দিদি, পশ্চিমবঙ্গ আপনার আর আপনার ভাইপোর জমিদারি নয়, হিংসা ছাড়ুন-মমতাকে তোপ মোদির

Main রাজ্য লোকসভা ভোট 2019
শেয়ার করুন

‘হিংসা হলে দিদির বুলেটের জবাব দেবেন নিজের ভোটে।’

‘জম্মু-কাশ্মীরের ভোটে হিংসা না হলেও পশ্চিমবঙ্গে কিন্তু গত ছ’টি ধাপের প্রতিটিতেই ঘটেছে হিংসার ঘটনা।’

‘মমতাদিদি পশ্চিমবঙ্গকে তাঁর ব্যক্তিগত সম্পত্তি মনে করার মতো ভুল করছে।’

Published on: মে ১৬, ২০১৯ @ ২৩:৪২

এসপিটি নিউজ, দমদম, ১৬মে: রাজ্যে তাঁর শেষ নির্বাচনী জনসভায় দাঁড়িয়ে রীতিমতো কড়া ভাষায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, ‘মমতা দিদি পশ্চিমবঙ্গকে তাঁর ব্যক্তিগত সম্পত্তি মনে করার মতো ভুল করছেন। দিদি, কানন খুলে শুনুন- পেই পশ্চিমবঙ্গ আপনার আর আপনার ভাইপোর জমিদারি নয়, এ হল মা ভারতীর অটুট অংশ।হিংসা ছাড়ুন।’ পাশাপাশি প্রধানমন্ত্রী মোদি এদিন ভোটারদের কাছে আবেদন রেখে বলেন- ১৯শে মে হিঙ্গার ঘটনা ঘটলেও আপনারা ভোট দানে পিছিয়ে আসবেন না। মনে রাখবেন- হিংসা হলে দিদির বুলেটের জবাব দেবেন নিজের ভোটে।

‘দিনকে রাত আর রাতকে দিন করছেন মমতা’- মোদি

ক্ষমতায় তারা যে আসছেনই সে বিষয়ে নিশ্চিত দাবি করে মোদি বলেন-“পশ্চিমবঙ্গ বিজেপিকে ৩০০ আসন পার করতে ভোট দিয়ে সাহায্য করেছে।” এরপরই মোদি রাজ্যের ভোটে হিংসার বিষয়টি তুলে মুখ্যমন্ত্রীকে তোপ দাগেন। তিনি বলেন-” জম্মু-কাশ্মীরের পাকিস্তানি জঙ্গির হামলার আশঙ্কা থেকেই যায়। কিন্তু সেখানে পঞ্চায়েত নির্বাচন পরে লোকসভা ভোট হিংসা ছাড়াই সমাপ্ত হয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গে এমন কোনও পর্যায় নেই গত ছ’টি ধাপে প্রতিটি জেলায় প্রতিটি আসনে হিংসার ঘটনা ঘটেছে। মমতাদিদি পশ্চিমবঙ্গকে তাঁর ব্যক্তিগত সম্পত্তি মনে করার মতো ভুল করছে। দিদি, আজ আপনি নির্বাচন কমিশনকে গালি দিচ্ছেন। নির্বাচন প্রক্রিয়া এবং কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীকে আপনি গালি দিয়ে চলেছেন। আজ যদি নির্বাচন কমিশন নিরপেক্ষ না হতো সেইদিন যদি কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী না থাকতো তা হলে আজ আপনি মুখমন্ত্রী হতে পারতেন না। দিদি, হিংসার রাস্তা ছেড়ে দিন। আপনি দিনকে রাত বলছেন রাতকে দিন বলছেন। এতে সত্যিকে আড়াল করা যাবে না।”

জম্মু-কাশ্মীরের সঙ্গে তুলনা টানলেন

দিদির মনে করে – তিনি সুপ্রিম শক্তি। কিন্তু সুপ্রিম পাওয়ার হল আমার এই বাংলার মানুষ। মোদিকে গালি দিয়ে আপনার কিছু লাভ হবে না। দিদি ও টিএমসি-র নেতাদের অহঙ্কার এত বেড়ে গেছে যে দেশের সুরক্ষায় বলিদান দেওয়া সুপুত্রদের পর্যন্ত তারা ছাড়েনি। এদের নেতা প্রকাশ্যে ধমক দিচ্ছে যে সুরক্ষা বলকে তাড়াও। ওদের মারো। ঠিক এই জিনিসটাই দেখা গেছে জম্মু-কাশ্মীরে পাথরবাজদের ক্ষেত্রে।”

“নিজের দেশের লোকজনকে আপনি গালি দিচ্ছেন”

“আরে দিদি, আমাদের এই গণতন্ত্রে সকলেরই স্বপ্ন দেখার স্বাধীনতা রয়েছে। আপনারও প্রধানমন্ত্রী পদের জন্য স্বপ্ন দেখার সম্পূর্ণ স্বাধীনতা আছে। দিদি সংবিধান সংস্থাগুলিকে গালি দেওয়ার জন্য আপনার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। অহঙ্কার কোনও কিছুকে পরোয়া করে না।দিদিকেও এটা স্মরণ করিয়ে দেওয়া জরুরী যে বিহার, পাঞ্জাব, উড়িষ্যা, উত্তরপ্রদেশ থেকে এখানে কেউ যদি এসে থাকে তবে সে বাংলার উন্নয়নে সাঘায্য করছে। দিদি, আপনার এখন বিহার, উত্তরপ্রদেশ, উড়িষ্যার লোকজনকে নিয়ে সমস্যা হয়ে গেছে। কিন্তু সীমান্ত পেরিয়ে লুকিয়ে চুরিয়ে যারা এখানে ঢুকছে তাদের নিয়ে আপনার কোনও সমস্যাই নেই। যারা পশ্চিমবঙ্গের সমাজ ব্যবস্থাকে দফারফা করে দিচ্ছে তাদের প্রতি আপনার মনে ভালবাসা বেড়েই চলেছে আর নিজের দেশের লোকজনকে আপনি গালি দিয়ে চলেছেন।”

জয় মা কালী আর জয় শ্রীরাম ধ্বনি তুললে জেলে ঢোকানো হয়

“গঙ্গোত্রী থেকে শুরু করে গঙ্গাসাগর পর্যন্ত মা গঙ্গা কারও মধ্যে ভেদ করেনি। দিদি আপনি কে যে ভেদাভেদ করবেন। দিদি, আপনি আপনার চোখে অহঙ্কার ও ভোট ব্যাঙ্কের পট্টি খোলেন তাহলে আপনিও শ্রেষ্ঠ ভারতের দর্শন করতে পারবেন। আপনি এই দেশের আলাদা আলাদা রঙ দেখবেন তাহলে আপনার ওই অহঙ্কারের চশমা খুলে যাবে।দিদি এই রাজ্যের কি হাল বানিয়েছে, যারা অপরাধী, যারা অনুপ্রবেশকারী, যারা দুর্নীতিবাজ তারা মস্তিতে আছে। যারা কালীর ভক্ত, যারা প্রভু রামের ভক্ত তারা ভয়ে ভয়ে রয়েছে। জয় মা কালী। জয় শ্রীরাম বলা বাংলার যুবকদের জেলে ঢোকানো হয়। এক মজা করার জন্য মেয়েদের জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এসব আর চলবে না।” বলেন মোদি।

“২৩শে মে ভোটের রায় বেরোনোর পরই এইসব অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হবে। বাংলার হাল খারাপ করা মানুষগুলিকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। পিসি-ভাইপো যতই চেষ্টা করুক না কেন বাংলার ক্ষতি করা লোকদের কেউ বাঁচাতে পারবে না।”

“দেশে আজ সুদর্শন চক্রধারী মোহন আর চক্রধারী মোহনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। উন্নয়নের জন্য চক্রধারী মোহন আর নিরাপত্তার জন্য সুদর্শন চক্রধারী মোহনের পথে হাঁটতে হবে আমাদের।”

Published on: মে ১৬, ২০১৯ @ ২৩:৪২


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + 1 =