলেন। প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ী ২০০৯ সালে রাজনীতি থেকে সন্ন্যাস গ্রহণ নেওয়ার পর ট্যান্ডন সেই বছরেই লক্ষ্ণৌ আসন থেকে লোকসভার সাংসদ হিসেবে নির্বাচিত হন। উত্তরপ্রদেশের রাজনীতিতে সক্রিয় থাকার সময় তিনি রাজ্যের সরকারের মন্ত্রীও হয়েছিলেন।

লালজি ট্যান্ডনের রাজনৈতিক সফর শুরু হয় ১৯৬০ সালে। মায়াবতী এবং কল্যান সিং-এর ক্যাবিনেটে তিনি নগর উন্নয়ন মন্ত্রী ছিলেন। বেশ কয়েক বছর তিনি বিরোধী নেতাও ছিলেন। ট্যান্ডন জেপি আন্দোলনেও মাথ উঁচু করে দাঁড়িয়েছিলেন।

আনন্দীবেন গত বছরই হয়েছিলেন রাজ্যপাল

তাঁর জন্ম ১৯৪১ সালের ২১শে জানুয়ারি। ২০১৮ সালে তিনি মধ্যপ্রদেশের রাজ্যপাল হিসেবে শপথ নিয়েছিলেন। এর আগে সরলা গ্রেওয়াল ১৯৮৯ থেকে ১৯৯০ সাল পর্যন্ত প্রদেশের রাজ্যপাল ছিলেন। আনন্দী ১৯৮৮ সালে বিজেপিতে যোগদান করেন। ১৯৯৫ সালে যখন শঙ্কর সিং বাঘেলা পার্টির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন তখন আনন্দীবেন নরেন্দ্র মোদির সঙ্গে কাজ করেছিলেন। ১৯৯৮ সালে গুজরাট মন্ত্রিসভায় তাঁকে শিক্ষা, মহিলা এবং যুব কল্যান দফতরের মন্ত্রী করা হয়। ২০১৪ থেকে ২০১৬ পর্যন্ত তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন। গুজরাট বিধানসভা নির্বাচনে না লড়ার সিদ্ধান্ত নেওয়ার পর তাঁকে গত বছর জানুয়ারি মাসে মধ্যপ্রদেশের রাজ্যপাল নিযুক্ত করা হয়। তিনি মধ্যপ্রদেশের দ্বিতীয় এবং এবং সব মিলিয়ে ২৭তম মহিলা রাজ্যপাল।

কে এই জগদীপ ধানখর

জগদীপ ধানখর সুপ্রিম কোর্টের একজন বরিষ্ঠ আইনজীবী। রাজস্থানের কিষানগড়ের প্রাক্তন বিধায়ক এবং রাজস্থানের ঝুনঝুনু কেন্দ্রের প্রাক্তন সাংসদ(১৯৮৯-১৯৯১)।এইসময়ে তিনি কেন্দ্রীয় সরকারের একজন মন্ত্রী ছিলেন। ২০০৩ সালে তিনি কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন। এই প্রসঙ্গে তিনি বলেন-“আমি বিজেপিতে যোগ দিয়েছিলাম কারণ বাজপেয়ী সরকার সেসময় আন্তর্জাতিক মঞ্চে ভারতের সম্মান বাড়িয়েছিলেন এবং অবশ্যই পার্টি একজন মহিলাকে মরু রাজ্যে মুখ্যমন্ত্রী হিসেবে তুলে ধরেছিল।” তিনি রাজস্থানে জাঠদের সংরক্ষণের ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেছিলেন।

Published on: জুলা ২০, ২০১৯ @ ১৮:২৩


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

83 − = 79