‘ফ্রেন্ডলি কান্ট্রি’ দুবাই, ভারতীয়দের কাছে সেরা গন্তব্য

Main দেশ বিদেশ ভ্রমণ
শেয়ার করুন

Published on: আগ ২৮, ২০২২ @ ১১:১২

Reporter: Aniruddha Pal

এসপিটি নিউজ, কলকাতা, ২৭ আগস্ট: দুবাই। এই জায়গাটির সঙ্গে ভারতীয়রা এখন খুবই পরিচিত। কাজকর্ম, খেলাধুলো, পড়াশুনো, চিকিৎসা সংক্রান্ত সব ব্যাপারেই ভারতীয়রা এখন দুবাইমুখী। পর্যটনেও ভারতীয়দের মন জয় করে নিয়েছে এই আরবের এই শহর।আজ বিশ্বের অন্যান্য দেশের শহরগুলির তুলনায় দুবাই ট্যুরিজম বোর্ডের এমন অগ্রগতির একটাই কারণ- তা হল, তারা ফ্রেন্ডলি কান্ট্রি অর্থাৎ  বান্ধব দেশ। মানুষদের তারা খুবই প্রাধান্য দেয়। মানুষদের সাথে নিয়ে তাই তারা অন্যান্যদের পিছনে ফেলে দিয়েছে। আর এর ফলে আজ ভারতীয়দের কাছে সেরা গন্তব্য হয়ে উঠেছে দুবাই।

দুবাই যে ফ্রেন্ডলি কান্ট্রি হয়ে উঠেছে সেকথা জোরের সঙ্গে জানালেন ট্রাভেল এজেন্টস ফেডারেশন অব ইন্ডিয়া বা টাফি’র চেয়ারম্যান অনিল পাঞ্জাবি। তিনি এসপিটি বলেন- “ দুবাই এমন একটা স্থান যেখানে ভারতীয়রা সারা বছরই যাতায়াত করে থাকে।ইদানিং তো ভারতীয়দের কাছে অত্যন্ত প্রিয় স্থান হয়ে উঠেছে। বিশেষ করে দুবাই ট্যুরিজম বোর্ড অত্যন্ত ‘ফ্রেন্ডলি কান্ট্রি’।তারা সব সময় এজেন্টদের ভরসা করে।মানুষদের কথা চিন্তা করে। নিয়মিত এজেন্টদের সঙ্গে মিটিং করে। কি কি করলে কিভাবে আরও বেটার করা যায় তাই নিয়ে আলোচনা করে। এজেন্টদের মতামতকে তারা প্রাধান্য দিয়ে থাকে। আজ তারই ফল পাচ্ছে দুবাই। অন্যনায় দেশকে পিছনে ফেলে দিয়ে দুবাই আজ ভারতীয়দের কাছে সেরা গন্তব্য হয়ে উঠতে সফল হয়েছে।তারা এখন পেপারলেস ভিসা দিয়ে থাকে। ইলেক্ট্রনিক ব্যবস্থার মাধ্যমেই ভিসা হয়ে যায় অত্যন্ত স্বল্প সময়ে।”

এজেন্টদের সঙ্গে যে দুবাই ট্যুরিজম বোর্ড নিয়মিত যোগাযোগ রেখে চলে সেকথা এসপিটি-কে দেওয়া সাক্ষাৎকারে কবুল করেছেন দুবাই অর্থনীতি ও পর্যটন বিভাগের আন্তর্জাতিক অপারেশন, দক্ষিণ এশিয়ার রিজিওনাল হেড বদর আলি হাবিব।তিনি বলেছেন- “আমাদের বাজারে ভারতে 100-150 জনেরও বেশি এজেন্ট।  আমরা জুলাই মাসে কলকাতার শেষ FAM ট্রিপে যোগ দিয়েছি এবং প্রতি 2-3 মাসে আমরা বিভিন্ন অঞ্চলে FAM ট্রিপের আয়োজন করি। ভারতের উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিমে আমরা নিয়মিত এজেন্টদের নিয়ে কাজ করি।  তবে এটা নিশ্চিত যে কলকাতার কোনো না কোনো এজেন্ট নিজেদের জন্য অভিজ্ঞতা লাভ করে। গত জুন মাসের শেষের দিকে আমি কলকাতার উপস্থাপনা করেছি যেখানে শহরের বিভিন্ন প্রান্ত থেকে আমন্ত্রিতরা আমন্ত্রিত হয়েছিল এবং আমরা তাদের সাথে ডিনারে দেখা করেছি। উপস্থাপনা আরও গভীর। কলকাতার বাজার আরও বিকশিত। পারিবারিক গন্তব্য কলকাতা। সম্পর্ক বজায় রাখার জন্য আমরা এই ধরনের একটি প্রোগ্রামে কলকাতা এজেন্ট FAM ট্রিপ, সেলস ভিজিট, রোডশো চালিয়ে যাব।”

Published on: আগ ২৮, ২০২২ @ ১১:১২


শেয়ার করুন