বেশ কিছু ক্ষেত্রে ছাড় দিয়ে রাজ্যে বিধিনিষেধ জারি ১ জুলাই পর্যন্ত, এখনই চালু হচ্ছে না লোকাল ট্রেন পরিষেবা

Main রাজ্য
শেয়ার করুন

Published on: জুন ১৪, ২০২১ @ ১৮:৩৮

এসপিটি নিউজ, কলকাতা, ১৪জুন: আজ নবান্নে এক বৈঠকে রাজ্যে বিধিনিষেধের মেয়াদ বাড়িয়ে ১ জুলাই পর্যন্ত করা হল। পাশাপাশি অনেক কিছুতেই ছাড় দেওয়া হয়েছে। তবে বাস, লোকাল ট্রেন ও মেট্রো রেল বন্ধই থাকছে। করোনার তৃতীয় ঢেউ-এর কথা মাথায় রেখে আগে থেকেই সাবধান থাকছে রাজ্য।

দোকান-বাজার খোলার ক্ষেত্রে সময়সীমা বাড়ানো হয়েছে

যে সমস্ত ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে তার মধ্যে আছে দোকান-বাজার-শপিংমল-পার্ক।এখন থেকে বাজার, মুদির দোকান ইত্যাদি সকাল সাতটা থেকে বেলা ১১তা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে। বেলা ১১টা থেকে সন্ধ্যা ছ’টা পর্যন্ত অন্যান্য দোকান ও শপিং মল এবং বেলা ১২টা থেকে রাত আটটা পর্যন্ত রেস্তোরাঁ, পানশালা, হোটেল খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে।

নিয়ম মেনে বেসরকারি অফিস খোলার অনুমতি

এখন থেকে প্রাইভেট ও কর্পোরেট অফিস খোলার অনুমতি দিল রাজ্য সরকার। তবে তা নিয়ম মেনেই খুলতে হবে। সেখানে মাত্র মোট কর্মী সংখ্যার ২৫ শতাংশ নিয়ে অফিস চালাতে হবে। আর সকাল ১০টা থেকে বিকেল ৪টে পর্যন্ত খুলে রাখা যাবে অফিস। সমস্ত সরকারি অফিসেও একই ভাবে মাত্র ২৫ শতাংশ কর্মী নিয়ে কাজ চালাতে হবে।

শপিং মল, রেস্তোরাঁতে, স্পোর্টস কমপ্লেক্স-এ দেওয়া হয়েছে বিধিনিষেধ

শপিং মল-এ ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ চালাতে হবে।মাত্র ৩০ শতাংশ লোককে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। বেশি ভিড় বাড়ানো যাবে না।রেস্তোরাঁয় ৫০ শতাংশ ক্রেতাকে বসার অনুমতি দেওয়া হয়েছে। স্পোর্টস কমপ্লেক্স,স্টেডিয়ামে খেলা হতে পারে বিনা দর্শকে।তবে বন্ধ থাকছে জিম, স্পা। জরুরি পরিষেবা ছাড়া বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে।

পার্ক, শ্যুটিং-এ যেভাবে কাজ হবে

এক্মাত্র টিকা প্রাপ্ত হলেই পার্কে ঢোকার অনুমতি মিলবে। স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে অটোর যাতায়াতে ছাড় দেওয়া হয়েছে। শ্যুটিং চলার অনুমতি দেওয়া হয়েছে। তবে সেক্ষেত্রে শ্যুটিং ইউনিটে মাত্র ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ চালানো যেতে পারে। সকাল ১০টা থেকে বেলা দু’টো পর্যন্ত আগের নিয়ম মেনেই ব্যাঙ্ক খোলা থাকবে।

বাস,ট্রেন আগের মতোই বন্ধ থাকছে

আগের নিয়ম মতো রাজ্যে লোকাল ট্রেন, বাস, মেট্রো রেল পরিষেবা বন্ধ থাকছে। এখনই লোকাল ট্রেন পরিষেবা চালু হচ্ছে না। প্রসঙ্গত, গতকালই পূর্ব রেল রাজ্যের কাছে চিঠি দিয়ে শহরতলিতে লোকাল ট্রেন পরিষেবা চালু করা অনুমতি চেয়েছিল। তারা যুক্তি দিয়েছিল যে রাজ্যে করোনা স্নগক্রমণের হার কম হওয়ায় পরিস্থিতির উন্নতি হওয়ায় ট্রেন পরিষেবা চালু করার অনুমতি দেওয়া হোক। কারণ, এখন মাত্র ১৭০ জোড়া লোকাল ট্রেন শিয়ালদা ও হাওড়া ডিভিশনে চলছে। আর সেখানে রেল, ব্যানগক, স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি সাধারণ যাত্রীরাও উঠছে। এক্ষেত্রে শারীরিক দূরত্ব মানা হচ্ছে না। কিন্তু, এরপরই আজ নবান্নের বৈঠকে লোকাল ট্রেন পরিষেবা বন্ধ রাখারই নির্দেশ জারি রাখা হল।

Published on: জুন ১৪, ২০২১ @ ১৮:৩৮


শেয়ার করুন