দিদি ক্লিন বোল্ড, বিজেপি চার দফাতেই সেঞ্চুরি করে ফেলেছে- বর্ধমানে মোদি

Main দেশ ভোট সংবাদ রাজ্য
শেয়ার করুন

Published on: এপ্রি ১২, ২০২১ @ ২১:২৬

এসপিটি নিউজ, বর্ধমান, ১২ এপ্রিলঃ আজ বর্ধমানের সভা থকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়ের দিকের একের পর এক তোপ দাগেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তৃণমূল সুপ্রিমোর সাম্প্রতিক মন্তব্য এবং তাঁর দলের এক নেত্রীর বিতর্কিত ম্নতব্যের রেশ টেনে প্রশ্ন তোলেন মোদি। একই সঙ্গে যেভাবে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে লোককে উস্কাচ্ছেন তাও সমালোচনা করেন মোদি।একই সঙ্গে মোদি বলেন- “দিদি, আপনার এত অহঙ্কার বাংলার মানুষ বরদাস্ত করবে না।আপনি নন্দীগ্রামে ক্লিন বোল্ড হয়ে গেছে। বিজপি চার দফাতেই আসন লাভের সেঞ্চুরি হাঁকিয়েছে।”

ও দিদি! কি হল আপনার ?প্রশ্ন মোদির

প্রধানমন্ত্রী মোদি বর্ধমানের সভায় দাঁড়িয়ে দিদিকে তৃণমূল সুপ্রিমোকে উদ্দেশ্য করে বলেন- “আরে দিদি! ও দিদি! কি হল আপনার ? কি হয়েছে আপনার দিদি? দিদি তো এখন ভোট দিতে যাওয়া লোকদের যারা সুরক্ষা দিচ্ছে তাদের ঘেরাও করে রাখার কথা বলে উস্কাচ্ছে। দিদি! আদরনীয় দিদি! আপনি ক্ষোভ দেখাতে চান তো আমি আছি না। মোদিকে বলুন না। মোদিকে গালি দিন না। মন খুলে আমাকে গালি দিন না।”

বাংলা চায় না তৃণমূলের দুঃশাসন-মোদি

“কিন্তু দিদি, বাংলার গৌরবকে অপমান করবেন না।আপনার এই অহঙ্কার বাংলা বরদাস্ত করবে না। আপনার তোলাবাজ, সিন্ডিকেট, কাটমানি সিস্টেমকে এবার বাংলা আর বরদাস্ত করবে না। আর সেই সঙ্গে বাংলা আজ সোনার বাংলার সঙ্কল্পের সাথে আছে। বাংলার মানুষ দিদির কুশাসন চায় না। বাংলা চায় আসল পরিবর্তন। বাংলা চায় না তৃণমূলের দুঃশাসন। বাংলা চায় না দিদি-ভাইপোর হিংসার খেলা। বাংলা চায় আসল পরিবর্তন। বাংলা চায় উন্নয়ন। বাংলা চায় শিক্ষা। বাংলা চায় ভয় মুক্ত পরিবেশ।”

মোদি বললেন-নন্দীগ্রামে বাংলার মানুষ দিদিকে ক্লিন বোল্ড করে দিয়েছে

মোদি ফের বলেন- “দিদি, আপনার রাগ হোক কিংবা না হোক এক তো নন্দীগ্রামে বাংলার মানুষ দিদিকে ক্লিন বোল্ড করে দিয়েছে। বাংলায় দিদির মেয়াদ সমাপ্ত হয়েছে। দ্বিতীয়, বাংলার মানুষ দিদির বিরাট বড় প্ল্যান ফেল করে দিয়েছে। বাংলার মানুষ জেনে গেছে যে পার্টির দায়িত্ব দিদি তার ভাইপোকে দেবেন। কিন্তু দিদির এই খেলা মানুষ বুঝে গেছে। দিদির সব খেলা ভেস্তে গেছে।বাংলার মানুষ দিদিকে চলে যাওয়ার কথা বলে দিয়েছে।”

“দিদি বাংলার মানুষের উপর রাগ দেখাবেন? দিদি এটা ভালো করেই জানেন যে একবার কংগ্রেস গেছে তারা আর ফিরে আসতে পারেনি। বামেরা গেছে আর ফিরতে পারেনি। দিদি, আপনিও একবার যাচ্ছেন আর ফিরতে পারবেন না।” বলেন মোদি।

ভগবান মহাবীরের আশীর্বাদ ধন্য বর্ধমান

বর্ধমানের প্রশংসা করে মোদি বলেন- “এই স্থান তো ভগবান মহাবীরের আশীর্বাদ ধন্য। ভগবান মহাবীরের বাল্যকালে তাঁর নাম বর্ধমানই ছিল। এখানকার আস্তিক গ্রামে তিনি কিছুদিন কাটিয়েছিলান। রাসবিহারী বোস, বটুকেশ্বর দত্তর মতো মহান সুপুরুষদের জন্ম দেওয়া এই পবিত্র ভূমিকে এই বীর ভূমিকে আমি আজ শত শত প্রণাম জানাই।”

দিদির কি বর্ধমানের মিহিদানা পছন্দ নয়?প্রশ্ন মোদির

এরপর মোদি এখানকার দুটো জিনিসের প্রসঙ্গ তুলে তৃণমূল সুপ্রিমোর কাছে প্রশ্ন ছুঁড়ে দেন। বলেন- “বর্ধমানের দুটো জিনিস খুবই বিখ্যাত। এক তো চাল এবং দ্বিতীয় হল মিহিদানা। আপনাদের কথাবার্তা, আপনাদের ব্যবহার, এখানকার খাওয়া-দাওয়া সমস্ত জিনিসেই ভরপুর মিষ্টতা আছে। আমি জানতে চাই- দিদির কি বর্ধমানের মিহিদানা পছন্দ নয়? এত বদমেজাজ দিদি কোথা থেকে পায়। দিদির বদমেজাজ, ক্রোধ, তার রাগ, ওনার আবোল-তাবোল বকা দিন-কে দিন বেড়েই চলেছে। জানেন কেন?”

চার দফাতেই বিজেপির সিটের সেঞ্চুরি হয়ে গেছে-মোদি

তার জবাব দিতে গিয়ে মোদি বলেন- “কারণ, বাংলায় চার দফা ভোট হয়ে গেছে। বাকি আছে আরও চার দফা ভোট। অর্ধেক ভোটে আপনারা টিএমসিকে সাফ করে দিয়েছেন। বাকি অর্ধেক ভোটে টিএমসি পুরো সাফ। চার দফার ভোটে বাংলার জনতা এত চার-ছক্কা হাকিয়েছে যে বিজেপির সিটের সেঞ্চুরি হয়ে গেছে। যে আপনাদের সাথে খেলা করার কথা ভাবছে তার সাথে খেলা হয়ে গেছে।”

জন্মজয়ন্তীর আগেই দিদি ও তার লোকেরা বাবা সাহেবকে অপমান করল-মোদি

সম্প্রতি তৃণমূলের এক নেত্রীর নমঃশুদ্র সমাজ ও তপশিলি সমাজকে নিয়ে এক বিতর্কিত ম্নতব্য ঘিরে ঝড় উঠেছে। তার রেশ টেনে এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন- “আপনাদের বলে রাখি যে দিদির এই ‘খেলা হবে’ কথা বলার মধ্যে দিয়ে বেশ পরিষ্কার হয়ে যাচ্ছে যে টিএমসি-র অনেক বড় পরাজয় হতে চলেছে। দিদির অভিব্যক্তি বলে দিচ্ছে যে বাংলার মানুষের প্রতি ওনার ঘৃণা ক্রমে বেড়েই চলেছে। এখন দিদির লোকজন আজ বাংলার মানুষ তফশিলি জাতি ভাই-বোনদের গালি দিতে শুরু করেছে। বাবা সাহেব আম্বেদকরের আত্মা আজ দিদির লোকজনের এসব কথা শুনে না জানি কত কষ্ট পেয়েছেন। ১৪ এপ্রিল বাবা সাহেবের জন্মজয়ন্তী। জন্মজয়ন্তীর আগেই দিদি ও তার লোকেরা বাবা সাহেবকে অপমান করল।”

দিদি, আপনি অনেক বড় পাপ করেছেন- মোদি

“দিদি তো নিজেই নিজেকে রয়্যাল বেঙ্গল টাইগার বলছে। তফশিলি জাতি ভাই-বোনদের বিরুদ্ধে এত জঘন্য কথা দিদির অনুমতি ছাড়া কেউ বলতে পারে না। আপনারাই বলুন দিদির প্রশ্রয় ছাড়া এমন গম্ভীর মন্তব্য কেউ করতে পারে কি? তাদের ‘ভিখারি’ বলে দিল। দিদি এই নিয়ে কিছু বলেছেন কি বলেন নি। ক্ষমা পর্যন্ত চাননি। এমনকী যারা দেশের বিভিন্ন প্রান্তে এমন অনেক দল যারা দিদির জন্য গলা ফাটান তারা পর্যন্ত একটি শব্দ বলল না। দিদি দলিত, নমঃশুদ্র জাতি, তফশিলি জাতিকে অপমান করে আপনি ঠিক করেননি। আপনি অনেক বড় পাপ করেছেন।” তোপ মোদির।

মোদি ফের বলেন- “যে হরিচাঁদ ঠাকুর জাতিপ্রথার বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন তার বাংলায় দিদি দলিতদের এত অপমান করলেন। পরমহংস শ্রীশ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন- সমস্ত জীবের মধ্যে শিব আছে। সেই বাংলায় আজ দিদি দলিতদের অপমান করলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যসাগর, রানী রাসমনির বাংলায় আপনি দলিতদের অপমান করলেন। দিদি আপনি দলিতদের অপমান করে সবচেয়ে বড় ভুল করেছেন।”

Published on: এপ্রি ১২, ২০২১ @ ২১:২৬


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

70 − 61 =