বাঁকুড়ায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের তোপঃ রাজনৈতিক হিংসা, খুন মমতার শাসনে বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছে

Main রাজ্য
শেয়ার করুন

Reporter: Rajesh Bhuiya

এসপিটি নিউজম বাঁকুড়া, ৫ নভেম্বর:   দু’দিনের পশ্চিমবঙ্গ সফরে এসেছেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। আজ বিরসা মুন্ডাকে শ্রদ্ধা জানিয়ে তিনি বাঁকুড়ায় কর্মীসভা করেন।সেখানে তিনি রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে তোপ দেগে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ উগরে দেন। বলেন- “রাজনৈতিক হিংসা, খুন মমতার শাসনের বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছে।”

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন-” বাংলার জনগণ কেবলমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির প্রতি আশাবাদী, তারা জানেন যে কেবল তিনি বাংলার সমৃদ্ধি ও গৌরব ফিরিয়ে আনতে পারবেন।”

প্রশ্ন তোলেন কি হচ্ছে আজ বাংলায়-মোদি সরকারের পাঠানো ত্রাণ বাংলায় দরিদ্রদের কাছে পৌঁছাচ্ছে না। উপজাতিরা ঘর তৈরির জন্য অর্থ পায়নি, কৃষকরা বছরে ৬০০০ টাকাও পাচ্ছে না এবং দরিদ্র পরিবারগুলিও ৫ লক্ষ টাকার স্বাস্থ্য বীমা থেকে বঞ্চিত হচ্ছে। মমতা সরকার মোদি সরকারের ৮০ টিরও বেশি প্রকল্প বাস্তবায়ন করেনি।রাজনৈতিক হিংসা, খুন আজ মমতার শাসনে বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছে।আমি বাংলার জনগণকে আবেদন করছি যে তৃণমূলকে উপরে ফেলে রাজ্যের উন্নয়ন ও সমৃদ্ধি নিশ্চিত করতে বিজেপিকে আনুন।”

বাঁকুড়ার দলীয় কর্মী সভায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন- “বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মৃত্যু ঘণ্টা বেজে গিয়েছে। রাজ্যে বিজেপি ক্ষমতায় আসবে।বিজেপির সরকার বাংলাকে সোনার বাংলা হিসাবে গড়ে তুলবে। বাংলার মানুষ বিজেপি-কে ক্ষমতায় নিয়ে আসার জন্য মন থেকে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন।তাই আর কটা দিন পরে বাংলায় ক্ষমতায় আসতে চলেছে বিজেপি।” সেই জন্য তিনি দলীয় কর্মীদের কয়েকটা দিন অপেক্ষা করার নির্দেশ দেন।

এদিন সকালে বাঁকুড়ার করগাহিড় হ্যালিপ্যাডে নামার পর অমিত শাহ যান পুয়াবাগান সংলগ্ন এলাকায়। সেখানে আদিবাসী নেতা বিরসা মুন্ডার মূর্তিতে মাল্যদান করেন।  পরে দলীয় নেতা কর্মীদের সাথে দফায় দফায় বাঁকুড়া রবীন্দ্রভবনে বৈঠক করেন।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 + = 17