নৈহাটি রেল ময়দানে ২৪ ডিসেম্বর শুরু হতে চলেছে উত্তর ২৪ পরগনা জেলা গ্রন্থমেলা-জানালেন বিধায়ক পার্থ ভৌমিক

Main ভ্রমণ রাজ্য রেল
শেয়ার করুন

Published on: ডিসে ২২, ২০২১ @ ১৯:৫৯

এসপিটি নিউজ, নৈহাটি(উত্তর ২৪ পরগনা), ২২ ডিসেম্বর:  আগামী ২৪ ডিসেম্বর নৈহাটি রেলওয়ে ময়দানে উত্তর ২৪ পরগনা জেলা গ্রন্থমেলার উদ্বোধন হবে। ট্যুইট করে এক ভিডিও বার্তায় একথা জানিয়েছেন নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক। তিনি জানিয়েছেন- এই মেলা চলবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত। এই জেলা গ্রন্থমেলার শুভ উদ্বোধন করবেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।এছাড়াও বিভিন্ন দফতরের মন্ত্রীদের পাশাপাশি থাকবেন বিধায়করা। থাকবেন উত্তর ২৪ পরগনার জেলাশাসক, পুলিশ কমিশনার।

বিধায়ক পার্থ ভৌমিক জানিয়েছেন- নোইহাটি রেলওয়ে ময়দানে অনুশঠিত এই গ্রন্থমেলা চলবে আটদিন অর্থাৎ ৩১ ডিসেম্বর পর্যন্ত। নৈহাটির মানুষের সুবিধার কথা ভেবে এখানে আয়োজন করা হয়েছে- পাখি মেলা, খাদ্য মেলা, মাছের মেলা, শিল্প মেলা, সবলা মেলা যাতে এই আটদিন নৈহাটির মানুষ প্রাণ ভরে অক্সিজেন নিতে পারে।

এখানে আমাদের এবার বিশেষ বৈশিষ্ট্য হল শিশু মেলা। সব শিশুরা যাতে এখানে আসতে পারে তার জন্য আমরা এখানে অনেক অনুষ্ঠানের আয়োজন করেছি। জানান পার্থ ভৌমিক।

Published on: ডিসে ২২, ২০২১ @ ১৯:৫৯


শেয়ার করুন