নন্দীগ্রামে আহত কর্মীকে দেখতে যাওয়ার পথে ‘জয় শ্রীরাম’ স্লোগান মমতাকে উদ্দেশ্য করে

Main রাজ্য
শেয়ার করুন

Published on: মার্চ ৩০, ২০২১ @ ১৯:৫৭

এসপিটি নিউজ, নন্দীগ্রাম, ৩০ মার্চ: গতকাল একটি নন্দীগ্রামের সভা থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মীদের আক্রান্তের ঘটনায় তীব্র ক্ষোভ জানিয়েছিলেন।আজ তাঁর নির্বাচনী এলাকায় আহত এক দলীয় কর্মী দেখতে যান নন্দীগ্রামের তৃণমুল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেইসময় তাঁকে উদ্দেশ্য করে গ্রামে এক দল মানুষ ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে থাকে।

সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, প্রহৃত ও আহত হওয়া এক তৃণমূল কর্মীকে দেখতে আজ মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর বাড়িতে যান। তিনি হুইল চেয়ারে করে সেখানে যাওয়ার সময় গ্রামের কিছু মানুষ ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে থাকে।

সংবাদ সংস্থাটি জানিয়েছে, নন্দীগ্রামের বলরামপুর গ্রামে তৃণমূল কর্মীরা আক্রান্ত হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন – “বিজেপি কর্মীরা তাদের কর্মীদের মারধর করেছে। তাতে তারা আহত হয়েছে। এখন আইন-শৃঙ্খলা নির্বাচন কমিশনের হাতে থাকায় আমি আহত কর্মীদের নিরাপত্তা দেওয়ার অনুরোধ করব। তিনি এদিন সেই আহত দলীয় কর্মীর বাড়িতে তাঁকে দেখতে যান।

Published on: মার্চ ৩০, ২০২১ @ ১৯:৫৭


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

62 − = 61