কান ধরে ওঠবোস করা উচিত এই প্রধানমন্ত্রীর ! প্রমাণ দিতে না পারলে তোমায় জেলে টানবো-মূর্তি ভাঙা নিয়ে তোপ মমতার

রাজ্য লোকসভা ভোট 2019
শেয়ার করুন

মমতার হুঁশিয়ারি- “বাংলায় একটা মানুষও বিজেপি করবেন না। বিজেপির সাথে যাবেন না। আর যারা যাবেন, তারা জেনে রাখুন আগামিদিন সমাজ তাদের গ্রহণ করবে না। ভালোবাসবে না।”

Published on: মে ১৬, ২০১৯ @ ২১:০৫

এসপিটি নিউজ, মথুরাপুর, ১৬মে: কলকাতায় বিদ্যাসাগরের মূর্তি ভাঙা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূর্তি ভাঙার দায় মোদি তৃণমূলের উপর চাপানোর কথা বলায় ক্ষুব্ধ মমতা বলেন- লজ্জাও করে না এই লোকটার মিথ্যেবাদী প্রধানমন্ত্রীর। কান ধরে ওঠবোস করা উচিত এই প্রধানমন্ত্রীর, একবার নয় লক্ষ্যবার মিথ্যে কথা বলার জন্য।প্রমাণ দিতে না পারলে তোমায় কিন্তু আমরা জেলে টানবো।

“অমিত শাহের নেতৃত্বে বিজেপি যে গুন্ডামি করেছে, আগামিদিন এর বদলা নিতে হবে”

1) আজ রাতে প্রচার শেষ হয়ে যাওয়া নিয়ে ক্ষুব্ধ মমতা বলেন- “কি আর করবো, কতকগুলো দুষ্টু লোক, তারা আজ দেশের সব অধিকার করে নিয়েছে।যে কোনও কাউকে খুন করছে, যে কোনও কারও অধিকার কাড়ছে। সংখ্যালঘুদের উপর অত্যাচার চালাচ্ছে। আমার তফশিলি ভাইদের উপর অত্যাচার করছে। কখনও বাবা সাহেব আম্বেদকরের মূর্তি ভেঙে দিচ্ছে। আর গত পরশু আমাদের লজ্জা- আমাদের বিদ্যার জনক, বিদ্যসাগরের স্ট্যাচু ভেঙে দিয়ে বিদ্যাসাগর কলেজ থেকে কলকাতা বিশ্ববিদ্যালয় পর্যন্ত অমিত শাহের নেতৃত্বে বিজেপি যে গুন্ডামি করেছে, মনে রাখবেন আগামিদিন এর বদলা নিতে হবে।আমাদের মনীষীদের গায়ে হাত দিলে ছেড়ে কথা কেউ বলবে না।”

2) উত্তরপ্রদেশে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন- বিদ্যাসাগরের মূর্তি যারা ভেঙেছে তাদের শাস্তি চাই। সেই সঙ্গে তিনি এও বলেছেন- যেখানে মূর্তি ছিল সেই জায়গাতেই তারা পঞ্চ ধাতুর মূর্তি বানিয়ে দেবেন। এই প্রসঙ্গ টেনে ক্ষোভে ফুঁসতে থাকেন মমতা বন্দ্যোপাধ্যায়।মোদির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বলেন-“উত্তরপ্রদেশে মিটিং করে বলেছে আমরা এটা বানিয়ে দেবো। তোরটা থোরাই নেবো, আয়। ২০০ বছর আগেকার হেরিটেজ ফিরিয়ে দিতে পারবে? জীবন গেলে জীবন ফিরিয়ে দিতে পারবে, ঐতিহ্য ফিরিয়ে দিতে পারবে?২০০ বছরের হেরিটেজ ভেঙে দিয়েছে।”

3) “ভাবো কি নিজেকে? বলছে, বানিয়ে দেবে! বাবা সাহেব আম্বেদকরের মূর্তি বানিয়ে দেওয়া হয় না। গান্ধিজীর মূর্তি ভেঙে দিয়ে বানিয়ে দিলে হয় না। বাংলা তোমার কাছে ভিক্ষে চায় না। তোমার নেতা ওই অমিত শাহ কি বলে গেছে বাংলা। বাংলা কাঙাল? বাঙলাকে কাঙাল বলে গেছে তোমার পার্টি। বাংলায় একটা মানুষও বিজেপি করবেন না। বিজেপির সাথে যাবেন না। আর যারা যাবেন, তারা জেনে রাখুন আগামিদিন সমাজ তাদের গ্রহণ করবে না। ভালোবাসবে না।” হুঁশিয়ারি মমতার।

Published on: মে ১৬, ২০১৯ @ ২১:০৫


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

58 − 53 =