দিল্লি, আমেদাবাদ – জয়সলমীরে সপ্তাহে ৬টি উড়ান চালাবে স্পাইসজেট

Main দেশ বিমান ভ্রমণ
শেয়ার করুন

Published on: ফেব্রু ৮, ২০২১ @ ১৮:৫৬

এসপিটি নিউজ:   রাজস্থান তাদের পর্যটন শিল্পকে বাঁচাতে সব রকমের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবার তারই অঙ্গ হিসেবে উদ্যোগী হয়েছে জয়শলমীরের পর্যটন ব্যবসায়ীরা।এবার তারা স্থানীয় প্রশাসনকে সামনে রেখে ভারতের জনপ্রিয় বিমান সংস্থা স্পাইসজেটের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে।সেই অনুযায়ী স্থির হয়েছে সপ্তাহে তিনটি করে মোট ছ’টি উড়ান দিল্লি, আমেদাবাদ থেকে জয়শলমীরের মধ্যে চলাচল করবে।

জানা গেছে, ১২ ই ফেব্রুয়ারি থেকে দিল্লি-জয়সলমীর বিমান চলবে, ১৩ ই ফেব্রুয়ারি থেকে আমেদাবাদ-জয়সলমীর পরিষেবা একদিন পরে শুরু হবে। প্রতি সপ্তাহে তিনটি করে মোট ৬টি বিমান চলবে।জয়সলমীর পর্যটন শিল্পকে বাঁচাতে বিমান পরিষেবা শুরু করার জন্য স্থানীয় ব্যবসায়ী ও স্পাইসজেট একটি সমঝোতা স্বাক্ষর করেছে। এই চুক্তিতে জয়সলমীর বিকাশ সমিতির সভাপতি এবং জেলা প্রশাসক আশীষ মোদি এবং স্পাইসজেটের ফিনান্স অফিসার স্বাক্ষর করেছেন। ভারতের বিমানবন্দর কর্তৃপক্ষের জয়সলমীর পরিচালক বিএস মীনা জানিয়েছেন, সংস্থাটি দিল্লি ও আমেদাবাদের জন্য সূচি জারি করেছে।

দিল্লি থেকে বিমানটি দুপুর ১ টা নাগাদ জয়সলমীরে পৌঁছবে এবং দুপুর ১.৪০ টায় দিল্লির উদ্দেশ্যে ছেড়ে যাবে।১৩ ই  ফেব্রুয়ারি, আমেদাবাদ থেকে উড়ান দুপুর দেড়টায় জয়সলমীর পৌঁছে দুপুর ১.৫০মিনিট নাগাদ আমেদাবাদ ফিরে যাবে। ব্যবসায়ী ও সাধারণ মানুষ স্পাইসজেটকে ব্যাংক গ্যারান্টি দিতে এয়ারলাইন্সের লোকসানের ক্ষতি বাঁচাতে এগিয়ে এসেছেন এবং ৮৪ লক্ষ টাকা সংগ্রহ করেছেন।

Published on: ফেব্রু ৮, ২০২১ @ ১৮:৫৬


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 2 = 1