নোয়াপাড়া-দক্ষিণেশ্বর মেট্রো রেলপথের সূচনার পাশাপাশি পশ্চিমবঙ্গে একগুচ্ছ রেল প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

Main দেশ ভ্রমণ রাজ্য রেল
শেয়ার করুন

Published on: ফেব্রু ২১, ২০২১ @ ২০:৫০

এসপিটি নিউজ, কলকাতা, ২১ ফেব্রুয়ারি: আগামিকাল পশ্চিমবঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজ্যে এদিন তিনি এক গুচ্ছ নয়া রেল প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। যার মধ্যে আছে কলকাতায় নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো রেলের বর্ধিত শাখার সূচনা। এর সঙ্গে সঙ্গে মেট্রো রেলপথের মাধ্যমে কালীঘাটের সঙ্গে দক্ষিণেশ্বরের যোগাযোগ আরও সহজ হয়ে যাবে।

৪৬৪ কোটি টাকা ব্যয়ে ৪.১ কিলোমিটার দীর্ঘ এই রেলপথ তৈরি

প্রেস ইনফর্মেশন ব্যুরো বা পিআইবি প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রধানমন্ত্রী নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো রেলের বর্ধিত শাখা উদ্বোধন করবেন। তিনি এই শাখার মধ্যে প্রথম রেল চলাচলেরও সূচনা করবেন। সম্পূর্ণ কেন্দ্রের অর্থানুকূল্যে ৪৬৪ কোটি টাকা ব্যয়ে ৪.১ কিলোমিটার দীর্ঘ এই রেলপথ তৈরি করা হয়েছে। এর ফলে শহরাঞ্চলে যানজট কমবে এবং যান চলাচলের ক্ষেত্রে সুবিধা হবে। এই বর্ধিত অংশে ট্রেন চলাচল করলে কলকাতার দু’টি বিখ্যাত কালী মন্দির কালীঘাট এবং দক্ষিণেশ্বরের মধ্যে লক্ষ লক্ষ পর্যটক ও ভক্ত সরাসরি যেতে পারবেন। বরানগর এবং দক্ষিণেশ্বর নামে এই দুটি রেল স্টেশনের অত্যাধুনিক যাত্রী স্বাচ্ছন্দ্য নিশ্চিত করা হয়েছে। স্টেশনগুলিকে ম্যুরাল, ছবি, ভাস্কর্য এবং বিভিন্ন মূর্তি সহযোগে সাজানো হয়েছে।

কলাইকুন্ডা ও ঝাড়গ্রামের ৩০ কিলোমিটার রেল পথের উদ্বোধন করবেন

এর পাশাপাশি প্রধানমন্ত্রী খড়গপুর-আদিত্যপুরের মধ্যে ১৩২ কিলোমিটার দীর্ঘ দক্ষিণ-পূর্ব রেলের তৃতীয় লাইন প্রকল্পের মধ্যে কলাইকুন্ডা ও ঝাড়গ্রামের ৩০ কিলোমিটার রেল পথের উদ্বোধন করবেন। এটি নির্মাণে ব্যয় হয়েছে ১ হাজার ৩১২ কোটি টাকা। কলাইকুন্ডা এবং ঝাড়গ্রামের মধ্যে ৪টি স্টেশনে নতুন ভবন নির্মাণ করা হয়েছে। এছাড়া ৬টি ফুট ওভারব্রীজ, ১১টি নতুন প্ল্যাটফর্ম নির্মাণ ছাড়াও পরিকাঠামোর উন্নয়ন ঘটানো হয়েছে। এর ফলে হাওড়া-মুম্বাই শাখায় যাত্রীবাহী ও পণ্যবাহী ট্রেন চলাচল আরও স্বাভাবিক করা যাবে ।

আজিমগঞ্জ থেকে খাগড়াঘাট রোড পর্যন্ত রেলের দ্বিতীয় লাইন

প্রধানমন্ত্রী আজিমগঞ্জ থেকে খাগড়াঘাট রোড পর্যন্ত রেলের দ্বিতীয় লাইন জাতির উদ্দেশে উৎসর্গ করবেন। পূর্ব রেলের হাওড়া-ব্যান্ডেল-আজিমগঞ্জ শাখার অন্তর্গত এই অংশটি নির্মাণে ব্যয় হয়েছে ২৪০ কোটি টাকা।

হাওড়ায় কর্ড ও মেইন লাইনে দু’টি লাইনের সূচনা

এছাড়াও প্রধানমন্ত্রী হাওড়া-বর্ধমান কর্ড লাইনে ডানকুনি এবং বারুইপাড়ার মধ্যে ১১.২৮ কিলোমিটার দীর্ঘ চতুর্থ লাইন এবং হাওড়া-বর্ধমান মেন লাইনে রসুলপুর ও মগরার মধ্যে ৪২.৪২ কিলোমিটার দীর্ঘ তৃতীয় লাইন জাতির উদ্দেশে উৎসর্গ করবেন। এই দুটি রেল লাইন কলকাতার প্রবেশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রসুলপুর ও মগরার মধ্যে তৃতীয় লাইন নির্মাণে ব্যয় হয়েছে ৭৫৯ কোটি টাকা, ডানকুনি ও বারুইপাড়ার মধ্যে চতুর্থ লাইন বসাতে ব্যয় হয়েছে ১৯৫ কোটি টাকা। এই প্রকল্পগুলি ট্রেনের বাধাহীনভাবে পরিচালনা, যাত্রার সময় কমানো এবং সুরক্ষা বৃদ্ধি করবে। এছাড়াও সংশ্লিষ্ট অঞ্চলের সার্বিক আর্থিক উন্নয়নে সহায়ক হবে।

Published on: ফেব্রু ২১, ২০২১ @ ২০:৫০


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ 76 = 79