নেট দুনিয়ার সঙ্গে এক অসম লড়াই চালিয়ে মুর্শিদাবাদের এই মানুষটি যেভাবে ব্রতচারীকে বাঁচিয়ে রেখেছেন

Main রাজ্য
শেয়ার করুন

Published on: নভে ১৯, ২০১৮ @ ১৬:৫৭

এসপিটি নিউজ, বহরমপুর, ১৯ অক্টোবরঃ আজকের ডট কমের যুগে যেখানে মোবাইল গেম নিয়ে সবাই ব্যস্ত সেখানে মুর্শিদাবাদের সাটুই অঞ্চলে ব্রতচারীকে বাঁচিয়ে রেখেছেন সুব্রত দাসl

অনিন্দ্য ভূষণ সাহা ও খনদেকর আইনাল হোসেন এর সুযোগ্য ছাত্র সুব্রত বাবু ২০১৩ সালে সটুই রাজেন্দ্র নারায়ণ হাই স্কুলে যোগদান করেন এবং ব্রতচারীকে শিল্পের পর্যায় নিয়ে যানl

দান-শ্রম-সত্য-ঐক্য-আনন্দ এই পাঁচটি ব্রত চারণ এর মাধ্যমে একজন ব্রতচারী তৈরি হয়l এই কথা মাথায় রেখেই সুব্রতবাবু প্রধান শিক্ষক গৌতম ব্যানার্জি ও সহ-শিক্ষক দেবাশীষ দাস ও হীরক দাস-এর সাহায্যে স্কুলে তৈরি করেন সাটুই রাজেন্দ্র নারায়ণ ব্রতচারী নিকেতনl

এটি বাংলার ব্রতচারী নিকেতন এর একটি অনুমোদিত ইউনিট l বর্তমানে সুব্রতবাবুর তত্বাবধানে ঢালী নাচ  রায়বেশে নাচ রাস নাচের দল প্রস্তুত হয়েছে l এরা বিভিন্ন জায়গায় প্রদর্শন করে থাকেরl এভাবেই বাংলার নিজস্ব কৃষ্টি কে বাঁচিয়ে রেখেছেন সুব্রত দাস।

Published on: নভে ১৯, ২০১৮ @ ১৬:৫৭


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ 5 = 9