মমতার সুর এবার অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর গলায়- বিজেপির বিরুদ্ধে আনলেন ষড়যন্ত্রের অভিযোগ

দেশ
শেয়ার করুন

Published on: মার্চ ১৫, ২০১৮ @ ১৮:১২

এসপিটি নিউজ, অমরাবতী (অন্ধ্র প্রদেশ) ১৫ মার্চ : বিজেপির সময় এখন মোটেও ভালো যাচ্ছে না। গতকাল উত্তরপ্রদেশ, বিহারে উপ-নির্বাচনে যেভাবে তারা পর্যুদস্ত হয়েছে সেই ঘা শুকিয়ে উঠতে না উঠতেই আবারও এক ধাক্কা। আর সেই ধাক্কা এল একেবারে এনডিএ শরিক টিডিপি-র দিক থেকে। সেই দলের সুপ্রিমো অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী বিজেপির বিরুদ্ধে আনলেন ষড়যন্ত্রের মতো মারাত্মক অভিযোগ। যা বিজেপি নেতৃত্বকে বেশ অস্বস্তির মধ্যে ফেলে দিয়েছে।প্রতিবাদ করলেই বিজেপি তার বিরুদ্ধে তেড়েফুরে নামে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অভিযোগের সুরেই এবার গলা মেলালেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু।মমতার সুরে তিনিও আওয়াজ তুললেন-সবাইকে বিজেপির বিরুদ্ধে এক জোট হওয়ার আহ্বান জানালেন।এনডিএ শরিক দলের নেতার মুখে এমন আওয়াজে অনুপ্রাণিত বিরোধী শিবির।

বৃহস্পতিবার অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু অভিযোগ করে বলেন, ভারতীয় জনতা পার্টি এখন তেলেগু দেশম পার্টির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। নাইডু এখানে না থেমে ফের অভিযোগ করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অন্ধ্রপ্রদেশর সঙ্গে একই আচরন করছেন, যা তিনি করেছেন তামিলনাড়ুর সঙ্গে।

নাইডু ক্ষোভ চেপে না রেখে বলেন, বিজেপি রাজ্যের বিরোধী নেতা জগন মোহন রেড্ডি ও জন সেনা পার্টির প্রধান পবন কল্যানকে টিডিপি-র বিরুদ্ধে ব্যবহার করছে।

“দেশ জুড়ে অ্যান্টি বিজেপি এবং অ্যান্টি মোদি হাওয়া মাথাচাড়া দিয়েছে। উত্তরপ্রদেশ ও বিহারের উপ-নির্বাচনে সেই ভাবনা আরও বেশি করে প্রকট হয়ে উঠেছে। এক টেলিকনফারেন্সে দলের সাংসদদের একথা বলেন টিডিপি সুপ্রিমো অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু।

“এই ষড়যন্ত্রের সাথে জড়িত ব্যক্তিদের জনগণ সবাই প্রত্যাখ্যান করবে। টিডিপি আরও অনেক ধরনের ষড়যন্ত্র থেকে বেঁচে গিয়েছে। জনগণের স্বার্থে রাজনীতির সঙ্গে যোগসাজশ করা হবে না,”  এটাও পরিষ্কার করে দেন নাইডু।

পবন কল্যানের আনা দুর্নীতির অভিযোগকে ‘ভিত্তিহীন ও অর্থহীন’ বলে অভিহিত করেছেন নাইডু।

তিনি আরও বলেন যে, এটি এমন একটি গুরুত্বপূর্ণ সময়, যখন জনগণের সঙ্গে একযোগে আসা উচিত এবং কেন্দ্রের উপর চাপ বাড়ানো উচিত।

তিনি বলেন, “প্রত্যেকেরই রাষ্ট্রের স্বার্থের জন্য কাজ করা উচিত। এই ধরনের সমালোচনা কাউকে উপকৃত করবে না। আমার এবং লোকেশের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে, কিন্তু মানুষ সত্যিটা জানে”।

গত কয়েক মাস ধরে যে কথা বিজেপির বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় বলে আসছেন সেতাই এবার এনডিএ শরিক নেতা টিডিপি-র অন্ধ্রপ্রদেরশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুর মুখ দিয়ে বেরিয়ে এল। কিছুদিন আগে শিব সেনা বিজেপির বিরুদ্ধে গিয়ে মহারাষ্ট্রে কৃষকদের আন্দোলনকে সমর্থন করে বিজেপির বিরুদ্ধে চাপ সৃষ্টি করেছিল। এবার টিডিপি। রাজনোইতিক মহলে জোর জল্পনা তবে কি ২০১৯-এর আগে এনডিএ ভাঙতে চলেছে! সূত্রঃ এএনআই

Published on: মার্চ ১৫, ২০১৮ @ ১৮:১২


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + 2 =