পর্যটনে সেরা রাজস্থানঃ গত আট মাসে শুধু বাংলা থেকেই প্রায় কোটি টাকার ব্যবসা, বললেন আরটিডিসি-র হিংলাজ দন রত্নু

Main অর্থ ও বাণিজ্য দেশ ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

Published on: সেপ্টে ১৮, ২০২২ @ ২১:৫৫
Reporter: Aniruddha Pal

এসপিটি নিউজ, কলকাতা, ১৮ সেপ্টেম্বর: পর্যটন মানচিত্রে নিজেদের সেরার জায়গায় নিয়ে যাওয়ার দৌড় শুরু করেছে রাজস্থান। আর সেই কাজে তাদের সম্পূর্ণভাবে সহযোগিতা করে চলেছে বাংলার পর্যটকরা। কলকাতায় রাজস্থান পর্যটন বিকাশ নিগমের ভারপ্রাপ্ত আধিকারিক এবং রাজস্থান তথ্য ও জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক হিংলাজ দন রত্নু সেকথাই জানালেন সংবাদ প্রভাকর টাইমস-কে। এক বিশেষ সাক্ষাৎকারে তিনি তুলে ধরলেন শুধুমাত্র কলকাতা থেকেই গত আট মাসে বুকিং-এর সংখ্যা ক্রমেই বেড়েছে। এর ফলে ব্যবসা প্রায় কোটি টাকার কাছাকাছি পৌঁছে গিয়েছে। এই গতি অব্যাহত থাকলে এই বছর শেষে অঙ্কটা দুই কোটিতে পৌঁছে যাওয়া শুধু সময়ের অপেক্ষা।

আমাদের লক্ষ্য রাজস্থান পর্যটনে নয়া কীর্তি স্থাপন করা-হিংলাজ দন রত্নু

কলকাতায় দায়িত্বরত রাজস্থান সরকারের আধিকারিক হিংলাজ দন রত্নু এজন্য রাজস্থান সরকারের যশস্বী মুখ্যমন্ত্রী অশোক গেহলট, পর্যটন মন্ত্রী বিশভেন্দর সিং, রাজস্থান পর্যটন বিকাশ নিগমের চেয়ারম্যান ধর্মেন্দ্র সিং রাঠোর , রাজস্থান পর্যটন বিকাশ নগমের ম্যানেজিং ডাইরেক্টর ভি পি সিং, একজিকিউটিভ ডাইরেক্টর অশোক যোগী, একজিকিউটিভ ডাইরেক্টর (ফিনান্স) হুলাস রে পানোয়ার-এর নাম তুলে ধরেন। তিনি বলেন- এদের সকলের নেতৃত্বে আমাদের লক্ষ্য রাজস্থান পর্যটনের  বিকাশ। আমাদের এই সরকার রাজস্থান পর্যটন বিকাশ নিগমকে আরও মজবুত জায়গায় নিয়ে যেতে সচেষ্ট রয়েছে। আমরা সকলেই একযোগে নিরন্তর কাজ করে চলেছি। আমাদের লক্ষ্য রাজস্থান পর্যটনে নয়া কীর্তি স্থাপন করা।

জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত বুকিং খুবই ভাল

“আমি একজন পর্যটনপ্রেমী মানুষ। রাজস্থানের পর্যটনের জন্য আমি সর্বদা কাজ করে চলেছি। করোনার পর থেকে কাজের গতি খুব বেড়েছে। আপনাকে জানিয়ে রাখি যে ২০২২ সালে জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত খুবই ভাল বুকিং হয়েছে। আশা করছি- ব্যবসা এক কোটি রুপির আশপাশে পৌঁছে গিয়েছে। আমি আরও আশা করছি, এই বছরে শেষের দিকে এই অঙ্ক দুই কোটিতে পৌঁছে যাবে। এটা সম্পূর্ণভাবেই শুধুমাত্র পশ্চিমবঙ্গ থেকেই হচ্ছে। তবে আমরা জানি, এখনও তো বছরের অনেক সময় বাকি আছে। ক্রিসমাস, নিউ ইয়ার বুকিং বাকি আছে। তাই আশা করছি এই অঙ্ক অনেকটাই বাড়বে।“ বলেন রত্নু।

খুব শীঘ্রই চালু হতে চলেছে প্যালেস অন হুইলস

দিনরাত এক করে রাজস্থান পর্যটন বিকাশ নিগমের ভারপ্রাপ্ত আধিকারিক হিংলাজ দন রত্নু যেভাবে কাজ করে চলেছেন এবং রাজস্থানের পর্যটনকে বাংলার মানুষের সামনে আকর্ষণীয় করে তুলে ধরার প্রয়াস নিয়ে চলেছেন সেকথাও জানালেন তিনি। তিনি বলেন-“আমি আপনাকে বলতে চাই যে ২০২২ সালে গত দুই বছরের ঘাটতি পূরণের চেষ্টা চালানো হচ্ছে। এজন্য আমাদের সরকার এবং আমাদের আধিকারিকদের অনেক বড় প্রয়াস রয়েছে। আমি আপনাকে বিশেষভাবে বলতে চাই যে আমাদের প্যালেস অন হুইলস যা কিনা করোনার সময় থেকে বন্ধ হয়ে আছে তা খুব শীঘ্রই ফের চালু হতে চলেছে। এ আমাদের সরকার ও সরকারি আধিকারিকদের ইতিবাচক ভাবনারই ফল বলে মনে করি। রাজস্থানের একজন প্রতিনিধি হিসাবে আমি কলকাতায় এই অফিসে সকাল দশটা থেকে রাত ন’টা পর্যন্ত কাজ করি। এজন্য আমার এতটুকু খেদ নেই। আমি এজন্য গর্বিত যে রাজস্থানের হয়ে আমার রাজ্যের জন্য আমি কাজ করছি। রাজ্য ভাল থাকলে আমিও ভাল থাকব। এই ভাবনাই আমাকে সবসময় অনুপ্রাণিত করে।”

বাঙালি অতিথি রাজস্থানের কাছে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ-রত্নু

“আমি সংবাদ প্রভাকর টাইমসকে বলতে চাই যে কলকাতায় কিংবা কলকাতার আশপাশে যে সমস্ত অনুষ্ঠান মেলা, উৎসব হয় সেখানে আমাকে আমন্ত্রণ জানানো হয়। আমি সেখানে যাই। সেখানে গিয়ে আমি বাংলার সঙ্গে রাজস্থানের নিবিঢ় সম্পর্কের কথা তুলে ধরি। আর একটা গুরুত্বপূর্ণ কথা আপনাকে বলতে চাই যে বাঙালি অতিথি আমাদের রাজস্থান পর্যটন বিকাশ নিগমের কাছে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। তাদের জন্য সবরকমের সেবা, তাদের সুরক্ষা, নিরাপত্তা সব দিকেই আমরা খেয়াল রাখি রাজস্থানে।“ বলেন হিংলাজ দন রত্নু।

Published on: সেপ্টে ১৮, ২০২২ @ ২১:৫৫


শেয়ার করুন