শান্তিপুরে রাস উৎসব উপলক্ষ্যে শিয়ালদহ শাখায় বিশেষ ট্রেনের ব্যবস্থা

Main দেশ ধর্ম ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

Published on: নভে ২৫, ২০২৩ at ২০:০১

এসপিটি নিউজ, কলকাতা, ২৫ নভেম্বর: শান্তিপুরে রাসযাত্রা উৎসব উপলক্ষ্যে পূর্ব রেলের শিয়াল্লদহ শাখায় ২৭ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। এজন্য ১২টি আপ স্পেশাল এবং ১০টি ডাউন স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। এই ট্রেনগুলি বাথনা কৃত্তিবাস হল্ট স্টেশনে সাময়িকভাবে থামবে বলে রেল সূত্রে জানা গিয়েছে। সেইসঙ্গে ২৮-২৯ এবং ২৯-৩০ নভেম্বরে মধ্যবর্তী রাতের একজোড়া ইএমইউ স্পেশাল ট্রেনও চালানো হবে বলে রেলের বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এই স্পেশাল ট্রেনটি শিয়ালদহ স্টেশন থেকে রাত ৯টা ৬মিনিটে ছেড়ে রাত ১১টা ৩২মিনিটে শান্তিপুর পৌঁছবে। আবার শান্তিপুর থেকে রাত ১২টা বেজে ১০ মিনিটে ছেড়ে রাত ২টো ৩৫মিনিটে শিয়ালদহ পৌঁছবে। ট্রেনগুলি যাত্রাপথে স্ল্যাগ ও হল্ট সমস্ত স্টেশনেই থামবে বলে রেল সূত্রে জানানো হয়েছে।

তবে ২৭ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত শিয়ালদহ শাখায় শান্তিপুরের মধ্যে যে ১২টি আপ স্পেশাল এবং ১০টি ডাউন স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। তার মধ্যে আপ স্পেশালে একটি রানাঘাট- কৃষ্ণনগর সিটি জংশন ভায়া শান্তিপুর ,একটি বনগাঁ-শান্তিপুর এবং একটি রানাঘাট-শান্তিপুর থাকছে। ডাউন স্পেশালের মধ্যে একটি শান্তিপুর-বনগাঁ এবং একটি শান্তিপুর-রানাঘাট আছে।

Published on: নভে ২৫, ২০২৩ at ২০:০১


শেয়ার করুন