খাবারের খোঁজে এসে শেষে নিজেই আটকে গেল জালে

বন্যপ্রাণ রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা– ডা. সৌমিত্র পণ্ডিত

Published on: নভে ১৯, ২০১৮ @ ১৬:৩২

এসপিটি নিউজ, নামখানা, ১৯ অক্টোবরঃ রাতে কখন যে সে এসে ঢুকে পড়েছিল ঘরে তা ঠিক জানে না বাড়ির লোকজন।তবে সকালে ঘুম থেকে উঠে ঘরের ভিতর ঢুকতেই চোখ কপালে ওঠে। বিশালাকার এক সাপ জালে জড়িয়ে আছে। বেরিয়ে আসার জন্য সে আপ্রান চেষ্টা চালিয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গের দক্ষিন ২৪ পরগনা জেলার মদনগঞ্জ গ্রামে এমন ঘটনা ঘিরে গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জনৈক এক গ্রামবাসীর বাড়ির একটি ঘরে ফেলে রাখা ছিল জাল। আর প্রকান্ড সাপটি তাতে জড়িয়ে যায়। এরপর বাড়ির লোকজন গ্রামবাসীরা সকলে মিলে বন দফতরের স্থানীয় অফিসে খবর পাঠায়। সেখান থেকে লোকজন এসে সাপটিকে ধরে নিয়ে যায়।বন দফতরের অনুমান, খাবারের খোঁজে সাপটি পাশের সপ্তমুখী নদী পেরিয়ে সেখানে চলে আসে। ভেবেছিল এখানে এলে যদি কিছু খাবার জোটে। কিন্তু সে নিজেই আটকে গেল জালে।

বন দফতর জানিয়েছে, সাপটি ১৫ ফুট লম্বা একটি পাইথন। সুন্দরবনের গভীর জঙ্গলে এমন আরও অনেক পাইথন শুধু নয় আরও প্রকান্ড সাপ থাকতে পারে। আসলে প্রাণীদের আবাসস্থল যেভাবে দনের পর দিন কমে আসছে তাতে এ ধরনের বিরল প্রজাতির প্রাণীদের আবাসস্থল সঙ্কুচিত হয়ে চলেছে। এর ফলে তারা লোকালয়ের দিকে আসতে শুরু করেছে। আর মানুষ ভয়ে আতঙ্কে তাদের আক্রমন করছে। ফলে এই ধরনের বিরল প্রজাতির প্রাণী বিলুপ্ত হতে বসেছে।

Published on: নভে ১৯, ২০১৮ @ ১৬:৩২


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

21 − 13 =