“নির্বাচন আসলে তিনি হয়ে যান চাওয়ালা আর নির্বাচনের পর রাফালেওয়ালে”-মোদিকে কটাক্ষ মমতার

Main দেশ রাজ্য
শেয়ার করুন

Published on: ফেব্রু ৮, ২০১৯ @ ২৩:৩৯

এসপিটি নিউজ, কলকাতা, ৮ ফেব্রুয়ারিঃ আজ জলপাইগুড়ির সভা থেকে তাঁকে নিশানা করে যেভাবে একের পর এক আক্রমন শানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পশ্চিমবঙ্গের মুকগ্যমন্ত্রী সেইসব বিষয়ের পালটা জবাব দিয়ে একই বিঁধেছেন তিনিও। প্রধানমন্ত্রী মোদি এদিন মুখ্যমন্ত্রী মমতাকে উদ্দেশ্য করে প্রশ্ন তোলেন- চাওয়ালাকে দিদির এত ভয় কেন? তার জবাব দিতে গিয়ে মুখ্যমন্ত্রীর গলা থেকে বেরিয়ে এসেছে তীব্র কটাক্ষ। তিনি বলেন- “নির্বাচন আসলে তিনি হয়ে যান ‘চাওয়ালা’। আর নির্বাচনের পর তিনি হয়ে যান ‘রাফালে ওয়ালা’।

এরপর মমতা ক্ষোভ প্রকাশ করে বলেন- “এই ব্যক্তির (প্রধানমন্ত্রীর) সম্পর্কে কথা বলতে আমি লজ্জিত বোধ করছি। কলকাতা হাইকোর্ট থেকে কেউ উপস্থিত ছিলেন না। জমি আমাদের, সার্কিট বেঞ্চ হাইকোর্টের রয়েছে, কিন্তু তাদের কেউই সেখানে ছিলেন না। এর মানে ব্যাপারটা গিয়ে দাঁড়াল যে নববধূ সেখানে ছিল না কিন্তু ব্যান্ড পার্টি সেখানে ছিল।”

“আরবিআই থেকে সিবিআই-কেন সবাই তাঁকে(প্রধানমন্ত্রী) বাই বাই করছেন? প্রশ্ন তোলেন মমতা।

এর পর মমতার তোপ-“তিনি (প্রধানমন্ত্রী) ভারতকে জানেন না। গোধরা ও অন্যান্য দ্বন্দ্বের পরই তিনি এখানে পৌঁছেছিলেন। তিনি রাফালের মাস্টার। তিনি ডিমনিটাইজেশনের মাস্টার। তিনি দুর্নীতির মাস্টার। তিনি অহংকা্রের ব্যাপার।” এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে স্মরন করিয়ে দিয়ে বলেন-“যদি আপনি আমাদের সঙ্গে ‘পাঙ্গা’ নেন তবে আমর হব ‘চাঙ্গা’।”

এরপর তাঁকে যখন জিজ্ঞাসা করা হয়ে আপনি প্রধানমন্ত্রীকে মোদিবাবু বলে ডাকেন? এর জবাবে মুখ্যমন্ত্রী মমতা বলেন-“আমি তাঁকে মোদি বাবু বলে ডাকি না, তাকে বলি ‘ম্যাড-ডি বাবু’।”

“তিনি ভয় পেয়েছেন কারণ আমরা একসাথে কাজ করছি। আমি কখনোই ভয় পাই না, আমি সবসময় আমার উপায়ে যুদ্ধ করেছি। আমি সর্বদা ‘মা-মাটি-মানুষ’এর জন্য সম্মানিত। এটি অত্যন্ত দুর্ভাগ্যের যে তিনি অর্থের ক্ষমতার জোরে প্রধানমন্ত্রী হয়েছেন।”-বলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Published on: ফেব্রু ৮, ২০১৯ @ ২৩:৩৯


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

23 + = 29