পরিবেশ সংরক্ষণে ‘কৃষক সচেতনতা কর্মসূচি’ পালন করল বায়োটেক কিসান হাব, প্রকাশ করল ‘কিসান বার্তা’

Main দেশ প্রাণী ও মৎস্য বিজ্ঞান রাজ্য
শেয়ার করুন

Published on: জুন ১৫, ২০২১ @ ১৬:০৮
Reporter: Aniruddha Pal

এসপিটি নিউজ, কলকাতা, ১৫জুন:  প্রাকৃতিক বিপর্যয়ে ভয়াবহ আকারে ক্ষতিগ্রস্ত জনজীবন। তা নিয়ে আজ সারা বিশ্বজুড়েই চলছে পরি্বেশ সচেতনতা গড়ে তোলা প্রয়াস। সম্প্রতি বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের অধীনস্ত বায়োটেক কিসান হাব রাজ্যের কৃষকদের নিয়ে পরিবেশ সংরক্ষণের বিষয়ে তাদের সচেতন করে তোলার লক্ষ্যে কৃষক সচেতনাতে কর্মসূচির আয়োজন করে। অত্যন্ত সময়োপযোগী ও তাৎপর্যপূর্ণ এই কর্মসূচীতে রাজ্যের বিভিন্ন জেলার ১০০জন কৃষক অংশ নেন। কোভিড মহামারীর কারনে অনুষ্ঠানটি ভার্চুয়ালি হয়।

পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের অধীনস্ত বায়োটেক কিসান হাবের মুখ্য পরিদর্শক ডঃ কেশব চন্দ্র ধারার পরিচালনায় ও ডঃ লোপামুদ্রা হালদারের সঞ্চালনায় সমগ্র অনুষ্ঠানটি প্রায় আড়াই ঘণ্টা ধরে হয়।

প্রাকৃতিক বিপর্যয় ও তার প্রভাব

মুখ্য পরিদর্শক ডঃ কেশব চন্দ্র ধারা বলেন- “কিছুদিন আগে মাত্র কয়েকমাসের ব্যবধানে দেশের দুই প্রান্তে ঘনঘন আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় আমফান, নিসর্গ ও ইয়াস। কারণ হিসেবে পরিবেশ বিজ্ঞানীরা উষ্ণায়নকেই দায়ী করেছেন। আর এরই ফল  হিসেবে বহু প্রাণী ও মৎস্য চাষিদের ক্ষয়ক্ষতি হয়েছে। আবার বর্তমানে মহামারীর কারণে চারিদিকে ব্যবসা-বাণিজ্য বন্ধ। এইসব প্রাকৃতিক বিপর্যয়ের ফলে দেশের অর্থনৈতিক পরিকাঠামো ধ্বংসের দিকে এগোচ্ছে। আর এই সবের মূল কারণ হলো পরিবেশ ও জীব বৈচিত্র্যকে কেন্দ্র করে।”

এই অনুষ্ঠান আয়োজনের উদ্দেশ্য

পরিবেশ দূষণের হাত থেকে পৃথিবীকে বাঁচার অঙ্গীকার হিসেবে গণসচেতনতার মাধ্যমে পরিবেশ সচেতনতা গড়ে তোলার প্রক্রিয়া শুরু হয়েছে। সেই লক্ষ্যে পৌঁছবার জন্য পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের অধীনস্ত বায়োটেক কিসান হাব এক অনুষ্ঠানের আয়োজন করে। রাজ্যের কৃষকদের নিয়ে ৫ জুন, ২০২১ “বিশ্ব পরিবেশ দিবস” উপলক্ষে কৃষক সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয়।

ডঃ ধারা বলেন- “প্রতিবছর প্রকৃতির গুরুত্ব সম্পর্কে মানুষকে স্মরণ করিয়ে দিতে এবং নতুন পদক্ষেপ কি হবে তা নিয়ে মানুষকে উৎসাহিত করতে রাষ্ট্রসংঘ এই দিনটিকে পরিবেশ দিবস হিসাবে পালন করে আসছে। এই বছর পরিবেশ দিবসের থিম হলো বাস্তু তন্ত্রের পুনরুদ্ধার করা (Ecosystem Restoration) । সবুজকে সরিয়ে নয় সবুজকে সঙ্গে নিয়েই বেঁচে থাকা আমাদের ভালো থাকা,তাই পরিবেশ সংরক্ষণের বিষয়ে কৃষক সম্প্রদায়ের মধ্যে সচেতনতা তৈরি করতে ও উৎসাহিত করতে এই অনুষ্ঠান।”

পরিবেশ রক্ষায় আশাবাদী বিশিষ্ট জনেরা

এই প্রয়াস পরিবেশ রক্ষায় ও জীব বৈচিত্র্য সংরক্ষণে একটি অন্য মাত্রা এনে দিতে পারে বলে আশা প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক চঞ্চল গুহ, পশ্চিমবঙ্গ জৈব বৈচিত্র্য পরিষদের প্রাক্তন সভাপতি অধ্যাপক অশোক কান্তি সান্যাল ও বিধান চন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন সহ উপাচার্য অধ্যাপক বিশ্বপতি মন্ডল।

ওই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীরা বিশেষজ্ঞ অধ্যাপক তপন কুমার মন্ডল, অধ্যাপক সিদ্ধার্থ নারায়ণ জোয়ারদার, অধিকর্তা অধ্যাপক বিপুল কান্তি দাস পরিবেশ রক্ষায় ও সংরক্ষণ এবং কীটনাশক ও রাসায়নিক সারের যথেচ্ছ ব্যবহারের খারাপ দিক সম্পর্কে আলোকপাত করেন। বর্তমান পরিস্থিতি মাথায় রেখে উক্ত অনুষ্ঠানটিও অনলাইন পদ্ধতির মাধ্যমে উপস্থাপনা করা হয়েছে।

কিসান বার্তা পত্রিকার আনুষ্ঠানিক প্রকাশ

এই অনুষ্ঠানে একটি পাক্ষিক পত্রিকা “কিসান বার্তা” আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করা হয়। পত্রিকাটি পাক্ষিক প্রকাশিত হবে। সম্পাদক হয়েছেন ডঃ কেশব চন্দ্র ধারা। সহ-সম্পাদকের দায়িত্বে আছেন শ্রীতমা ভট্টাচার্য্য ও সুপ্রভ রায়। আকর্ষণীয় শিরোনাম ও বলিষ্ঠ সম্পাদনা ও কৃষি ও জীব-বৈচিত্র্যে ভরা অত্যন্য প্রয়োজনীয় বিষয় সম্পর্কিত সংবাদে পূর্ণ ‘কিসান বার্তা’ প্রথম সংখ্যাতেই নিজেদের জাত চিনিয়েছে।

Published on: জুন ১৫, ২০২১ @ ১৬:০৮


শেয়ার করুন