পাকিস্তানের আসল রূপ সামনে এল- ইমরানের মন্ত্রী বললেন পুলওয়ামা হামলা আমরাই করিয়েছি, এ আমাদের সম্প্রদায়ের সাফল্য

Main দেশ বিদেশ
শেয়ার করুন

Published on: অক্টো ২৯, ২০২০ @ ১৯:১৭

এসপিটি নিউজ ডেস্ক:  পাকিস্তান যে সন্ত্রাসবাদের আতুঁরঘর এবার তা সামনে এল। খোদ পাকিস্তানের সংসদে দাঁড়িয়েই পাক প্রধানমন্ত্রী ইমরান খনের মন্ত্রী ফাওয়াদ চৌধুরী প্রকাশ্যে বুক ফুলিয়ে বলেন -‘পুলওয়ামা হামলা আমরাই করিয়েছি। হিন্দুস্থানে ঢুকে ওদের মেরে এসেছি। এ আমাদের সম্প্রদায়ের সাফল্য।’

প্রকৃতপক্ষে, ফাওয়াদ পাকিস্তান মুসলিম লীগ-এন নেতা আয়াজ সাদিকের সেই বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছিলেন, যেখানে সাদিক বলেছিলেন যে ভারতীয় বিমানবাহিনীর শাখার উইং কমান্ডার অভিনন্দনকে আটক করার সময় তাদের বিদেশমন্ত্রী বৈঠকে শাহ মেহমুদ কুরেশি ছিলেন। তিনি আতঙ্কিত হয়েছিলেন সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়া্রের পা কাঁপছিল।

ইমরানের মন্ত্রী ফাওয়াদ বলেন- আমরা হিন্দুস্তানে ঢুকে তাদের হত্যা করেছি

পাকিস্তান সংসদে দাঁড়িয়ে ইমরান সরকারের মন্ত্রী ফাওয়াদ চৌধুরী বলেন- সাদিক বলছিলেন তার পা কাঁপছে। আমি বলি যে আমরা হিন্দুস্তানে ঢুকে গিয়ে তাদের হত্যা করেছি। পুলওয়ামায় যে সাফল্য এসেছে তা ইমরান খানের নেতৃত্বে আমাদের সম্প্রদায়ের সাফল্য। আমাদের জনগণ এবং আমরা সেই সাফল্যের অংশীদার। এটি আমাদের জন্য একটি সুযোগ।সংবাদ সংস্থা এএনআই সেই ভিডিও ট্যুইট করে প্রকাশ্যে এনেছে।

পাকিস্তানের সংসদেই অভিনন্দনকে নিয়ে বক্তব্য রাখেন পিএমএল-এন নেতা সাদিক

বুধবার পাকিস্তানের সংসদে পিএমএল-এন নেতা সাদিক বলেছিলেন- অভিনন্দন ইস্যুতে কুরেশি পিপিপি, পিএমএল-এন এবং সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়াসহ অন্যান্য নেতাদের সাথে বৈঠক করেন। আমার বেশ মনে আছে, বৈঠক চলার সময় সেনাপ্রধান বাজওয়া ঘরে ঢুকলেন, তাঁর পা কাঁপছিল এবং তিনি শুধু ঘামছিলেন।

পুলওয়ামায় শহীদ হয়েছিলেন 40 জন সিআরপিএফ জওয়ান

জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলায় 2018 সালের 14 ফেব্রুয়ারি,  সিআরপিএফের একটি কনভয়ের উপর ভয়াবহ সন্ত্রাসী হামলায় 40 জন সদস্যের প্রাণহানি হয়েছিল। সন্ত্রাসীরা বাসে একটি বিস্ফোরকবাহী গাড়ি  নিয়ে হামলা চালায়। এই কনভয়ে 78টি বাস ছিল, যেখানে প্রায় 2,500 কর্মী জম্মু থেকে শ্রীনগরে যাচ্ছিলেন। পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসবাদী দল জাইশ-ই-মহম্মদ (জেইএম) পুলওয়ামার সন্ত্রাসী হামলার দায় স্বীকার করেছিল। সেইসময় পাকিস্তান বারবার এই হামলার দায় অস্বীকার করেছিল।

ভারত কড়া অবস্থান নিয়েছিল

পরের দিন ভারত পাকিস্তানের জেএমের বালাকোট সন্ত্রাস প্রশিক্ষণ শিবিরে বিমান হামলা চালিয়েছিল। সন্ত্রাসী হামলার পর ভারত পাকিস্তানের কাছে সর্বাধিক পছন্দের জাতির (এমএফএন) অবস্থানও প্রত্যাহার করে নিয়েছিল। এতে বলা হয়েছিল যে এই ঘটনায় প্রত্যক্ষ হাত থাকার কারণে পাকিস্তানের বিচ্ছিন্নতা নিশ্চিত করতে যে সমস্ত সম্ভাব্য কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করতে হবে, তা বিদেশমন্ত্রক গ্রহণ করবে।

আন্তর্জাতিক সম্প্রদায় এই সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে ভারতের প্রতি দৃঢ় সমর্থন প্রকাশ করেছিল।

Published on: অক্টো ২৯, ২০২০ @ ১৯:১৭


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

53 − 43 =