নদীর প্রবল স্রোতে ডুবে যাওয়া দুই মহিলার প্রাণ বাঁচালেন ভারতীয় সেনারা

Main দেশ
শেয়ার করুন

Published on: নভে ৫, ২০২০ @ ১২:০৪

এসপিটিউ নিউজ ডেস্ক:  দুই মহিলা নদীর জলে ডুবে যাচ্ছিল। খবর পেয়েই ভারতীয় সেনাদের উদ্ধারকারী দল সেখানে পৌঁছে যায়। নদীর জলে ঝাঁপিয়ে পড়ে মৃত্যুর মুখ থেকে রক্ষা করে তাদের। ভারতীয় সেনাদের এই কাজের প্রশংসা ছড়িয়ে পড়তে শুরু করেছে সোশ্যাল মিডিয়ায়।গতকাল বুধবার অরুণাচল প্রদেশের পশ্চিম সিয়াং জেলার কায়িং গ্রামের নিকটে সায়োম নদীতে এই ঘটনা ঘটে।

ইন্ডিয়ান আর্মির ইস্টার্ন কম্যান্ডকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে- “ভারতীয় সেনা উদ্ধারকারী দল গতকাল অরুণাচল প্রদেশের পশ্চিম সিয়াং জেলার কায়িং গ্রামের নিকটে সায়োম নদীতে ডুবে যাওয়া আটকা পড়ে দুই স্থানীয় মহিলাকে উদ্ধার করেছে।”

ইস্টার্ন কম্যান্ড, ইন্ডিয়ান আর্মির রেসকিউ টিম এই অপারেশন চালিয়েছে। নদীতে স্রোত ছিল তীব্র। পাহাড়ি নদীর যেমন রূপ হয় তেমনি। তবে দুই মহিলা যখন নদীর স্রোতের মুখে পড়ে ডুবে যাচ্ছিল তখন তারাও জানত না যে শেষ পর্যন্ত কী হতে চলেছে। এই সময় ভারতীয় সেনাদের উদ্ধারকারী দল সেখানে পৌঁছে যায়। তারা ঝাঁপিয়ে পড়ে নদীতে।

রীতমতো সাহসের সঙ্গে ভারতীয় সেনারা পৌঁছে যায় সেখানে যেখানে দুই মহিলা বাঁচার জন্য চেষ্টা করছিল। ভারতীয় সেনাদের উদ্ধারকারী দল তৎপ্রতার সঙ্গে তাদের উদ্ধার করে। প্রাণে বেঁচে যায় দুই মহিলা। ভারতীয় সেনাদের এমন কাজের জন্য সকলেই বাহবা দিচ্ছে। তবে এর আগেও তারা এমন জনমুখী একাধিক কাজ করেছেন।

Published on: নভে ৫, ২০২০ @ ১২:০৪


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 1 = 4