ধ্যানে বসা এক বৌদ্ধ সন্ন্যাসীর উপর ঝাঁপিয়ে পড়ল চিতাবাঘ, পরিণতি হল ভয়াবহ

Main দেশ ধর্ম বন্যপ্রাণ
শেয়ার করুন

Published on: ডিসে ১৩, ২০১৮ @ ২৩:২৯

এসপিটি নিউজ ডেস্কঃ এক বৌদ্ধ সন্ন্যাসী গভীর জঙ্গলে বসেছিলেন ধ্যানে। কিন্তু তিনি কি কখনও ভেবেছিলেন এমনটা হবে! আচমকা এক চিতাবাঘ তাঁর উপর ঝাঁপিয়ে পড়ল। কিছু বুঝে ওঠার আগেই সেখানে লুটিয়ে পড়লেন সেই সন্ন্যাসী। মুহূর্তের মধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়লেন তিনি।পুলিশ জানিয়েছে, এই নিয়ে সেখানে চিতাবাঘটি পঞ্চমবার হামলা চালাল।

পশ্চিম ভারতের মহারাষ্ট্রে রামদেগি জঙ্গলে একটি গাছের নীচে মঙ্গলবার ধ্যানে বসেছিলেন রাহুল ভালকে বোধি নামে ঐ বৌদ্ধ সন্ন্যাসী। তিনি যখন গভীর ধ্যানে মগ্ন তখন সেখানে চিতাবাঘটি তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে। ৩৫ বছরের এই সন্ন্যাসী মারাত্মকভাবে জখম হন। তাঁর সঙ্গে আরও দু’জন ভক্ত ধ্যানে বসেছিলেন। তাঁরা তাঁকে উদ্ধার করে পুলিশকে খবর দেয়।

তাঁর দেহটি দেখে বোঝা গেছে বাঘটি দেহটি টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। এমনটাই জানিয়েছেন সিনিয়র পুলিশ কর্তা কৃষ্ণ তেওয়ারি।

এই জঙ্গলটি রাজ্যের রাজধানী মুম্বই থেকে পশ্চিম পর্যন্ত ৮২৫ কিলোমিটার (৫১০মাইল) প্রসারিত। যেখানে রয়েছে চিতাবাঘ। এর আগে আরও চারবার হামলা চালিয়েছে বাঘটি।পুলিশ জানিয়েছে, এখানে সন্ন্যাসীরা ধ্যান করতে আসেন। তাদের নিষেধ করা সত্ত্বেও তাঁরা নিষেধ শোনেন না। এর আগে আরও তিনজনের মৃত্যু হয়েছে গত মাসে এখানে।

সংবাদ সংস্থা এএফপি সূত্রে জানা গেছে, ভারতে ১২ থেকে ১৪ হাজার লেপার্ড আছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী ২০১৭ সালে আনুমানিক ৪৩১টি চিতাবাঘ নিহত হয়। বেশির ভাগই চোরা শিকারিদের দ্বারা নিহত হয়েছে। ছবি-এএফপি

Published on: ডিসে ১৩, ২০১৮ @ ২৩:২৯


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

99 − 98 =