Published on: জানু ১৪, ২০২৪ at ১১:২৯
Reporter: Aniruddha Pal
এসপিটি নিউজ, কলকাতা, ১৪ জানুয়ারি: কলকাতায় আয়জিত হতে চলেছে বেঙ্গল-ব্রিটেন ফ্রেন্ডশিপ কাপ ২০২৪। এই ক্রিকেট টুর্নামেন্ট ঘিরে উৎসাহ তুঙ্গে। আগামী ২৭ ও ২৮ জানুয়ারি কলকাতা ময়দানে পুলিশ অ্যাথলেটিক গ্রাউন্ডে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। এই টুর্নামেন্টে অংশ নেবে কলকাতায় ব্রিটিশ ডেপুটি হাই কমিশন, ট্রাভেল এজেন্টস ফেডারেশন অব ইন্ডিয়া (টাফি), ট্রাভেল এজেন্টস অ্যাসোসিয়েশন অব অন্ডিয়া (টাই) ও স্কাল ইন্টারন্যাশনাল।
টাফি (TAFI)র ন্যাশনাল কমিটির মেম্বার অনিল পাঞ্জাবি এসপিটি-কে জানিয়েছেন- এটা খুবই ভাল উদ্যোগ। এবার আমরা সবাই এতে অংশ নিচ্ছি। যারা সদস্য তারাই এই ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে পারবেন। টাফি ছাড়াও, টাই(TAAI), স্কাল(SKAL INTERNATIONAL) থাকছে। কলকাতা ময়দানে পুলিশ অ্যাথলেটিক গ্রাউন্ডে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে চলেছে। ইতিমধ্যে এই টুর্নামেন্ট ঘিরে আমাদের মধ্যে দারুন উৎসাহ দানা বেধেছে। আমরা সকলেই এই দুটি দিনের দিকে অধীর আগ্রহে তাকিয়ে আছি।
ভ্রমণ ও পর্যটন শিল্পের সঙ্গে জড়িত ট্রেড অ্যাসোসিয়েশনগুলি এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে। ক্রিকেট সৌহার্দ্যের খেলা। ক্রিকেট পারে সবাইকে এক জায়গায় নিয়ে আসতে। ক্রিকেট পারে শান্তি স্থাপন করতে। ক্রিকেট পারে বন্ধুত্বের পরিবেশকে আরও সুদৃঢ় করতে। মজবুত করতে।
কলকাতা ময়দানে পুলিশ অ্যাথলেটিক গ্রাউন্ডে বেঙ্গল-ব্রিটিশ ট্রাভেল ফেন্ডশিপ কাপ ২০২৪ যে নিঃসন্দেহে কলকাতার বুকে সৌহার্দ্য ও সম্প্রীতির পরিবেশকে মজবুত করতে চলেছে তা কিন্তু বলাই যায়। এই টুর্নামেন্টকে ঘিরে দলগুলির মধ্যে প্রবল উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।
এই টুর্নামেন্টে যারা অংশ নেবেন অর্থাৎ য্রা খেলবেন তাদের বেশিরভাগই কিন্তু ট্রাভেল ট্রেড-এর মানুষ।যদিও কলকাতায় ব্রিটিশ ডেপুটি হাই কমিশন-এর পক্ষে যারা অংশ নেবেন তারা নিয়মিত ক্রিকেট খেলেন কিনা তা আমাদের জানা নেই। তবে এই টুর্নামেন্ট কিন্তু বেশ উপভোগ্য হতে চলেছে তা একপ্রকার নিশ্চিত।
Published on: জানু ১৪, ২০২৪ at ১১:২৯