হিন্দু-মুসলিম সম্প্রীতির ছবিঃ এখানে একসাথে শোনা যায় গীতার শ্লোক আর কুরানের কথা

Main দেশ ধর্ম
শেয়ার করুন

Published on: ডিসে ১৩, ২০১৮ @ ২১:২৯

এসপিটি নিউজ ডেস্কঃ ব্রহ্মসরোবরের পবিত্র স্থল। সামনে সর্বেশ্বর মন্দির-যেখানে গীতার শ্লোক উচ্চারিত হয়ে চলেছে ঠিক তেমনই মুসলিম শ্রদ্ধালুরা করে চলেছেন নামাজ পাঠ। এমন চিত্র দেখা যায় ব্রহ্মসরোবরের পবিত্র স্থানে যেখানে হিন্দু-মুসলিমের সম্প্রীতির ছবি ফুটে উঠেছে। গীতার শ্লোকের সঙ্গে ব্রহ্মসরোবরের তীরে শোনা যায় কুরানের কথা যা আন্তর্জাতিক গীতা মহোৎসবে এক অসাধারণ দৃষ্টান্ত হয়ে উঠেছে। সাহারানপুর থেকে আসা রইস আহমেদ জাগরন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন-তিনি মজহব এবং ধর্ম দুটিকেই সম্মান করেন।

আন্তর্জাতিক গীতা জয়ন্তী মহোৎসবে জম্মু-কাশ্মীর, সাহারানপুর সহ দেশের বিভিন্নপ্রান্ত থেকে ১৫জনের বেশি শিল্পী এসেছেন যাঁরা তাঁদের নিজস্ব শিল্পকলা প্রদর্শন করবেন। এই গীতা জয়ন্তী উৎসবের সবচেয়ে বড় দিক হল এখানে মুসলিম সম্প্রদায়ের মানুষের আগমন। তেমনই সাহারানপুরের রইস আহমেদ এসেছে কাঠের সামগ্রী নিয়ে।সকাল থেকে রাত পর্যন্ত তারা ব্রহ্মসরোবরের তীরেই থাকেন। সারা দিন ধরেই চলে গীতার ব্যাখ্যা এবং মন্ত্রোচ্চারন। সেরকমই মুসলিম ভাইরাও ব্রহ্মসরোবরের তীরে বসে নামাজও পাঠ করেন।

রইস আহমেদ বলেন-মজহব এবং ধর্ম একে অপরকে প্রেম করতে শিখিয়েছে। ধর্মনগরীতে তাঁরা খুব ভালবাসা পাচ্ছেন। তাঁরা ব্রহ্মসরোবরের তীরে পাঁচবার নামাজ পাঠ করছেন। তিনি আর ও বলেন- আমাদের সকলকে একে অপরের ধর্মকে সম্মান করা উচিত। আল্লা সবাইকে সমান বানিয়েছে। এটা ঠিক কেউ ভগবানকে মানে কেউ মানে আল্লাকে তবে মানবতাই হল সবচেয়ে বড় ধর্ম। এটা সকলকে মানতেই হবে।

কুরুক্ষেত্র বিকাশ বোর্ডের মানদ সচিব মদন মোহন ছাবড়া বলেন-গীতা সকলের জন্য। ভগবান শ্রীকৃষ্ণ এর উচ্চারন সম্পূর্ণ মানব জাতির জন্যই করে গেছেন। এজন্য এই উদাহরন ভারতেই দেখা যায়। এ এক পবিত্র সম্প্রীতির ছবি।যা ধর্মনগরী থেকে গোটা দেশে এক বার্তা পৌঁছে দিচ্ছে।

Published on: ডিসে ১৩, ২০১৮ @ ২১:২৯

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

54 − 45 =