দেশের লজ্জা: মুখোশ পরে JNU গার্লস হস্টেলে তাণ্ডব, মেরে ফাটিয়ে দেওয়া হল ছাত্র নেত্রী ঐশী ঘোষের মাথা

দেশ রাজ্য
শেয়ার করুন

Published on: জানু ৫, ২০২০ @ ২৩:২২

এসপিটি নিউজ, নতুন দিল্লি, ৫ জানুয়ারি:  আবারও আক্রান্ত পড়ুয়ারা। জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে (জেএনইউ) মেয়েদের হস্টেলের ভিতর ঢুকে পরে একদল যুবক। তাদের মুখ ঢাকা ছিল। হাতে ব্যাট, উইকেট নিয়ে তান্ডব চালাতে থাকে তারা। সামনে যারা আসে তাদের মারতে শুরু করে। এই সময় ছাত্র সংগঠনের সভানেত্রী ঐশী ঘোষের উপর চড়াও হয় মুখোশ পরা গুন্ডারা। মেরে মাথা ফাটিয়ে দেয়। আক্রান্ত হয় আরও বেশ কয়েকজন ছাত্রী। অভিযোগের তীর এবিভিপি-র বিরুদ্ধে।এই ঘটনার প্রতিবাদে জেএনইউ-এর সামনে অবস্থান-বিক্ষোভে বসেন পড়ুয়ারা।

“পুলিশের উপস্থিতিতে এবিভিপি মুখোশের আড়ালে লাঠি, রড, হাতুড়ি নিয়ে ঘুরছে। তারা ইট ছুঁড়ে মারছে, দেয়াল টপকে হস্টেলে ঢুকে পড়ছে এবং পড়ুয়াদের মারধর করছে। বেশ কয়েকজন শিক্ষক-শিক্ষার্থীকেও মারধর করা হয়েছে। জেএনইউর ছাত্র সংগঠনের সভানেত্রী ঐশী ঘোষকে নৃশংসভাবে আক্রমণ করা হয়েছে এবং তার মাথায় খুব খারাপভাবে রক্তক্ষরণ হচ্ছে। পড়ুয়ারা এবিভিপি গুন্ডাদের দ্বারা যখন আক্রান্ত হয় তখন পুলিশ অপরাধীদের ধরার বদলে বাঁচানোর চেষ্টা করছে,  হামলাকারীরা পড়ুয়াদের ‘ভারত মাতা কি জয়’ স্লোগান দিতে বাধ্য করছে! “ছাত্র ইউনিয়ন এক বিবৃতিতে একথা জানিয়েছে।

এবিভিপি অভিযোগ অস্বীকার করেছে। “এএফএসআই, আইআইএসএ এবং ডিএসএফ-এর শিক্ষার্থীরা এই হামলা চালিয়েছিল। আহত হয়েছে কমপক্ষে ১৫ জন শিক্ষার্থী, ”এটি একটি বিবৃতিতে বলেছে।

সিপিএম নেতা নেতা শমীক লাহিড়ি এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে জানান, এ রগেকেই বোঝা যাচ্ছে এরা কতটা বর্বর। ওদিকে আইএসআই বিশ্ববিদ্যালয়ে হামলা করছে আর এখানে আরএসএস বিশ্ববিদ্যালয়ে হামলা চালাচ্ছে। এসব করে ছাত্রছাত্রীদের দমানো যাবে না। ওখানে উপাচার্যকে সরাতে হবে কারণ উনি আরএসএসের লোক হিসেবে কাজ করছে। পুলিশ নীরব।সিপিএম নেতা সুজন চক্রবর্তীও একই সুরে জানিয়েছেন, এভাবে পড়ুয়াদের দইয়ে রাখা যাবেনা।দেশকে অন্ধগলিতে বিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক ট্যুইটে জানিয়েছেন- আমি জেএনইউতে ছাত্র/ শিক্ষকদের উপর বর্বরচিত আক্রমনের তীব্র নিন্দা জানাই। এই জাতীয় জঘন্য ঘটনা বর্ণনা করার জন্য পর্যাপ্ত কোনও শব্দ নেই। এ আমাদের গণতন্ত্রের জন্য লজ্জার। দীনেশ ত্রিবেদীর নেতৃত্বে সাজদা আহমেদ, মানস ভুইঁয়া, বিবেক গুপ্ত সহ তৃণমূলের এক  প্রতিনিধি দল দিল্লিতে যাবে।

আক্রান্ত ছাত্রী ঐশী ঘোষকে এইমসে ট্রমা ইউনিটে রাখা হয়েছে। আক্রান্ত হয়েছে অধ্যাপিকা সুচেতনা সেন।এইমসে রাতেই পৌঁছন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। আসেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম এসএফআই-এর সধারণ সম্পাদক ময়ুখ বিশ্বাস ক্ষোভ প্রকাশ করে জানান, এবিভিপি-র গুন্ডারা জেএনইউ-তে মেয়েদের হস্টেলে ঢুকে ফেলে পেটাল। এর আগে জামিয়াতেও একইভাবে পড়ুয়াদের উপর পুলিশ লাঠি চালাল। সেসসময় পুলিশ কারও কাছ থেকে অনুমতি নেয়নি। কিন্তু আজকে পুলিশের সামনে দিয়েই এবিভিপি-র পোষা গুন্ডারা মেয়েদের হস্টেলে ঢুকে পড়ে তাদের ফেলে পেটাল। মাথা ফাটিয়ে দিল।যতক্ষন পর্যন্ত পুলিশ দোষীদের গ্রেফতার না করছে ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তায় থেকে বিক্ষোভ দেখিয়ে যাব।

ইতিমধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে মিছিল করেছেন। তারা বিজেপির পার্টি অফিসে গিয়ে বন্ধ দরজার গায়ে লিখে দিয়ে এসেছেন নানা ধরনের স্লোগান।

Published on: জানু ৫, ২০২০ @ ২৩:২২


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

25 − 19 =